জাতি সংঘ ঘোষিত আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সনদের ক্ষেত্রে পুনরায় যাচাইকরণ প্রক্রিয়া চলতে থাকা সত্ত্বে, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে একমাত্র দেশ হিসেবে আবিষ্কার করেছে, যারা ২০০৭ সালের ঘোষণাপত্রের বিরুদ্ধে ভোট দিয়েছে। এর কারণ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর আগে ধারণাতীত ভাবে নিজেদের অবস্থান পাল্টে ঘোষণাপত্রটি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।
কানাডায় এক নারী আদিবাসীদের সঙ্গীত ইনুইট থ্রোয়াট গান গাইছে।
যুক্তরাষ্ট্রের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ব্লগ হিউম্যান রাইটস নাও। সেখানে কানাডার কাজ নিয়ে এর সদস্য কর্মী এঞ্জেলা টি.চ্যাঙ্গ একটি লেখা পোস্ট করেছে:
১২ নভেম্বর, কানাডা জাতি সংঘের আদিবাসী জনতার অধিকার ঘোষণাপত্র (রাইটস অফ ইনডিজিনাস পিপল বা ইউএনডআরআইপি) সমর্থন করে বিশ্বের বেশীর ভাগ দেশের সাথে যোগ দিল। এই ঘোষণাপত্র আইনগত ধারা নয় এমন মানবাধিকার প্রতিষ্ঠা করে, যা সকল আদিবাসীর টিকে থাকা, মর্যাদা প্রদান এবং ভালো থাকার ক্ষেত্রে বিশ্বের এক আদর্শিক মানদণ্ডকে নিশ্চিত করে।
[…]
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইউএনডিআরআইপির ঘোষণাপত্র স্বাক্ষর করার নির্ধারিত সময় পার হয়ে গেছে। ঘোষণাপত্রের জন্য নিঃশর্ত সমর্থন মৌলিক বিষয় যা, নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্র আদিবাসী জনতার জন্য তৈরি করা আন্তর্জাতিক মানবাধিকার আদর্শকে অনুসরণ করছে, যারা বিশ্বের সবচেয়ে অনগ্রসর এবং ঝুকিপূর্ণ পরিস্থিতিতে থাকা জনতা। যুক্তরাষ্ট্রে প্রায় ২৪ শতাংশ আদিবাসী জনতা দারিদ্রের মধ্যে বসবাস করে।
চ্যাঙ্গ তার পাঠকদের আহ্বান জানিয়েছেন, যেন তারা বারাকা ওবামাকে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করার অনুরোধ জানিয়ে বার্তা পাঠায়।
কানাডার এই অনুমোদন স্বাক্ষরে সকলেই যে খুশি, তা নয়। তবে পাম পামাটের টরেন্টোর একজন আইনজীবী। তিনি নন স্ট্যাটাস ইনডিয়ানস ব্লগে লিখেছেন, তিনি সেই সমস্ত লোকেদের অধিকার রক্ষায় সচেষ্ট, যারা আনুষ্ঠানিকভাবে রেড ইনডিয়ান হিসেবে স্বীকৃত নয়। তিনি এই সংবাদকে “ কানাডায় ন্যায়বিচারের এক কল্পনা” বলে অভিহিত করেছেন।
আমি ভাবতে চাই যে কানাডা অতীতের কিছু দ্বৈত-চুক্তিকে পেছনে ফেলে এসেছে। কিন্তু রক্ষণশীলদের দ্বারা প্রদান করা ইউএনডিআরআইপির এই সীমিত সুবিধা অন্য কিছুর প্রমাণ করে। এক মুখে তারা আমাদের সমস্যাকে চিহ্নিত করে সেগুলোকে পরিবর্তন করার প্রতিশ্রুতি প্রদান করে আবার অন্যদিকে তারা তাদের প্রতিশ্রুতি এড়িয়ে যাবার জন্য রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে। আক্ষরিক এবং আত্মিক দিক দিয়ে কানাডা ইউএনডিআরআইপি চুক্তিতে বিশ্বাস করে না- তারা “সমর্থনের স্বপক্ষে বিবৃতি” প্রকাশ করেছে, যা কানাডার আদিবাসীদের অধিকার (অথবা তার অভাবকে) পাল্টে দেবে না।