জর্ডান: রাজনৈতিক কার্টুনিস্টরা প্রচারণা পোস্টারকে লক্ষ্য করছেন

জর্ডানের সামাজিক মিডিয়া লেখকরা তাদের লেখায় নভেম্বরে সাংসদীয় নির্বাচনের ব্যাপারকে জোর দিয়ে চলেছেন যেটার নির্বাচনী পোস্টার সারা দেশকে ঢেকে রেখেছে, বিশেষ করে রাজধানী আম্মানে। একজন টুইটার ব্যবহারকারী মেউসেফ অক্টোবর ২৫ তারিখে জানিয়েছেন

যেহেতু সংসদের প্রার্থীদের তাদের ছবি দেয়া ছাড়া আর কিছু নেই, আমি তাই সিদ্ধান্ত নিয়েছি চিত্রগ্রাহককে ভোট দেব…

কিন্তু পোস্টারের ব্যাপারে মন্তব্য কেবলমাত্র ব্লগার আর টুইটার থেকে আসছে না, জর্ডানের রাজনৈতিক কার্টুনিস্টরাও তাদের সাথে যোগ দিয়েছেন।
৩লা রাসি বেশ কয়েকটা কার্টুন দিয়েছেন জর্ডানের নির্বাচনের পোস্টারকে ব্যাঙ্গ করে। এই ধারাবাহিক পোস্টার দেখাচ্ছে কার্টুনের চরিত্র ক্যাপসনসহ ‘নির্বাচন স্লোগান’ আর পোস্টার যেখানে পড়া যাচ্ছে ‘এ শব্দ অর্নবের (খরগোশ) জন্য,” বি শব্দ বান্দুরা (টমেটো)র জন্য আর টি শব্দ টুট (বেরি)র জন্য।” আরেকটিতে দুইটা পোস্টার ব্যাখ্যা কর হয়েছে: প্রথমটা একটা গুহামানবের আর দ্বিতীয়টা জর্জ ক্লুনির সাথে, যার ক্যাপশন, ‘ফটোশপের আগে’ আর ‘ফটোশপের পরে'।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .