- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিডিও: অনলাইন ভিডিও প্রতিযোগীতা রেসপন্সিবল কনজামশান কালচার-এর বিজয়ীর নাম ঘোষণা

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, ব্রাজিল, স্পেন, চলচ্চিত্র, নাগরিক মাধ্যম, পরিবেশ

[1]চতুর্থ রেসপন্সিবল কনজামশন কালচার (আন্তর্জাতিক দায়িত্বশীল ভোক্তা সংস্কৃতি) অনলাইন সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীকে [2] নির্বাচিত করা হয়েছে। ইকোডেস [3] এবং এরাগন (স্পেনের উত্তর-পূর্বাংশের এক স্বায়ত্তশাসিত এলাকা)-এর সরকারের সাধারণ ভোক্তা নির্দেশক বিভাগ (জেনারেল ডিরেকশন অফ কনজামশন) এই প্রতিযোগিতার [4] আয়োজক। স্পেন এবং ল্যাটিন আমেরিকার স্প্যানিশ ভাষায় নির্মিত সংক্ষিপ্ত তথ্যচিত্র নির্মাতাদের ছবি জমা দেবার আহ্বান জানায়। চূড়ান্ত ১০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর [5] মাঝ থেকে কলম্বিয়ার একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র বিজয়ী হয়েছে।

এই ১০ জন চূড়ান্ত প্রতিযোগী স্পেন, ব্রাজিল এবং কলম্বিয়ার বিভিন্ন এলাকা থেকে এসেছে। নীচের ভিডিওটি প্রতিযোগিতায় বিজয়ী ভিডিও [6]। এর নাম দি রিসিসেলেটা। এটি দেখাচ্ছে কি ভাবে প্রতিবেশের সাথে মিশে না চলার ফলে, তা কঠিন, কিন্তু প্রয়োজনীয় পরিণতি ডেকে আনতে পারে।

পরবর্তী ভিডিওগুলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত কিছু ভিডিও। পরবর্তী ভিডিওটির শিরোনাম প্লাস্টিক [7]। এটি স্পেনের জারাগোজা নামক এলাকা থেকে এসেছে। এটা খেলার ছলে দেখাচ্ছে, কেমন করে সাধারণ প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগ আমাদের বাসগৃহ দখল করে ফেলছে। আমাদের অ্যাপার্টমেন্টে এই সমস্ত ব্যাগ যে কোন জায়গায় ফেলে দিতে পারি কিন্তু আমাদের এই গ্রহ থেকে সেগুলোকে সরিয়ে অন্য কোথাও ফেলে দিতে পারি না।

ব্রাজিল থেকে আসা তথ্যচিত্র ইনডিভিজুয়াল চয়েসও [8] পুরষ্কারের লক্ষ্য আগাচ্ছিল। এই ভিডিওটি প্রদর্শন করেছে, পরিবেশের প্রতি দায়িত্বশীল হবার জন্য প্রতিদিন আমরা যে সমস্ত সিদ্ধান্ত নেই কি ভাবে সেগুলোকে উন্নত বা পরিবর্তন করা সম্ভব:

অবশিষ্ট ভিডিওগুলো দেখতে এবং এইসব বিষয়ের পেছনের আরো কারণ এবং ভিডিওর স্রষ্টারা কারা সে সম্বন্ধে আপনি এই পাতায় [5] জানতে পারবেন।