চীন: ডাফেন এর এক অজানা গ্রাম তৈরি করছে বিশ্বের ৬০ শতাংশ তৈলচিত্র

সেনঝেন এর ঠিক বাইরে ডাফেন নামের একটি গ্রাম অবস্থিত। সম্ভবত: আপনি এর নামই কখনও শোনেননি। সম্প্রতি এটি প্রায় ৩০০ বাড়ীর একটি আবাসনে পরিণত হয়েছে যেখানে ৮০০০-এর মত পুরোদস্তুর শিল্পীর বাস, যারা অবিশ্বাস্যভাবে বিশ্বের ৬০ শতাংশ তৈলচিত্রের নির্মাতা। ব্লগার ফ্লাইজ এমং ক্লাউড বিষয়টি এখানে জানাচ্ছে:

稍稍远离繁华的街区,隐藏着另一颗文化宝石——大芬油画村。这里聚集着成百上千的艺术家,他们可以为你绘出任何一张脸。美联储前主席艾伦·格林斯潘的画像?孙女的全身像?都没有问题,他们会画好给你寄过去。当然,如果你要寻找真正的艺术,这里也有许多原创画家开设的店铺,其中不难找到优秀的作品。

সামান্য দুরে তবে এই কর্মব্যস্ত শহরের রাস্তায় এক গোপন সংস্কৃতি সম্পদ লুকিয়ে আছে যার নাম ডাফেন শিল্পকলা গ্রাম। বিভিন্ন সময় এখানে শত শত শিল্পী এসে হাজির হয়, যারা যে কোন কিছু রঙ করতে আসে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এলান গ্রীনস্প্যান? একটি মেয়ের পুরো দেহের ছবি? যদি আপনারা আসল ছবির অনুসন্ধান করতে থাকেন, তাহলে অসাধারণ কাজ করা এ রকম জিনিসের অজস্র দোকান পাবেন এখানে।

গুজব বনাম বাস্তবতা

যখন আন্তর্জাতিক মনোযোগ এই বাস্তবতার উপর পড়েছে যে একটা ডাফেনের লাভের একটা বড় অংশ আসে ইউরোপের মাস্টারপিস বা সেরা ছবিগুলোর নকল তৈরি করে (চীনের আইন অনুসারে ৫০ বছর ঊর্ধ্ব যে কোন পণ্যের বেলায় কপিরাইট স্বত্বাধিকার আইন খাটে নাই) এবং তারা এমনভাবে বিষয়টিকে উপস্থাপন করছে যে ডাফেনের শিল্পীরা কেবল যান্ত্রিকভাবে বিদেশী ছবির নকল করতে পারে। যা যে কোন ভাবে ঘটনাটিকে ভুলপথে পরিচালিত করছে। এ কথাটি বলেছে হি ওয়েই লা (何谓落):

十四号的下午5点左右,将我哥拖起来,去完成我们来深圳的使命,去传说中的大芬村!

大芬村,我来了!进入村子后发现和传说中的有很大的差异,听说的是产业化生产的行画,而进入大芬村后眼睛中轰炸的都是一些很行的油画,打眼一看,很好看,…还看到了一些原创性很强的画,…我们才开始真正的大芬之旅,卡里的钱都用了买油画了,还从信用卡中透了一些出来,基本上几个风格的画都选了一两张,票票花光了,手上多了很多负担,扛着好几卷油画。

১৪ তারিখ বেলা পাঁচটার কম বা বেশি বাজে। আমার ভাইকে টেনে তুলতে গেলাম, পুরো বিষয়টির খুটিনাটি জানার জন্য আমরা শেনঝেনে এসেছি। চলুন আমরা ঐতিহাসিক ডাফেন গ্রামে যাই।

আমি এখন ডাফেন নামক গ্রামটিতে আমি উপস্থিত হয়েছি। গ্রামটিতে প্রবেশ করে আমি আবিষ্কার করলাম গুজবের সাথে বাস্তবতার পার্থক্য অনেক। আমি শুনেছিলাম এখানে অনেকটা কারখানায় যে ভাবে জিনিস তৈরি হয়, সেভাবে ছবি তৈরি হয়। কিন্তু যখন আমরা ডাফেন নামক গ্রামে প্রবেশ করলাম, তখন আমার চোখ সুন্দর সুন্দর তৈলচিত্রে দেখে বিস্ফোরিত হবার উপক্রম হল, একবার দেখেই বুঝতে পারলাম সত্যিই এসব চমৎকার এক শিল্প… এখন আমরা সত্যিকার অর্থে ডাফেন গ্রামে ভ্রমণ করতে শুরু করলাম। আমরা আমাদের ক্রেডিট কার্ডের যত টাকা ছিল তার সবটাই ব্যয় করলাম তৈলচিত্র কেনার কাজে। এমনকি ক্রেডিট কার্ডে যা ছিল তার চেয়েও খানিকটা বেশী টাকা খরচ করলাম। মূলত দুই ধরনের তৈলচিত্র কিনলাম। আমাদের সকল টাকা শেষ করে, দুই হাত ভর্তি তৈলচিত্র বহন করতে শুরু করলাম।

ইস্টার্ন কালচার ওয়ের্স্টান পাওয়ার (文东武西) একই সাথে জেলার প্রয়োজনীয় তথ্য এবং বর্ণীল ছবির ব্যাপারে জানাচ্ছে:

走进大芬村,简直是置身于艺术的殿堂,到处都是画廊,满眼尽是画布——这里是中国油画的集散地。

ডাফেন গ্রামে হাঁটার মধ্যে দিয়ে একজন খুব সাধারণভাবে ভাবে একজন শিল্পের এক মন্দিরে নিজেকে আবিষ্কার করবে, যেখানে সব জায়গায় আর্ট গ্যালারীতে ভরে রয়েছে, ক্যানভাস বা যা একজনের চোখকে পরিপূর্ণ করবে-এটাই চীনের তৈলচিত্রের কেন্দ্র।

ডাফেনের প্রশংসা করে গান গাওয়া,

প্যানন বালোন ডিসেনটেন্ট অফ দা গোল্ড লেটার জেনারেশন (潘伯澜后裔金子辈) নামক ব্লগার ডাফেন নামক গ্রামটিকে নিয়ে একটি সঙ্গীত রচনা করেছে এবং সে একে সমর্থনের আহ্বান জানাচ্ছেন:

小山村里, 有着诗情画意, 世界的油画多产自这里。

小山村里,美名传万里,这里的油画销往世界世界各地。

这里是美丽的大芬村,村头的雕塑是画笔,油画创奇迹。

这里是美丽的大芬村,村头的雕塑是画笔,美名传万里,。

ছোট্ট একটা পাহাড়ী গ্রামে, যেখানে একটি ছবির অর্থ নিয়ে এক বিশেষ অনুভূতির সৃষ্টি হয়, বিশ্বের বেশির ভাগ তৈলচিত্র এখান থেকে আসে।

ছোট্ট এক পাহাড়ী গ্রাম, তার সুনাম হাজার মাইল দুরে ছড়িয়ে পড়েছে, এখানকার তৈলচিত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

ডাফেন নামের এই সুন্দর এক গ্রাম, এর প্রবেশ পথে একটা তৈলচিত্র আঁকার জন্য ব্যবহার তরা তুলির ভাস্কর্য স্থাপন করা রয়েছে। এখানকার তৈলচিত্র এক যাদুর সৃষ্টি করেছে।

ডাফেন নামের এই সুন্দর এক গ্রাম, এর প্রবেশ পথে একটা তৈলচিত্র আঁকার জন্য ব্যবহার তরা তুলির ভাস্কর্য স্থাপন করা রয়েছে, এর সুনাম হাজার মাইল দুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

শিল্পীদের সমালোচনা

যখন ডাফেন চীনা শিল্প এবং শিল্পীদের জন্য এক তীর্থস্থানে পরিণত হয়েছে এবং সেখানে বিশ্ববিখ্যাত সব শিল্পকর্মের সস্তা এক নকল তৈরি হচ্ছে, যা কিনা ডাফেন নামের গ্রামটিকে এক সফল তৈলচিত্র শিল্প এলাকায় পরিণত করেছে, তখন তৈলচিত্র শিল্পী এবং ব্লগার টিচার ওয়াং (王老师)লিখেছেন :

眼下政府正大力扶植大芬这个油画产业,并把大芬定位全国第一个油画产业基地。无疑大芬从80年代末到现在走了十几年的历史,有过她辉煌的历史。也造就了一个历史神话。但是大芬你能满足过去的辉煌光圈吗? 你还在沾沾自喜你的历史?你有没有看到大芬的整体艺术水平跟其它城市,北京、上海、重庆等地的画家村进行比较,差距有多大。再跟欧美国家的艺术家的作品进行比较差距吗?

এখন সরকার প্রবলভাবে ডাফেনের সৃষ্ট তৈলচিত্র শিল্পকে সমর্থন করছে। এটি যাতে দেশের এক নম্বর তৈলচিত্র উপাদান কেন্দ্রে পরিণত হয় তা তারা নিশ্চিত করছে। কোন সন্দেহ নেই, ৮০-র দশক থেকে শুরু হয়ে, কয়েক দশকের মধ্যে তা ইতিহাসে অসাধারণ এক সফলতা অর্জন করেছে। এমনকি তা এক রূপকথার মত এক ইতিহাস তৈরি করেছে। কিন্তু ডাফেন তুমি কি এর আগের কাজের চমৎকারিত্ব কে ছাপিয়ে যেতে পারবে? তুমি কি দেখছ যে, তোমার সকল স্তরের শিল্পকর্মকে বেইজিং, সাংহাই, চংকিং-এর মত শহরের সাথে তুলনা করা হয়, ওই সমস্ত শিল্পী সম্প্রদায় তুলনামূলকভাবে যাদের খানিকটা অভাব রয়েছে? এছাড়াও ইউরোপ ও আমেরিকায় তৈরি শিল্পের সাথে তুলনা করা হচ্ছে, যার মধ্যে এক বৈষম্যমূলক দুরত্ব রয়েছে?

সকল বয়সীদের জন্য কিছু একটা

কাজ করতে থাকা এক শিল্পীর এই পেশাদার সমালোচনা সত্ত্বেও, এই এলাকা সকল বয়সের মানুষের মনোযোগ আকর্ষণ করেছে, যেমনটা সানি ফ্যামিলির (阳光家庭) শিশু বিভাগের এই ব্লগার দেখাচ্ছেন:

海悦阳光家庭综合服务中心社工按期为社区儿童举行了参观大芬美术馆的户外活动…通过“看画说话”的形式,也让小朋友体会到不一样的感受,增加了他们的学习兴趣;通过观看展览的画、以及社工的讲解,也让小朋友的视野得到了增长。

হ্যাপি ওসেন সানি ফ্যামিলি কম্প্রহেন্সিভ সার্ভিস সেন্টার সোশাল ওয়ার্কাস নামক প্রতিষ্ঠান এক বিশেষ সম্প্রদায়ের শিশুদের বাইরে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তাদের ডাফেন আর্ট গ্যালারিতে নিয়ে আসে। “শিল্পকর্মের দিকে নজর দেওয়া এবং আলোচনার জন্য” তাদের এখানে নিয়ে আসা। এটা তাদের বিভিন্ন ধরনের অনুভূতিকে জানতে সাহায্য করে, পড়ালেখায় তাদের আগ্রহ বাড়ায়; ঝুলিয়ে রাখা শিল্প কর্মগুলোকে দেখা এবং একই সাথে সমাজ কর্মীদের ব্যাখ্যার মাধ্যমে এটি শিশুদের দৃষ্টি সীমাকে বাড়িয়ে তুলে।

বাড়তে থাকা ভবিষ্যৎ

নিশ্চিতভাবে বলা যায় ডাফেন এক সুনাম অর্জন করেছে এবং তার বেশির ভাগ অর্থ আসে বিখ্যাত সব চিত্রকর্মের নকল তৈরি করে। কিন্তু যখন তার সুনাম বাড়তে থাকল এবং এই শিল্পী সম্প্রদায়ের মধ্যে সুনামের প্রতি আগ্রহের কারণে-এটি সৃষ্টিশীল এবং আসল শিল্প তৈরিতে যোগ্য হয়ে উঠে। ব্লগার লুকিং আফটার ল্যান্ড আন্ডার হ্যাভেন এর একেবারে খাঁটি এক উদাহরণ প্রদান করেছে ডাফেন লিসার (大芬丽莎) মাধ্যমে। এটি মোনালিসা নামক বিখ্যাত চিত্রকর্মের বিশাল এক যৌথ দেওয়াল চিত্র যাকে ৯৯৯টি বিভিন্ন আকারে তৈরি করেছে ডাফেনের ৫০০ জন অতি পরিচিত শিল্পী।

পরবর্তী পদক্ষেপ?

যখন বিশ্ব, জিডিপি, রপ্তানী পণ্য, সামরিক শক্তি, গৃহস্থালী সরঞ্জাম, ব্যাংকের ব্যবসা, মিউচুয়াল ফান্ড এবং এ রকম অনেক কিছুর বৃদ্ধির উপর মনোযোগ প্রদান করছে…তখন চীনের সানজিনের এক গ্রামে সবচেয়ে দ্রুত এক বিপ্লব ঘটেছে, যা ক্রমেই বিশ্ব বাজার দখল করে নিচ্ছে? কোন একদিন কি আমরা প্যারিস, মিলান, নিউ ইয়র্ক, বার্লিন এবং ডাফেনের.. বিষয়ে কথা বলব?

চীনের শিল্প এবং সংস্কৃতির ধারণা দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে, যেমনটা দ্রুত প্রযুক্তি এবং বাণিজ্য এবং এই অগ্রগামিতার মধ্যে দিয়ে বেশ কিছু পরিমাণ শিল্প তারা তৈরি করেছে। যারা কখনোই ডাফেনের নাম শোনেনি, তাদের জন্য এখন সময় এসেছে এটিকে আবিষ্কার করার।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .