কলম্বিয়া: রিওসুকিও, চোকোতে বন্যা

কলম্বিয়ার সাম্প্রতিক আবহাওয়া দেশটির মূলধারার প্রচার মাধ্যম খবর হয়ে এসেছে এবং সামাজিক প্রচার মাধ্যম দেশটির বন্যা, ভূমিধ্বস এবং গাছ উপড়ে পড়ার মত ঘটনা নিয়ে কথা বলছে। দেশটির জাতীয় প্রচার মাধ্যম সংবাদ প্রকাশ করেছে যে কলম্বিয়ার ৩২ টি অঞ্চলের মধ্যে ২৮টি অঞ্চল এতে আক্রান্ত হয়েছে। টুইটারে, টেরিওটরি চোকোআনার (@চোকোআনোস) একাউন্টের মাধ্যমে লোকজন উত্তরপূর্ব কলম্বিয়ার চোকো অঞ্চলের কঠিন পরিস্থিতির উপর নজর রাখছে, বিশেষ করে রিওসুকিও পৌরসভার উপর।

টেরিটরিও চাকোনো (@চোকোআনোস) সংবাদ প্রদান করছে:

Cada vez es mayor la emergencia que se vive en el Chocó por el desbordamiento de los ríos Atrato y el San Juan

চোকোতে তৈরি প্রতিবারের বিপর্যয় আগের চেয়ে ভয়াবহ হচ্ছে, আর তা ঘটছে আট্রাটো ও সাল জুয়ান নদীর পানি উপচে পড়ার কারণে।

টেরিটরিও চোকোনো (@চোকোআনোস)-এর সাথে যোগ করেছে:

El agua tiene anegados los cuatro kilómetros cuadrados del casco urbano del municipio de Riosucio (Chocó) #SOSColombia

রিওসুকিও(চোকো)শহরের কেন্দ্রের চার বর্গ কিলোমিটার এলাকা বন্যার পানিতে ডুবে গেছে#এসওএসকলম্বিয়া

House flooded in Riosucio

বন্যায় ডুবে যাওয়া রিওসুকিও শহরের বাড়ি ঘর, ব্লগ লিবেরেটা ডে আপুনেটাস থেকে পাওয়া-ক্রিয়েটিভ কমন্স ৩.০ লাইসেন্স অনুসারে ব্যবহার করা।

ব্লগ মিরা স্যাইসমায়া [স্প্যানিশ ভাষায়], এল কলম্বিয়ানো [স্প্যানিশ ভাষায়] থেকে কিছু তথ্য জানাচ্ছে:

Riosucio está bajo el agua. Desde hace 30 días los niveles del río Atrato han crecido al tope hasta alcanzar los tres metros de altura, dejando por lo menos 1.200 viviendas anegadas.

রিওসুকিও পানিতে তলিয়ে গেছে। গত ৩০ দিন ধরে আট্রাটো নদীর পানি প্রতিটি বৃষ্টির ফোঁটায় বেড়ে গিয়ে এখন তা বিপদ সীমার ৩ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ১২০০ ঘর বাড়ি বন্যায় আক্রান্ত হয়েছে।

এই প্রবন্ধটি কলম্বিয়ার সাধারণ পরিস্থিতিকেও ছুয়ে গেছে:

Desde el pasado 18 de noviembre el Presidente Juan Manuel Santos, declaró la calamidad pública en 28 de los 32 departamentos. Sin embargo, esta figura no le permite al Gobierno Nacional asumir compromisos económicos que comprometan multimillonarias inversiones.

১৮ নভেম্বর রাষ্ট্রপতি জুয়ান ম্যানুয়েল স্যান্টোস দেশের ৩২টি অঞ্চলের মধ্যে ২৮টিতে জরুরী অবস্থা ঘোষনা করেন। তবে এই সংখ্যাটি জাতীয় সরকারকে কোন অর্থনৈতিক প্রতিশ্রুতি প্রদান করার ক্ষমতা প্রদান করে না যা, লক্ষ লক্ষ ডলারের হতে পারে।

ব্লগ লিবারেটা ডে আপুনেটাস [স্প্যানিশ ভাষায়] তারা লিখেছে:

De lo que ocurre en Riosucio, Chocó no hablan los grandes medios de comunicación. Quizá porque están ocupados en atender las tragedias de otras ciudades más grandes y cercanas.

রিওসুকিও-তে (চোকোতে যা ঘটছে) তা নিয়ে বড় বড় প্রচার মাধ্যমে কোন আলোচনা নেই। এর কারণ হয়ত তারা তাদের ঘরের কাছের বড় শহরগুলোতে যে অন্য সব বড় মাপের বেদনাদায়ক ঘটনা ঘটছে সেগুলো ছাপাতে ব্যস্ত।

রিওসুকিও এর প্রতিনিধি ডারিও ব্লান্ডন তার নিজের ভাষায় পরিস্থিতির বর্ণনা করেছে:

Darío Blandón, el Personero de Riosucio reporta que “toda el área urbana del municipio está inundada inclusive la vía carreteable hasta el batallón del Ejército Nacional.

El centro de Salud, las escuelas y colegios también están sumergidos. No hay una sola vivienda que esté por fuera de las aguas. “La gente sale de sus casas por las ventanas y los techos”.

ডারিও ব্লান্ডন যিনি রিওসুইকিওর- মুখপাত্র তিনি সংবাদ প্রদান করেন যে সামরিক বাহিনীর দপ্তর পর্যন্ত যাওয়া প্রধান সড়ক সহ পুরো শহর শহর বন্যায় ডুবে আছে।

স্বাস্থ্য কেন্দ্রে এবং প্রথমিক এবং উচ্চবিদ্যালয়গুলো পানিতে ডুবে আছে। এখানে এমন কোন বাড়ি নেই যা পানিতে ডুবে নেই। “লোকজন জানালা এবং ছাদ দিয়ে তাদের বাসা ছেড়ে যাচ্ছিল”।

সবশেষে সংবাদ হচ্ছে, নাসা থেকে প্রাপ্ত একটি ছবি টুইটার এবং ফেসবুকের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই ছবিটি নিজেই শীতকালের এই আবহাওয়ার কারণ তুলে ধরেছে। ড্যানিয়েল উরেরা (@ড্যানিয়েলআপ) এই ছবিটি প্রদর্শন করছে এবং তার ভাষায় এটিকে অনুবাদ করে সে বলছে:

En la NASA descubrieron que, literal y visualmente, somos el asshole del planeta http://bit.ly/e1xzvu (vía @Telemedellin)

নাসার মাধ্যমে, তারা এটা আবিষ্কার করেছে, দেখেছে এবং আক্ষরিক অর্থে জেনেছে, আমরা এই গ্রহের সবচেয়ে নির্বোধ প্রাণী। http://bit.ly/e1xzvu (@টেলেমেডেলিন-এর মাধম্যে পাওয়া)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .