ডন কুইকজোট এবং সাঞ্চো পান্জা। ছবি ফ্লিকার ব্যবহারকারী by স্পটার_এনএল এর সৌজন্যে। সিসি বাই
সম্প্রতি ইউটিউবের মাধ্যমে জীবন্ত হয়েছে সাহিত্যের একটা জনপ্রিয় মাইলফলক ডন কুইক্সোট। শত শত স্বেচ্ছাসেবক মিগেল দে সেরভান্তেসের লেখার অংশ পাঠ করছেন আর এটাকে এলকুইজোট চ্যানেলে আপলোড করছেন।
স্প্যানিশ রয়াল একাডেমি (রায়েই স্প্যানিশে) আর ইউটিউব একত্র হয়েছে ডন কুইক্সোটের সব থেকে বড় সংস্করণ তৈরির জন্য এইবার ভিডিওতে সম্মিলিতভাবে সারা বিশ্বের অংশগ্রহণকারীদের দ্বারা যারা প্রত্যেকে ২১৪৯ অংশের কয়েকটুকু অংশ পড়েছেন। ভিক্টর গারসিয়া দো লা কোন্সা, রায়েইর পরিচালক, সকলের জন্য আমন্ত্রণ উন্মুক্ত করেছেন:
এরই মধ্যে সাইটে শত শত কুইক্সোট ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু এখনো আরো বাকি আছে পড়ে আপলোড করার জন্য। ‘পারটিসিপার’ বোতাম টিপে আপনাকে পড়ার জন্য একটা অংশ দেয়া হবে, আর ৬ ঘন্টার সময়সীমা দেয়া হবে এর ভিডিও আপলোড করার জন্য। সেই সময়ের মধ্যে ভিডিও আপলোড না করতে পারলে ওই অংশ অন্য কাউকে পড়তে দেয়া হবে। এর পরে ভিডিওকে আপলোড করা হয়, পর্যালোচনা করা হয় আর গ্রহন করা হলে এটা এল কুইজোট ২.০ এর অংশ হবে। নীচে কিছু অংশ যা এরই মধ্যে আপলোড করা হয়েছে:
স্পেনের জাভি গোনি ব্রেইলের প্রিন্ট আউট থেকে তার এল কুইক্সোটের অংশ পড়েছেন। এটিতে ডন কুইক্সোট আল্ডানজা লোরেঞ্জোর সাথে সাক্ষাত করেছেন আর সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার কল্পনার নারী হবেন আর তাকে পূর্ণনাম দিয়েছেন ডুলসেনিয়া দেল তোবোসো।
জুয়ান ম্যানুয়াল, স্পেনের মটা দেল কুয়ারভো থেকে, তার অংশ তিনটা উইন্ডমিলের সামনে দাঁড়িয়ে পড়েছেন। আর এটা অবাক হওয়ার কিছু না যে তিনি ওই স্থান পছন্দ করেছেন, যেহেতু এই এলাকা এমনি ওয়েবসাইটে বর্ণনা করা হয়েছে:
কারন, আমাদের বলতে হবে, মোতা দেল কুয়েরভো আসলেই একটা কুইক্সোট শহর, যেখানে ভূগোলের এমন এলাকার মধ্যে লুকানো অবস্থায় চরিত্রদের উপরে উত্তেজনা আর দুর্ভাগ্যের আক্রমণ।
চিলির ভিলারিচাতে, হেক্টর বুস্টোস পড়েছেন কৌতূহলী ধৃষ্টের গল্প, আন্সেল্মোর, সন্দেহভাজন একজন পরিব্রাজক যে তার স্ত্রী্র বিশ্বস্ততা নিয়ে সন্দেহ করেন আর বন্ধু লোথারীওকে আন্সেমো রাজি করান তার স্ত্রীকে প্রলোভিত করার জন্য।
কিন্তু সকলে পড়েননি। আর্জেন্টিনা থেকে ট্রেমোলো২২ তার অংশ গান গেয়ে শুনিয়েছেন:
মেঞ্চুলিকা ক্যানারি দ্বীপ থেকে স্বরূপে বের হননি। তার অন্যান্য ভিডিওর মতো, তিনি একটা এনিমেশন আপলোড করেছেন বিকৃতি করা কন্যাসহ:
তাহলে লা মাঞ্চার প্রতিভাধর ভদ্রলোক ডন কুইক্সোটের অভিযান যারা পছন্দ করেন আর স্প্যানিশ বলেন, আপনারা অংশগ্রহন করে বিশ্বব্যাপী এই অভিজ্ঞতার অংশ হতে পারেন।