আজারবাইযান: ফার্স্ট লেডি কেবলগেট সমালোচনার জবাব দিচ্ছে?

যেমনটা দেখা যাচ্ছে, আজারবাইযান এখন নিজেকে একত্রিত করার উপাদান পেয়ে যায়, যখন যুক্তরাষ্ট্র দূতাবাসের আরো গোপনীয় কেবল ওরফে নথি প্রকাশিত হয়, যা এই সপ্তাহে উইকিলিকসে প্রকাশিত হয়েছে। এই নথি প্রকাশের পর টুইটারে বেশ কিছু কৌতুহল জনক ঘটনা ঘটে, বিশেষ করে ইলাহম আলিয়েভ এবং তার পত্নী সম্বন্ধে যুক্তরাষ্ট্রের কুটনীতিবীদদের অপ্রিয় কিছু মন্তব্য প্রকাশ হবার পর। এই নথি প্রকাশ পাবার একদিনের কম সময়ে দেখা যাচ্ছে টুইটারে একটি একাউন্ট দৃশ্যমান হয়েছে, যা দেশটির রাষ্ট্রপতির স্ত্রী ওরফে ফার্স্ট লেডির নামে প্রকাশিত হয়েছে।

মেহেরিবান আলিয়েভা টুইটার ব্যবহার করছে।

যদি এই লেখার সময় এর সত্যতা যাচাই করা যায়নি, কিন্তু মেহেরিবান আলিয়েভের টুইটার একাউন্টের সাথে রাষ্ট্রপতির টুইটার একাউন্টের মিল রয়েছে। এবং এই একাউন্টে আশাবাদের উল্লেখ রয়েছে যে আলিয়েভের কন্যা ইসলামিক শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতিক সংগঠন (আইএসইএসসিও)-এর নির্মাণে নেতৃত্ব প্রদান করে যাবে। .

আমরা মনে করি এখন আইএসইএসসিও থেকে আমাদের সরে আসার সময় হয়ে এসেছে। আরজু সেখানে আমার কাজ চালিয়ে যেতে পারবে।

স্বাভাবিকভাবে এবং বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের নথিতে শাসক পরিবারকে গড়ফাদার নামক চলচ্চিত্রের কার্লেয়ন পরিবারের সাথে তুলনা করা হয়েছে। রাষ্ট্রপতির পত্নীর টুইটার একাউন্ট কেবলগেটকে খুব একটা ভালোভাবে নেয়নি।

আমি বিশ্বাস করতে পারি না যে, তারা ইলহাম আলিয়েভকে মাফিয়াদের সাথে তুলনা করেছ। পরিসংখ্যানের মধ্য দিয়ে তাদের দেখা উচিত, আজারবাইযান ইলাহামের শাসনামলে কতটা উন্নতি করেছে।

@তুরালআহমেদজাদে এর উত্তর করছে।

অবশ্যই তারা ইলহামকে মাফিয়াদের সাথে তুলনা করেছে। মাফিয়াদের অনেক টাকা রয়েছে । দেশটির এইসব উন্নয়ন, তার দুর্নীতিকে ঢেকে ফেলে না।

আরেকজন ব্যবহারকারী @আজার_কাফারাফ আংশিকভাবে এর সমালোচনা করেছে।

আজারবাইযানের উন্নয়নের পরিসংখ্যান একেবারে অর্থহীন: তেল থেকে আসা টাকার কারণে কিছু কাজ হয়েছে এবং তেলের দাম বেড়েছে।

সুনির্দিষ্ট উন্নয়নের লক্ষ্য কোন কাজ করা হচ্ছে না।প্রতি বছর হাজার হাজার নাগরিক দেশটি ত্যাগ করছে। দেশে এখন কোন চাকুরি নেই!

@লেইয়ালানাজাফলি এতে ততটা মুগ্ধ নয়:

আমি আশা করি @ফার্স্টলেডি ইতোমধ্যে উল্টোপাল্টা কথা বলা থেকে নিজেকে বিরত রেখেছে । ইতোমধ্যে ২৪ ঘন্টা পার হয়ে গেছে, আর আমার খারাপ জিনিষ ফেলার জন্য একটা বালতির প্রয়োজন দেখা দিয়েছে।

এত সব কিছু সত্ত্বেও, শঙ্কিত না হয়ে, এই টু্‌ইটার একাউন্ট থেকে টুইট করা হতে থাকে:

Bizim məqsədimiz Azərbaycanı demokratik,hüquqi və sekulyar dövlət kimi inkişaf etdirmək idi. Məncə, biz buna nail olduq.

আমাদের লক্ষ্য আজারবাইযানকে একটি গণতান্ত্রিক, আইনি এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করা। আমি মনে করি আমরা তা অর্জন করেছি।

এর উত্তরে মনে হচ্ছে @সাহিলেআসলঅনোভা খুব একটা আশ্বস্ত নয়।

Bu yazdiqlariniza özünüz inanirsiniz hec olmasa?:)))

আপনি নিজে যা লিখেছেন, সে সব কথা কি আপনি নিজে বিশ্বাস করেন?:)))

এখানে একটি অভিযোগ করা হয়েছে যে উইকিলিকস হয়ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজারবাইযানকে নিশানা করেছে।

যারা আজারাইবযানে আগুন লাগাতে চায় তারা কখনোই সফল হবে না, কারণ আমাদের এই জাতি তাদের শক্তিশালী নেতার উপর আস্থা রেখেছে।

@তুরালআহমেদজাদে আবার উত্তর করেছেন:

আমাদের জাতির মধ্যে আসলে কারা অবস্থান করে? এর মধ্যে কি ইসা গাম্বার এবং বিরোধীরা অবস্থান করছে? এখানে একটি মাত্র যে সংঘর্ষ চলছে, তার কারণ হচ্ছে আলিয়েভ নামক মাফিয়া।

এই টুইটার একাউন্টে যে সব মন্তব্য পাঠানো হয়েছে সকল ক্ষেত্রে তার কোন উত্তর প্রদান করা হয়নি। একই সাথে অনেকে খেয়াল করেছেন যে এই একাউন্টটি কেবল মাত্র আজারবাইযানের রাষ্ট্রপতির টুইটার একাউন্টকে অনুসরণ করে।

mihriban abla azarbeycan first leydisi ya: twittırda tek bir kişiyi takip ediyor: ilham aliyev. bağlılık, sadakat.. beheeeyy

ভগ্নি মেহেরিবান আজরবাইজানের ফাস্ট লেডি। ফু…, তিনি টুইটারে কেবল একজন মাত্র ব্যক্তিকে অনুসরণ করছে, তার মান ইলহাম আলিয়েভ। আস্থাশীল… বিশ্বস্ত। ছো…..

রাষ্ট্রপতির দু্টি টুইটার একাউন্ট ছাড়া , @ফাস্টলেডিএজ আরো দুটি একাউন্টকে অনুসরণ করে- তাদের একটি হল সাফুরা আলিজাদে, যিনি গত বছর ইউরো ভিশন সঙ্গীত প্রতিযোগিতায় প্রবেশ করেছিল আরেকটি হচ্ছে বিস্ময়কর ভাবে আমার নিজস্ব একাউন্ট:

ইতোমধ্যে আবার খেয়াল করা হয়েছে এই একাউন্টকে আরো যাচাই করার প্রয়োজন, আর ফেসবুকে অনেকে এসব সত্ত্বে বিস্মিত হবে যদি, এ অঞ্চলের শাসকরা আরো বেশি দায়িত্বশীল হয় এবং জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করে।

সময় এর উত্তর প্রদান করবে,, কিন্তু আমার নিজের এবং সাফুরা আলিজাদের ক্ষেত্রে যা ঘটেছে, শীঘ্রই আমাদের উভয়কে অনুসরণ করা বন্ধ করে দেওয়া ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .