চীন: ৩৬০ বনাম কিউ কিউ- গোপনীয়তা এবং ভোক্তা অধিকারের কি হবে?

তাৎক্ষণিক বার্তা প্রেরণ সংক্রান্ত অ্যাপ্লিকেশন টেন সেন্ট এবং কিউ ৩৬০এর মধ্যকার বিদ্যমান দ্বন্দের অনভিপ্রেত ঘটনা টেনসেন্ট ইন্ডাস্ট্রির এক চেটিয়া ব্যবসা এবং ব্যবহারকারীদের গোপনীয়তা ও আইন সংরক্ষণের নিশ্চয়তায় ন্যাক্কারজনক প্রভাব সম্পর্কে চীনের অন্তর্জাল (ইন্টারনেট) ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি করেছে।

যদিও চীনের ইন্টারনেট ব্যবসার বাজারে টেন সেন্ট এর একটা একচেটিয়া দখলদারিত্ব রয়েছে তবুও এই বিতর্কে এর সুনাম ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রখ্যাত লেখক এবং মাইক্রোব্লগার ঝেং ইয়াংজি সিনা এই দ্বন্দ্ব সম্পর্কে একটি ভোটাভুটির আয়োজন করে। নভেম্বর ১০ তারিখের সকাল ১০ ঘটিকা অনুযায়ী ৭০% (১০২১৮ ভোট) কিউ ৩৬০ এর পক্ষে মতামত দিয়েছে, যেখানে ২১% (৩০২১) জন ভোটার কোন পক্ষকেই পছন্দ করেনি।
জনগন সর্ম্পকিত এই দ্বন্দ্বে কেনো চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা কিউ ৩৬০র পক্ষ নিচ্ছে?

গোপনীয়তা এবং ভোক্তা অধিকার

সিনা অনুব্লগের ঘটনাকে প্রচার করার জন্য একটা বর্ণনা প্রদান করা হয়েছে যা জোরপূর্বক ব্যবহারকারীকে ৩৬০ সফটওয়্যার বর্জনের জন্য টেনসেন্ট কিউকিউ এর কৌশলের বিরোধীতা করে এবং জনমতের উপর কিছুটা আলোকপাত করে। সংক্ষেপে এই ঘটনার বিবৃতি হলোঃ

软件和电脑是我的私人财产,我有权选择如何使用!我们希望大家帮我一起呼吁给这个赚了我们钱,又要限制我们使用我们自己财产的商人!请各位留言并转发此活动链接。让更多的人一起参与呼吁正常使用我们私人财产!

সফটওয়্যার এবং কম্পিউটার আমার ব্যক্তিগত সম্পত্তি, এগুলো কিভাবে ব্যবহার করতে হবে তা নির্ধারণ করার অধিকার আমার আছে। আমি সবার কাছে বিনীত প্রার্থনা করছি আমার এই কথাটুকু সেই সকল ব্যবসায়ীর কাছে পৌঁছে দাও যারা আমাদের দিয়ে ব্যবসা করতে চায়, কিন্তু আমাদের নিজস্ব সম্পত্তি ব্যবহারের অধিকার খর্ব করতে চায়। অনুগ্রহ করে এখানে একটি মন্তব্য পেশ করুন এবং এই লিংকটি অগ্রে প্রেরণ করুন, আমাদের ব্যক্তিগত সম্পত্তি রক্ষার এই আয়োজনে আরও অনেককে অংশগ্রহণের সুযোগ দিন।

কিউকিউ এর একচেটিয়া বাজার

কিউ ৩৬০ এর সিইও ( চীফ এক্সিকিউটিভ অফিসার) ঝউ হংওয়ে নিজেও তার সিনা অনুব্লগে ভোক্তা অধিকার বিষয়ে কথা বলেছেনঃ

以前,是君让臣死,臣不能不死。360不信邪,就要在夹缝中找出一条路来。3Q之争,本质上不是360和腾讯的斗争,而是互联网创新力量和垄断力量的斗 争,360在垄断力量挤压下找到一条生路,也是为其他互联网创业公司找生路。那就是,跟垄断力量斗争,绝对不能伤害用户利益,反而应该以增加用户利益为目 标。

অতীতে যদি সম্রাট তার আমলাদের মরে যেতে বলতেন, তবে তাদের মরতে হতো। ৩৬০ ভাগ্যে বিশ্বাসী নয় এবং সর্বদা দরজা খোলা রাখতেই চায়। ৩৬০ এবং কিউকিউ এর মধ্যকার দ্বন্দ মানে হলো ইন্টারনেট ইন্ডাষ্ট্রির উদ্ভাবন এবং একচেটিয়া ব্যবসায়ী শক্তির দ্বন্দ। ৩৬০ প্রচলিত একচেটিয়া ব্যবসা থেকে বের হবার একটা পথ খুঁজে পেয়েছে এবং অন্যান্য ইন্টারনেট কোম্পানীর কাছে সেটা পৌঁছে দিয়েছে। একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে সংগ্রামে কখনই ভোক্তা অধিকার নষ্ট করা উচিৎ নয়, বরং আমাদের উদ্দেশ্যই ভোক্তা অধিকার শক্তিশালী করে তোলা।

ব্লগ সিএন এর প্রতিষ্ঠাতা ফং জিংডং ও এ ব্যাপারে মন্তব্য করেছেন:

QQ和360事件,应该站在产业和用户利益的高度,给予相应的处理。我个人认为,假如给360打一个板子,那么给腾讯起码要打十个板子。主要理由在 于:360主要是对腾讯利益有损害,而腾讯举措给数亿用户造成了损害。腾讯以用户为弹药,是基于其垄断地位的自信,没有绝对的垄断,没有公司敢于作出这样 的举措。

ভোক্তা অধিকার এবং ইন্ডাষ্ট্রি পরিবেশ এর উপর লক্ষ্য রেখে আমাদের কিউকিউ বনাম ৩৬০ ঘটনা কে দেখা উচিৎ। আমার ব্যক্তিগত মতামত হলো যদি আমাদের ৩৬০ কে একবার চড় মারতে হয় তাহলে টেন সেন্টকে দশবার মারতে হবে। কারন যখন ৩৬০ টেন সেন্ট এর চাহিদা হ্রাস করছিল তখন টেন সেন্ট এর ব্যবহার লক্ষ লক্ষ ভোক্তার ক্ষতি করছিল। টেন সেন্ট তার ভোক্তাদের অস্ত্রের গোলার মত ব্যবহার করে কারন কোম্পানী তার একচেটিয়া ব্যবসা বজায় রাখতে খুবই আত্মবিশ্বাসী। যদি তাদের এই চরম একচেটিয়া ব্যবসার সুবিধা না থাকত তাহলে তারা এমন ভয়ংকর কাজ করতে সাহস পেত না।

দ্বন্দের সময় সীমা

যারা কিউকিউ এবং ৩৬০ এর মধ্যকার দ্বন্দের থেকে উদ্ভুদ আলোচনা সম্পর্কে অজ্ঞাত রয়ে গেছে তাদের জন্য কেনেংবা এর জ্যাসন এনজি একটি ধারাবাহিক ঘটনাক্রম পুনঃ নির্মান করেছে:

২৫শে জানুয়ারী, ২০১০: টেনসেন্ট “কিউ কিউ ডাক্তার” ছাড়ে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরে। “কিউ কিউ ডাক্তার কর্তৃক প্রস্তাবিত ভাইরাস প্রতিরোধক এবং সিস্টেম সংরক্ষন ব্যবস্থা কিউ ৩৬০ এর সাথে মিল ছিল।

২৬শে মে, ২০১০: একজন ব্লগার তার ব্লগে লিখেছে কিউকিউ অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর হার্ড ড্রাইভ স্ক্যান করে এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলীতে ও ঢুকতে পারে।

৩১শে মে, ২০১০: কিউ কিউ “কিউ কিউ ডাক্তার” কে ভার্সন ৪.০ তে আপগ্রেড করে এবং সফটওয়্যার নাম পরিবর্তন করে “কিউকিউ কম্পিউটার হাউসকিপার” রাখে। এটা ক্রমে ক্রমে কার্যকর হতে থাকে যা অনেকটাই ‘৩৬০ নিরাপত্তা গার্ড’ এর সাথে সাদৃশ্যপূর্ণ।

২৪শে জুলাই, ২০১০: কম্পিউটার ওয়ার্ল্ড ম্যাগাজিন প্রথম পাতার লেখায় ছাপে “জারজ টেন সেন্ট” ( প্রচ্ছদটি নিচে দেখুন)। এই আর্টিকেল অন্যলোকের আবিষ্কার চুরি ও স্টার্টআপ ব্যবসাকে খুন করার দায়ে টেন সেন্টের সমালোচনা করে। এটা দাবী করে যে টেন সেন্ট চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের সকলের শক্র।

২২শে সেপ্টেম্বর, ২০১০: কিউকিউ ব্যবহারকারী দেখতে পায় যে “ কিউকিউ ডাক্তার” এবং “কিউকিউ হাউসকিপার” আপনাআপনি কোন নোটিশ ছাড়াই আপগ্রেড হচ্ছে।

২৭শে সেপ্টেম্বর, ২০১০: ৩৬০ এর গোপনীয়তা সংরক্ষণ সফটওয়্যার এর যাত্রা শুরু করে। এটা সরাসরি বলে যে কিউকিউ স্বয়ংক্রিয়ভবে হার্ড ড্রাইভ স্ক্যান করে ভোক্তার গোপনীয়তা ক্ষুন্ন করেছে।

২৯শে অক্টোবর, ২০১০: ৩৬০ বাজারে ছাড়ে “কুউকুউ বডিগার্ড”। এটা কিছু কিছু কিউকিউ অ্যাপ্লিকেশন মুছে দেয় এবং কিউকিউ ব্যবহারকারীদের গোপনীয়তা সংরক্ষণ করে।

১লা নভেম্বরম ২০১০: উভয় পক্ষের একটি সমঝোতা বিষয়টিকে আদালতে নিয়ে হাজির করে। টেন সেন্ট দাবী করে যে ৩৬০ এর কুউকুউ বডিগার্ড একটি অবৈধ অ্যাপ্লিকেশন যেখানে ৩৬০ বলে যে কিউকিউ ভোক্তার গোপনীয়তা ক্ষুন্ন করেছে।

৩রা নভেম্বও, ২০১০: টেন সেন্ট ব্যবহারকারীদের সকল ৩৬০ সফটওয়্যার এবং ব্রাউজার বাতিল করার চাহিদা অথবা তারা তাদের কম্পিউটারে কিউকিউ ব্যবহার করতে পারবে না উল্লেখ করে একটি দাপ্তরিক লিখিত বক্তব্য পেশ করে। এই কাজটি অনেক কিউকিউ ব্যবহারকারীকে রাগিয়ে দেয় এবং ৩৬০ ভোক্তা অধিকার খর্ব করার জন্য টেন সেন্টকে দায়ী করে। ৩৬০ ওয়েবভিত্তিক একটি কিউকিউ বাজারে ছাড়ে যাতে করে কিউকিউ ব্যবহারকারীদের ৩৬০ বাতিল করতে না হয়। টেন সেন্ট ব্রাউজার সেই ওয়েবসাইটিকে মুহূর্তের মধ্যে রুখে দেয়। একই দিন, ৩৬০ কুউকুউ বডিগার্ড উঠিয়ে নেয় এবং ব্যবহারকারীদের কে অনুরোধ করে কিউকিউ তিনদিনের জন্য পরিত্যাগ করতে। ৩৬০ এর কাছে গোপনীয়তা সরংক্ষণ প্রোগ্রাম চালু করার দাবী নিয়ে ও ক্ষমা চেয়ে টেন সেন্ট একটা পুনঃ সমাধান প্রস্তাব করে।

যখন মনে হচ্ছিল কিউকিউ দ্বন্দের উপরের দিকে রয়েছে তখন প্রখ্যাত প্রযুক্তি ব্লগার উইলিয়াম লং দেখায় যে যেহেতু প্রযুক্তি উন্নতির দিকে এগিয়েই চলেছে. কিউকিউ হয়তো এর বাজার হারাতে পারেঃ

作为即时通讯只有在适合的人之间建立起来才算是合理。假设我们500多个QQ好友都在MSN,为什么还有留在QQ呢?我是个淘宝卖家,我的买家、顾客同行都在旺旺,我也没必要再开个QQ吗?而当我们处于一个情景的时候我们真的需要即时通讯,而且即时通讯既可以让我只使用一个账号来登录,同时也可以保护我 自身信息的隐蔽,让我在多种身份间切换。如果可以满足这些需求,起码理论上可以让我们抛弃对QQ的依赖。
将来,各种电子产品的工作效率大幅提升后,一个浏览器内就应该能承载所用的功能,而智能的匹配也可以帮我们找到我们需要的人,并且屏蔽掉不需要的信息。那时,通讯只是众多互联网功能的一种,那我们还需要QQ这样客户端吗?

মুহূর্ত বার্তাপ্রেরণ অ্যাপ্লিকেশন তখনই অর্থবহ হয়ে ওঠে যখন তা একই ধরনের সামাজিক বন্ধু বৃত্তের মধ্যে ঘটে। ভাবি, যদি এমএসএন ম্যাসেঞ্জার এ ৫০০ কিউকিউ বন্ধু থাকে, কেনো তবে আমাদের কিউকিউ চালু রাখতে হবে? যদি আমি একজন তাওবাও বিক্রেতা হই এবং আমার সকল গ্রাহকের ওয়াংওয়াং নেটওয়ার্ক থাকে তবে আমার আর কোন আলাদা কিউকিউ অ্যাকাউন্ট দরকার নেই। যদি আমাদের মুহূর্ত বার্তা প্রেরণ টুলসের একটি সেট থাকে যা কেবল মাত্র একটা অ্যাকাউন্ট থেকেউ লগ ইন করা যায়, এবং একই সাথে আমাদের গোপনীয়তা সরংক্ষণ করে এবং আমাদের পদচিহ্ন অজ্ঞাত রাখে, আমরা কিউকিউ এর উপর নির্ভরতা বন্ধ করে দেবো।

ভবিষ্যতে, যেহেতু আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনস আরও বেশী বেশী উপযোগী হয়ে উঠছে সে কারনে আমরা হয়তো সকল কার্যক্রম কেবল মাত্র একটি ব্রাউজার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রয়োজনীয় কোন লোককে খুঁজে পেতে এবং যে তথ্য অপ্রয়োজনীয় তা রুখে দিতে সাহায্য করবে। যোগাযোগ ব্যবস্থা হলো অনেক ইন্টারনেট কার্যক্রমের মধ্যে একটি। যখন এমন সময় আসবে, আমাদের তখনও কি কিউকিউ গ্রাহক প্রয়োজন হবে?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .