ভিডিও: ওয়ান মিনিট জেআর ভিডিও-২০১০- পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্তরা

one minutes jr logo

ওয়ান মিনিট জেআর নামক প্রকল্পের প্রতিযোগিতার জন্য তিনটি বিভাগে মনোনয়নপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে। সেল্ফ পোট্রেট (আত্ম নির্মাণ), ইনসাইড-আউট (ভেতরের একজন) এবং ওয়ান মিনিট অফ ফ্রিডম (এক মিনিটের স্বাধীনতা) নামক প্রত্যেকটি বিভাগের জন্য একজন বিজয়ীকে বেছে নেওয়া হবে। বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে একটি জেভিসি পিসকো এইচডি-হ্যান্ড ক্যামেরা পাবে। মনোনয়ন লাভ করা সকলেই ওয়ানমিনিটিজেআর নামক আন্তর্জাতিক, শিল্প-ভিত্তিক একটি প্রতিষ্ঠানের এক উদ্যোগের অংশগ্রহণকারী, যে প্রতিষ্ঠান ১২ থেকে ২০ বছর বয়স্ক সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক অবস্থায় বাস করা কিশোরদের নিয়ে ৫ দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করে থাকে:

ওয়ানমিনিটজেআর পাঁচদিন ব্যাপী এক কর্মশালা পরিচালনা করে থাকে, যেখানে তরুণদের ক্যামেরা পরিচালনার মৌলিক কৌশল ও নির্দেশনা, গল্প-বলা, দলগত ভাবে কাজ করা ও বিভিন্ন বিষয় সৃষ্টিশীল ভাবে চিন্তা করা এবং তাকে পুনরায় উপস্থাপনার শিক্ষা প্রদান করা হয়ে থাকে। প্রত্যেকটি অংশগ্রহণকারী কর্মশালার বিষয় অনুসারে তার নিজস্ব গল্পকে তৈরি করবে এবং তার উপর ভিত্তি করে ষাট সেকেন্ডের একটি ভিডিও চিত্র নির্মাণ করবে যা কর্মশালার শেষে প্রদর্শিত হবে।

ইউনিসেফের ওয়েবসাইটে মনোনয়নপ্রাপ্তদের সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে। এই সমস্ত ভিডিও ওয়ানমিনিটজেআর-এর সাইটেও দেখতে পাওয়া যাবে, অথবা এর কয়েকটি তাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

নীচে মনোনয়নপ্রাপ্ত কয়েকটি ভিডিও রয়েছে, এর কোনটাই এক মিনিটের বেশি দীর্ঘ নয়। একজন বিচারক বিজয়ীদের নির্বাচিত করবেন এবং বিজয়ীদের নাম নভেম্বরের ১০ তারিখে ঘোষণা করা হবে।

মামা নামক তথ্যচিত্রটি অভিযোজনের উপর তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছেন ইউক্রেনের ওল্ফ আরটেম, এবং এটি নিজের সেল্ফ পোর্ট্রেট (আত্ম নির্মাণ) বিভাগের জন্য মনোনীত হয়েছে:

এছাড়াও একই বিভাগে গ্রিটিংস ফ্রম কসোভো নামক ভিডিওটি মনোনয়ন লাভ করেছে। যার নির্মাতা সাউদা জাহিরোভিচ। এটি জোরপূর্বক অভিবাসনের উপর নির্মিত:

ইনসাইড-আউট (ভেতরের জন) বিভাগের জন্য আজারবাইজানের নার্গিস জেইনোলোভার পেপার উইংস মনোনয়ন লাভ করেছে। এটি নারী এবং শিক্ষার মত বিষয় তুলে ধরছে: যেহেতু আমি এই বিভাগের জন্য রাখা ভিডিও লিঙ্ক (এমবেডেড) পাইনি, তাই এই ওয়ানমিনিটজেআর সাইটে এই ভিডিওটিকে দেখুন

একই বিভাগে রয়েছে টাআইম নোগুট নামক ভিডিও। এটি আত্মহত্যার উপর নির্মিত ঘটনা। যা নির্মাণ করেছে লুইশা এনোস। তার বাড়ি পাপুয়া নিউগিনিতে:

এবং ওয়ান মিনিট অফ ফ্রিডম বিভাগে মনোনয়ন পাওয়া ফোকাস নামের ভিডিওটি নির্মাণ করেছেন রায়ান ফোর্ড। তিনি গায়ানার অধিবাসী। এতে তিনি শিক্ষায় জটিলতার মত বিষয়কে মোকাবেলা করছেন:

শেষ কিন্তু, সবশেষ নয়, ওন দি লাস্ট ড্রপ নামক ভিডিওতে আজারবাইজানের টোলিব হোমিটভ পানি সংরক্ষণের উপর মনোযোগ প্রদান করেছে:

পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত অবশিষ্ট নির্মাতাদের ভিডিওগুলোও দেখতে ভুলবেন না, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন উগান্ডা, যুক্তরাষ্ট্র, বার্বাডোজ, ভিয়েতনাম এবং ফিজির মত জায়গা থেকে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের জানাচ্ছেন।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .