হাইতি: একটি জীবন রক্ষাকারী ভিডিও

সানফ্রান্সিসকো ভিত্তিক চিকিৎসক এবং ব্লগার ড: জেন গার্লে গত ১২শে জানুয়ারী হাইতিতে ভূমিকম্প হবার পর থেকে তার স্বেচ্ছাসেবক সেবা প্রদানের জন্য দুইবার হাইতিতে গেছেন। তার দ্বিতীয় পরিদর্শনের সময়ই কলেরার প্রাদুর্ভাব ঘটে, যে প্রাদুর্ভাবে ১৯ শে অক্টোবর ২০১০ তারিখে প্রথম কলেরা রোগীর সন্ধান পাওয়ার পর থেকে এ পর্যন্ত শত প্রাণ গেছে এবং আরো হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। “হারিকেনের রেখে যাওয়া একটি মরণব্যাধি হলো কলেরা”, বলেছেন ডাক্তার গার্লে (তিনি ব্লগ জগতে এ নামেই পরিচিত):

৩ ঘন্টার মত কম সময়েই মরে যেতে পারে মানুষ, কারন শরীরের সকল জলীয় অংশ পায়খানার সাথে বের হয়ে যেতে পারে। সামাজিকভাবে হাইতিতে আমি ফেব্রুয়ারীতে দেখেছি সেখানে ইতিমধ্যেই ডায়রিয়া বিষয়ে প্রচন্ড নাজুক অবস্থা। প্রকৃতপক্ষে যদি পার্কিং চত্বরে হাজারো লোকের মাঝে কোন শৌচাগার ছাড়া বসবাস করার কথা ভাবতেও পারেন তবে আশ্চর্য না হবার কিছু নাই। এবং এখন তারা ভাবছে যে কলেরা হয়তো হাইতিতে এসেছে সেইসব আন্তর্জাতিক কর্মীদের দ্বারা যারা তাদের সাহায্য করতে এসেছিল। জীবনের মূল্যের বিনিময়ের (এই প্রতিবেদনে ২০০ জন থেকে রাশিয়ার প্রতিবেদনের ৫০০ জন কলেরায় মারা গেছে) পাশাপাশি কতটা শক্তি , সামর্থ এবং সদিচ্ছা এমন একটি ঘটনাকে ধ্বংস করতে পারে? ডাক্তার গার্লে অনলাইনে মৌখিক পুনঃ জলীয় চিকিৎসা (ওআরটি) এর উপর কোন নির্দেশনা মূলক ভিডিও খুঁজেছিলেন যাতে করে সে তা তার হাইতির সহকর্মী ও রোগীদের কাছে রেখে যেতে পারে। ওআরটি ভিত্তিক জ্ঞান জীবনকে রক্ষা করতে পারে কারন কলেরার মৃত্যুর বেশিরভাগই পানিশূন্যতার জন্যই ঘটেছে।

ডাক্তার গার্লে তার পাঠকদের মনে করিয়ে দেয় যে হাইতির মতে দেশও ভিডিও হতে পারে তথ্য ছড়িয়ে দেয়ার কার্যকরী উপকরণ: “সেখানের মানুষের কাছে রয়েছে সেল ফোন এবং লেখা, এবং প্রত্যেকের কাছে একটি করে ইমেইল আইডি। সহায়তা দান কারী কর্মীদের কাছে রয়েছে স্মার্ট ফোন যা ভিডিও প্রদর্শন করতে পারবে এবং এখানকার মানুষের মত সেখানের মানুষও জড়ো হতে পছন্দ করে, তারা গোল হয়ে দাঁড়ায় এবং টিভি দেখে।”

যখন তার অনলাইন অনুসন্ধান একটি একক হাউসা ভাষার ভিডিও এবং আড়ালে গেট্রোড স্টাইলে ইলেকট্রোলাইট পান এর যৎসামান্য ছাড়া আর কিছুই পায়নি, তখন ডাক্তার গার্লে কয়েকজন বন্ধুকে কাছে পেলেন এবং তাদের দিয়ে নিচের ভিডিও টি ধারন করলেন। এটা প্রায় সম্পূর্ণ শব্দহীন যা এটাকে যে কোন দেশে ব্যবহার উপযোগী করেছে এবং এতে দেখানো হয়েছে কি করে মুখে খাওয়ানোর পুনঃ জলীয় লবন (ওরাল রিহাইড্রেশন সল্ট) তৈরী করতে হয় “যাতে ব্যবহার করা হয় সে সেইসব জিনিস যা একটা অতি ক্ষুদ্র দেশে বসবাসকারীর কাছেও থাকে”, এর সাথে রয়েছে মিনারেল পানির বোতল এবং ক্যাপ:

৪ ক্যাপ চিনি, এক ক্যাপ লবন, ৫০০ মিলি পরিষ্কার পানি= জীবন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .