- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আইভরি কোস্ট: ছবিতে প্রেসিডেন্ট নির্বাচন

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, সাব সাহারান আফ্রিকা, আইভরি কোস্ট, ফ্রান্স, তাজা খবর, নাগরিক মাধ্যম, নির্বাচন, যুদ্ধ এবং সংঘর্ষ

গত রবিবার, ৩১ শে অক্টোবর, ২০০২ সালে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের [1] আর এর ফলে বাড়তে থাকা সমস্যার কারনে ১০ বছরের মধ্যে এবার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে [2] নিবন্ধিত আইভরি কোস্টের ভোটাররা ভোট দিয়েছেন [3]। লোরেন বাগবোর পাঁচ বছরের ম্যান্ডেট সরকারীভাবে শেষ হলে ২০০৫ সাল থেকে ছয় বার নির্বাচনের তারিখ বদলানো হয়েছে বিশেষ করে বিদ্রোহীদের নিরস্ত্রীকরণ আর ভোটার নিবন্ধন নিয়ে ঝগড়ার কারনে। নভেম্বর ২৮ তারিখে দ্বিতীয় প্রস্থ নির্বাচন হওয়ার কথা।

কিছু নির্বাচন কেন্দ্রের প্রাথমিক দেরি ছাড়া, ভোট গ্রহন শান্তিপূর্ন হয়েছে আর ভালো পরিমানে মানুষ এসেছে। আফ্রিকান নির্বাচন প্রকল্প [4] একটি টুইটার আকাউন্ট তৈরি করেছেন ভোট গ্রহনের দিনের পরিস্থিতি লক্ষ্য করার জন্য, আর আইভরি কোস্টের অনেক নাগরিক আর সাংবাদিক আর টুইটারকারী সারাদিন খবর টুইট করেছেন হ্যাশট্যাগ #সিভ২০১০ [5] ব্যবহার করে। এখানে ভোট গ্রহনের দিনের বাছাই করা কিছু ছবি যা টুইটারে শেয়ার করা হয়েছে:

[6]

আবিদজানের এক নির্বাচন কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন। ছবি এইপির সৌজন্যে।

[7]
[8]

ভোটদানকারী তার আঙ্গুলে কালির দাগ দেখাচ্ছে ছবি নেনা নোয়াকানমার সৌজন্যে।

আইভরি কোস্টের ভোটাররা মোটামুটি শান্তিপূর্ণ দিন অতিবাহিত করেছেন, কিন্তু মনে হচ্ছে ফ্রান্সে থাকা তার সঙ্গী আইভরি কোস্টবাসী কঠিন দিন পার করেছেন ভোট দিতে গিয়ে। প্রায় ১১,৫০০ ভোটারকে নিবন্ধন করা হয় প্যারিসের ২৮টি পোলিং স্টেশনে ভোট করার জন্য, কিন্তু ফ্রান্স২৪ [9] অনুসারে তাদের বেশ কয়েকটি রবিবার খুলতে ব্যর্থ হয়ে ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। টুইটারকারী জোলান কে [10] ফ্রান্সের রাজধানীর ১৬তম জেলার আইভরি কোস্টের কন্সুলেটের বাইরে দাঁড়িয়ে থাকা প্রায় ৫০০ জন ভোটারের ছবি নেন।

[11]

ছবি জোলান কের সৌজন্যে

আমেরিকান লেখক ক্যারোল স্পিন্ডেল ২০ বছর আগে আইভরির একটা গ্রামের জীবন নিয়ে লিখেছিলেন পবিত্র ঝাড়ের ছায়ার জীবন [12] শিরোনামে। তিনি সম্প্রতি কোত দে আইভরিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে লেখার জন্য। এই কারনে তিনি একটা ব্লগ স্থাপন করেন ওয়ান ভিলেজ ভোটস [13] নামে, যেখানে তিনি নির্বাচন প্রক্রিয়া নথিভুক্ত করেছেন। রবিবার তিনি উত্তরের শহর কোরহোগোতে নির্বাচনের কিছু ছবি পোস্ট করেছেন:

[14]

কোরহোগোতে ভোট চলছে। ছবি ক্যারোল স্পিন্ডেল এর সৌজন্যে

কয়েক দিন আগে, ক্যারোল কোরহোগোর কাছে একদল নারীর সাথে সাক্ষাত করেন যারা অন্ধকারে কিভাবে ভোট করতে হয় সেটা শিখছিলেন ফ্লাশলাইট আর ব্যালটের ফটোকপি নিয়ে:

[15]

কিভাবে ভোট করতে হয় তা শিখছেন মহিলারা। ছবি ক্যারোল স্পিন্ডেলের সৌজন্যে।

পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানা যাবে।