লা রুটা ডে লস কনকুয়েস্টাডোরেস নামক সাইকেল চালানো প্রতিযোগিতাকে বিশ্বের অন্যতম কঠিন সাইকেল চালানো প্রতিযোগিতা [স্প্যানিশ ভাষায়] হিসেবে বিবেচনা করা হয় এবং গত সপ্তাহে কোস্টা রিকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়েদের বিভাগে কলম্বিয়ার এঞ্জেলা পাররা এবং ছেলেদের বিভাগে জার্মানীর বেন সোনটাগ বিজয়ী হয়।
প্রতিযোগিতার বিজয়িনী এঞ্জেলা পাররা ছবি আড্রিয়ানা কাসেদার
এই প্রতিযোগিতায় কলম্বিয়ার প্রতিযোগী লুইস মেজ্জা অযোগ্য ঘোষিত হওয়ায় একটা অখুশীর ভাব ছড়িয়ে পড়ে। প্রতিযোগিতার মাঝে একট ইবুপ্রফেন বড়ি খাবার ফলে তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়। কর্তৃপক্ষ অনুমোদিত ৫ প্রকারের সাহায্য গ্রহণ ছাড়া প্রতিযোগিতার সময় সকল প্রকার সাহায্য গ্রহণ নিষিদ্ধ। এই বছর প্রতিযোগিতাটি ছিল গত বছরের চেয়ে আলাদা। এবার নিয়ম ছিল প্রতিযোগিরা প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে তাদের অনুসরণ করা সমর্থকদের গাড়ি থেকে কোন রকম সাহায্য গ্রহণ করতে পারবে না । তবে দৃশ্যত ঘটনা এ রকমটা ছিল না। যখন তৃতীয় দিনের শুরুতে মেজ্জা অযোগ্য ঘোষণা করা হয় তখন অনেক প্রতিযোগী এর প্রতিবাদ করে, সিঙ্গেলট্রাক.কম ব্লগে যেমনটা লেখা হয়েছে:
শুক্রবার সকালে, প্রতিযোগিতা শুরু হতে সামান্য বিলম্ব হয় যখন এর সংগঠকরা ঘোষণা করে, প্রতিযোগিতার পঞ্চম স্থানে থাকা কলম্বিয়ার লুইস মেজ্জাকে বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে কর্তৃপক্ষের যাচাই কেন্দ্রের বাইরে সাহায্য গ্রহণের কারণে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে বেশ কয়েকজন প্রতিযোগী বাইরে অবস্থান নেয়, এই ঘটনা প্রতিযোগিতা শুরু হওয়াকে কিছুক্ষণের জন্য আটকে রাখে।
সাইকিলংনিউজ.কম বেশ কিছু সাইকেল আরোহীর সাক্ষাৎকার এবং তাদের মন্তব্য গ্রহণ করেছে যাতে মনে হচ্ছে আইন মেনে চলার বিষয়টি স্থাপন করার জন্য লুইস মেজ্জাকে দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করা হয়েছে, যেখানে এই প্রতিযোগিতায় অনেকেই নিয়ম ভঙ্গ করেছে:
এই প্রতিযোগিতার শেষে রামিরেজ জানায় যে তিনি রামোসকে বাহির থেকে সাহায্য নিতে দেখেছেন, যা মূলত প্রতিযোগিতার নিয়মবিরুদ্ধ, এবং সে তার নিজের প্রতিযোগিতায় মনোযোগ দেবার সিদ্ধান্ত নেয়। “যখন আমি দেখলাম মিল্টন সাহায্য নিচ্ছে, আমি মনে করলাম সে হয়ত আর এই প্রতিযোগিতার মধ্যে নেই এবং কেবল মাত্র আজকের দিনে সবচেয়ে সেরা সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করার দিকে মনোযোগ দিচ্ছে। সে সোনটাগ এবং গ্রান্টের চেয়ে প্রায় চার মিনিট এগিয়ে যায় এবং সব মিলিয়ে তৃতীয় স্থানে থাকে।
সাইক্লিংডার্ট.অর্গ এর এই ভিডিওতে আপনি রামিরেজের বর্ণনা শুনতে পাবেন:
সে একই সাইক্লিংনিউজ-এর প্রবন্ধে যুক্তরাষ্ট্রের সাইকেল চালক স্যাম শুলজ মন্তব্য করেছে:
যখন তাকে সকালের প্রতিবাদের বিষয়ে জিজ্ঞেস করা হয়, তখন শুলজ বলেন, আমি প্রতিযোগিতা চালিয়ে যেতে চেয়েছিলাম”। কিন্তু তিনি জানান, ”আমি একজনের সাইকেল টেনে নিয়ে যাবার স্বাক্ষী ছিলাম এবং আমার দলের সকলে গতকাল বাইরে থেকে সাহায্য লাভ করেছে। আমি বিস্মিত যে এই কাজটি করার অধিকার রয়েছে কিনা”, এবং আমি ভাবলাম এখানে এ সব কি হচ্ছে? কিন্তু একেবারে নিশ্চিত ছিলাম যে এর অনুমতি ছিল না। কাজেই আমি একটাও গ্রহণ করিনি”।
নুয়েস্ত্রসিসিলিজমো.কম-এ, [স্প্যানিশ ভাষায়] এক সাক্ষাৎকারে লুইস মেজ্জা ঘোষণা দেন যে প্রতিযোগিতার সময় তিনি প্রচণ্ড ব্যাথা অনুভব করেন এবং এই ব্যথ্যা কমানোর জন্য কিছু চাইলে, তাকে ইবুপ্রফেন প্রদান করা হয়।
…al otro día antes de salir la etapa, por el sonido me avisaron que estaba descalificado por esa razón, fue muy duro para todos y nos pareció muy injusto porque a otras personas por faltas verdaderamente graves como cortar camino o pegarse de carros no les dijeron nada.
তার টিম ম্যানেজার এই বলে বিবৃতি প্রদান করেছে [স্প্যানিশ ভাষায়] যে, তাকে এক লবণের বড়ি প্রদান করা হয়েছিল এবং তাদের মূল উদ্দেশ্য ছিল কেবল তার স্বাস্থ্য রক্ষা করা।
সাইকেল আরোহী লুইস মেজ্জা অন্যদের ছাড়িয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, ছবি আদ্রিয়ানা কুয়েসাদার। ছবি আদ্রিয়ানা কুয়েসাদার
ফেসবুক এবং টুইটারে এই অসম আইনের প্রয়োগ নিয়ে জোরাল প্রতিক্রিয়া অনুভূত হয়েছে। টুইটারেঃ
ড্যাক্স জেইকাল (@7সিসাইকেলিং) লিখেছে:
@লা_রুটা কি তার আইন, সকল প্রতিযোগীর উপর প্রয়োগ করেছিল, যদি করত তাহলে তালিকায় থাকা ৫০ শতাংশ প্রতিযোগীকে প্রতিযোগিতা থেকে বের করে দিতে হত।.
@লোকো২ উত্তর প্রদান করেছে:
@7সিসাইক্লিং আপনি সঠিক কথা বলেছেন। যখন আমি ঠিক প্রতিযোগিতার মাঝখানে ছিলাম, সেখানে আমি অনেক অবৈধ সাহায্য গ্রহণ করতে দেখেছি।
দেখে মনে হচ্ছে @লা_রুটা প্রতিযোগীদের অসোন্তষ দুর করতে পারেনি এবং তারা ব্যাখ্যা প্রদান করেছে, কেন তারা সমান ভাবে সকলের উপর তাদের আইন প্রয়োগ করত পারেনি। টুইটারে লিজ রিঙ্কন (@লিজরিঙ্কন) এটিকে, সাম্প্রতিক সময়ে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানীর তেল ছড়িয়ে পড়ার সময়ে গণসংযোগে গুবলেট পাকিয়ে ফেলার মত ঘটনার সাথে তুলনা করে এর সারাংশ তৈরি করেছে:
@la_ruta tiene una crisis de imagen, y en las redes sociales estan metiendo las patas. Aprendieron Bien de BP…
ফেসবুকে বেশ কিছু অভিযোগ এসেছে [স্প্যানিশ ভাষায়] যে লা রুটা [স্প্যানিশ ভাষায়] তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন করা যে কোন মন্তব্য মুছে দিচ্ছে, বা তারা কিছু ব্যবহারকারীর মন্তব্য আটকে দিয়েছে [স্প্যানিশ ভাষায়] প্রকাশ করেনি, কয়েকদিন আগে তাদের মন্তব্য দেখা যেত যা এখন আর তাদের পাতায় দেখা যাচ্ছে না। তবে তারা হেইনের পেরেজ মাটাকে [স্প্যানিশ ভাষায়] বলেছে তাদের অনুরোধে সাপেক্ষে, যেন সে এক ই-মেইলের ঠিকানা প্রদান করে।
me podrian x favor decir que van a hacer con los extranjeros que tomaron asistencia en el 2 puesto ya q segun el juez del mismo nos indicó q no era permitido, si descalificaron a uno deben descalificar tambien a los extranjeros y el juez tomo fotos, x favor me podrian indicar q medidas tomaran
যখন মুছে দেয়া মন্তব্যের ব্যপারে জিজ্ঞেস করা হয়, লা রুটা উত্তর করে [স্প্যানিশ ভাষায়]:
unicamente se han borrado los comentarios con malas palabras u ofensivos hacia algun corredor, de hecho se instalo un filtro para que los borre automaticamente. Aqui aceptamos toda crítica constructiva que guarde las norma …s de respeto y decencia. Si alguna persona excede el limite de comentarios ofensivos facebook la elimina de nuestra pagina y borra todos sus comentarios, aunque no todos hayan sido ofensivos..
মনে হচ্ছে যে বেশীর ভাগ জনতা একমত যে, এখানে নিয়মের প্রয়োজন রয়েছে, এবং সেগুলোকে প্রয়োগ করতে হবে, কিন্তু তা করতে হবে নিরপেক্ষভাবে। রেবেকা রুশচ ২০০৬ সালে লা রুটা প্রতিযোগিতায় বিজয়ীনি হন। তিনি লিখেছেন:
আমি আবার বলব যে প্রতিযোগিতার আয়োজকদের প্রতিযোগিতায় নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে এবং নিরপেক্ষভাবে প্রতিযোগিতার আয়োজন করতে দেখে আমি আনন্দিত। আমি নিশ্চিত যে শত শত প্রতিযোগী এবং শত শত কিলোমিটার পথের এই দুরত্বে সবার উপর নজর দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি মনে করি এটা সঠিক নির্দেশনায় সব কিছু পরিচালনার পথে এক ধাপ এগিয়ে যাওয়া।