চীন: বাড়ীক্রেতাদের সচেতনতার জন্য সন্ত্রাসী জমি দখলের ঘটনা মানচিত্রে উপস্থাপন

উশাহিদি কিংবা ম্যাপ ওয়ার্ল্ড নয় বরং সামাজিক কর্মীরা গুগল ম্যাপের রক্তিম মানচিত্র ব্যবহার করছে এবং সচেতন যোগ্য বাড়ী ক্রেতাদের উপলক্ষ্য করে সারা চীন দেশের জোরপূর্বক জমি দখলের তথ্য সন্নিবেশ করেছে:

在较大的地图中查看血房地图开放版

উইকিপিডিয়ার ভুক্তি অনুযায়ী রক্তিম মানচিত্র হচ্ছে:

记录下近年来层出不穷的暴力拆迁案件,提醒人们,拒绝购买在非法、反人性的基础上建造起来的新房

সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী জমি দখল এর চলমান ঘটনাগুলো লিপিবদ্ধ করুন, এবং আমাদেরকে অনৈতিক ও অমানবিক ভাবে নির্মিত নতুন বাড়ী ক্রয় করা থেকে বিরত থাকার কথা মনে করিয়ে দিন।

বাইদু বাইকে তে রক্তিম মানচিত্রের আরও একটি তথ্য সন্নিবেশিত রয়েছে, যার অংশবিশেষ হলো:

在地图上可以看到,迄今为止,这一地图已经被网友浏览了七万余次,而标注的血拆事件也达到了82起,覆盖了从上海到新疆、从黑龙江到广西的全国大多数区域,其中大多数暴力拆迁事件集中在东部沿海地区。唐福珍拆迁自焚、江西宜黄拆迁自焚、呼和浩特拆迁通知附带子弹、广西北海白虎头村强拆等轰动一时的案例在血房地图上都有标注,不过记者也发现,地图上也有一些并不准确的信息,例如发生在成都的唐福珍拆迁自焚案在地图上却被标注到了湖北荆门。

“因为网友可以自由更改地图,所以难免会产生小差错,发现错误网友也可以改正。”地图创建者“血房地图”对南都记者说。

যে মানচিত্রটি আমরা দেখতে পারছি সেটি এর আগে কমপক্ষে ৭০,০০০ নেট ব্যবহারকারী দেখেছে এবং ৮২ টির বেশী জোর পূর্বক জমি দখলের বেআইনী কথা সন্নিবেশ করা হয়েছে যেখানে হেইলংজিয়াং থেকে গুয়াংঝু, সাংহাই থেকে জিনজিয়াঙ অর্থাৎ দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত কভার করা হয়েছে। কাঙ ফুজেন এর আত্ম হননের ঘটনা, জিয়াংজি এ ইহুহাঙ এর জমি দখল এবং আত্ম হনন, বুলেটের সাথে হোহোটে যে জমি দখলের নোটিশ এসেছিল, গুয়াংজির বেহাইয়ে হুতাতে জোরপূর্বক জমিদখল – এসব গুটিকয়েক কুখ্যাত ঘটনা মানচিত্রে সন্নিবেশ করা হয়েছে। যাইহোক, সাংবাদিকরা লক্ষ্য করেছে মানচিত্রে কিছু অসত্য খবরও সংযোজিত হয়েছে, যেমন তাং ফুজেন জমি দখল/ আত্মহনন ঘটনা যা চেঙদুতে ঘটেছিল কিন্তু সন্নিবেশ করা হয়েছে জিংম্যান এর হুবিস এ।

সাউদার্ন মেট্রোপলিসের ডেইলির প্রতিবেদককে ‘রক্তিম মানচিত্র’ এর স্রষ্টা বলেছে, “যেহেতু নেট ব্যবহারকারীরা মানচিত্র ইচ্ছেমত সম্পাদনা করতে পারে সে কারনে এই ধরনের তুচ্ছ ভ্রান্তি দূর করা কঠিন, যদিও যারা এই মানচিত্র আবিষ্কার করেছে তারা ভুল পরিবর্তন করতে পারে।

রক্তিম মানচিত্রের স্রষ্টা তার সিনা মাইক্রোব্লগ একাউন্টে বেশ নিয়মিত অংশগ্রহণকারী একজন যার শুরু ৪ঠা অক্টোবর এবং এটা জমি দখলের ঘটনা তুলে ধরে এবং ব্যবহারকারীদের সাথে উভমুখী আলাপ আলোচনা করে, যে সকল ব্যবহারকারীর অনেকেই আবার চলমান জমিদখল প্রকল্প সমূহের স্বাক্ষী; ৯ই অক্টোবরের দুটো ঘটনা এরকমঃ

“血房地图的目的,在于将那些已经,或将要淡出公众视野的暴力拆迁案收集整理,一些两三年以前发生的事件,单凭我一己之力不容易找到,但有了你们的支持会容易很多。那些带血的土地上,新房正在销售,你懂的。”

“ রক্তিম মানচিত্রের উদ্দেশ্য হলো সন্ত্রাসী জমি দখলের ঘটনা সংগ্রহ ও তালিকা প্রস্তুত করা যে সকল ঘটনা ইতিমধ্যেই জনগনের স্মৃতিতে ঝাপসা হয়ে গেছে; অনেক ঘটনাই ২-৩ বছরের পুরানো। আমি আমার স্মৃতি ভান্ডার খুঁড়ে বের করব কিন্তু তোমাদের সহযোগীতায়। যখন আমি বলতে থাকি রক্ত চিহ্ণের মধ্যে অংকিত ভুমি তে এই এখন বাড়ী তৈরী হচ্ছে , জনগন বুঝতে পারে আমি আসলে কি বলতে চাচ্ছি। ”

一些正在发生的强拆案件,需要引起更多的媒体关注,血房地图并不是一个适合的平台。不能指望这样的方式能够引起关注阻止当下的强拆。这个平台的目的,是为消费者提供选择依据。如果有一天,这份小小的地图能让某个拆迁利益链上的人对他们的行为方式有所顾及,目的就达到了。

বর্তমানে জোরপূর্বক জমিদখল এর ঘটনা ঘটছে যার প্রতি তথ্য মাধ্যমের বেশি সজাগ হয়ে ওঠা দরকার, রক্তিম মানচিত্র শেষ পর্যন্ত আর নিজে কোন সুবিধাজনক ক্ষেত্র হিসেবে থাকছে না। এই রকমের একটি উদ্যেগ এই জোরপূর্বক জমি দখলের সমাপ্তি ঘটানোর সচেতনতা সৃষ্টির জন্য যথেষ্ট বলে জনগন আশা করতে পারে না। এই সাইটের উদ্দেশ্য হলো প্রমান উপস্থাপন করা যাতে গ্রহীতারা সিদ্ধান্ত নিতে পারে। যদি এমন একটা দিন আসে যখন এই ক্ষুদ্র মানচিত্র কোন বিশেষ জমি দখলে সুবিধাপ্রাপ্তরা তাদের কর্মকান্ড পুনঃ বিবেচনা করে তবেই এটার তার সফলতা অর্জন করতে পারবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .