যেমনটা দেখা যাচ্ছে, আজারবাইযান এখন নিজেকে একত্রিত করার উপাদান পেয়ে যায়, যখন যুক্তরাষ্ট্র দূতাবাসের আরো গোপনীয় কেবল ওরফে নথি প্রকাশিত হয়, যা এই সপ্তাহে উইকিলিকসে প্রকাশিত হয়েছে। এই নথি প্রকাশের পর টুইটারে বেশ কিছু কৌতুহল জনক ঘটনা ঘটে, বিশেষ করে ইলাহম আলিয়েভ এবং তার পত্নী সম্বন্ধে যুক্তরাষ্ট্রের কুটনীতিবীদদের অপ্রিয় কিছু মন্তব্য প্রকাশ হবার পর। এই নথি প্রকাশ পাবার একদিনের কম সময়ে দেখা যাচ্ছে টুইটারে একটি একাউন্ট দৃশ্যমান হয়েছে, যা দেশটির রাষ্ট্রপতির স্ত্রী ওরফে ফার্স্ট লেডির নামে প্রকাশিত হয়েছে।
যদি এই লেখার সময় এর সত্যতা যাচাই করা যায়নি, কিন্তু মেহেরিবান আলিয়েভের টুইটার একাউন্টের সাথে রাষ্ট্রপতির টুইটার একাউন্টের মিল রয়েছে। এবং এই একাউন্টে আশাবাদের উল্লেখ রয়েছে যে আলিয়েভের কন্যা ইসলামিক শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতিক সংগঠন (আইএসইএসসিও)-এর নির্মাণে নেতৃত্ব প্রদান করে যাবে। .
স্বাভাবিকভাবে এবং বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের নথিতে শাসক পরিবারকে গড়ফাদার নামক চলচ্চিত্রের কার্লেয়ন পরিবারের সাথে তুলনা করা হয়েছে। রাষ্ট্রপতির পত্নীর টুইটার একাউন্ট কেবলগেটকে খুব একটা ভালোভাবে নেয়নি।
@তুরালআহমেদজাদে এর উত্তর করছে।
আরেকজন ব্যবহারকারী @আজার_কাফারাফ আংশিকভাবে এর সমালোচনা করেছে।
@লেইয়ালানাজাফলি এতে ততটা মুগ্ধ নয়:
এত সব কিছু সত্ত্বেও, শঙ্কিত না হয়ে, এই টু্ইটার একাউন্ট থেকে টুইট করা হতে থাকে:
এর উত্তরে মনে হচ্ছে @সাহিলেআসলঅনোভা খুব একটা আশ্বস্ত নয়।
এখানে একটি অভিযোগ করা হয়েছে যে উইকিলিকস হয়ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজারবাইযানকে নিশানা করেছে।
@তুরালআহমেদজাদে আবার উত্তর করেছেন:
এই টুইটার একাউন্টে যে সব মন্তব্য পাঠানো হয়েছে সকল ক্ষেত্রে তার কোন উত্তর প্রদান করা হয়নি। একই সাথে অনেকে খেয়াল করেছেন যে এই একাউন্টটি কেবল মাত্র আজারবাইযানের রাষ্ট্রপতির টুইটার একাউন্টকে অনুসরণ করে।
রাষ্ট্রপতির দু্টি টুইটার একাউন্ট ছাড়া , @ফাস্টলেডিএজ আরো দুটি একাউন্টকে অনুসরণ করে- তাদের একটি হল সাফুরা আলিজাদে, যিনি গত বছর ইউরো ভিশন সঙ্গীত প্রতিযোগিতায় প্রবেশ করেছিল আরেকটি হচ্ছে বিস্ময়কর ভাবে আমার নিজস্ব একাউন্ট:
ইতোমধ্যে আবার খেয়াল করা হয়েছে এই একাউন্টকে আরো যাচাই করার প্রয়োজন, আর ফেসবুকে অনেকে এসব সত্ত্বে বিস্মিত হবে যদি, এ অঞ্চলের শাসকরা আরো বেশি দায়িত্বশীল হয় এবং জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করে।
সময় এর উত্তর প্রদান করবে,, কিন্তু আমার নিজের এবং সাফুরা আলিজাদের ক্ষেত্রে যা ঘটেছে, শীঘ্রই আমাদের উভয়কে অনুসরণ করা বন্ধ করে দেওয়া ।