ফেরোভিয়ারিয়া ইউনিয়ন (রেলসড়ক কর্মীদের ইউনিয়ন) আর যেসব কর্মীরা ছাটাই হওয়ার ব্যাপারে বিক্ষোভ করছিল, বাম পন্থী দলের জঙ্গীদের সাথে তাদের মধ্যকার সংঘর্ষে মারিয়ানো ফেরেইরা নিহত হন। তিনি বুয়েনোস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর পারতিডো ওব্রেরো দলের সদস্য (শ্রমিক দল)। তাকে গুলি করে হত্যা করা হয়। এই পোস্ট লেখার সময় পর্যন্ত তার হত্যাকারীকে সনাক্ত করা যায়নি। এই ঘটনার প্রতি ধিক্কার জানিয়ে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। সব থেকে গুরুত্বপূর্ন বিক্ষোভ অনুষ্ঠিত হয় এই বৃহষ্পতিবার প্লাজা দে মায়োতে যা বুয়েনোস আয়ার্সের ঐতিহ্যবাহী বিক্ষোভস্থলে। কিন্তু শহরের আরো বেশ কিছু স্থানে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ব্লগাররা দ্রুত মারিয়ানো ফেরেইরার হত্যাকান্ডের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। টোডোস গ্রোঞ্চোস ব্লগে লেখক বলেছেন,
Al chico Mariano Ferreyra, hijo de una compañera mía del Magisterio Técnico de Avellaneda lo mató la corrupción, la complicidad entre los organismos de control; las policías bonaerense y Federal y los perros rabiosos de la Gendarmería kirchnerista, muy parecida a la de De la Rúa. Lo mató la ausencia del Estado, que se retira para que sus sindicalistas amigos se hagan más ricos y no le rompan las pelotas
মেন্দিয়েতা এল রেনেগাউতে তারা জোর দিয়েছেন দেখার জন্য যে কারা এই হত্যাকাণ্ড থেকে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছে:
Todos salen a opinar tan rapido. Tan rápido. Insisto, opinan en la tele, en la radio, en tuiter y parecen contentos, todos parecen morbosamente contentos. A mí me dan asco. En especial aquellos que son dirigentes y que debieran dar el ejemplo al resto
এল বুয়েন সাল্ভাজেতে ব্লগার মারিয়ানো সরকারের কিছু সমর্থকদের সমালোচনা করেছেন:
Sí me sorprendió y me alarmó la reacción de mucha gente simpatizante del kirchnerismo que en twitter rozó el mal gusto, el revanchismo y la especulación sobre ‘la verdad oculta’ que se escondía detrás del asesinato de Mariano
একই ধরনের রাজনৈতিক মূল্যায়ন পাওয়া যায় রেভিউলিউশন টিন্টা লিমোন এর ব্লগে। অন্যদিকে সেনালেস ব্লগে অফিসিয়াল মিডিয়াতে কিছু হেরফেরের প্রচেষ্টার কথা বলা হয়েছে।
টুইটারে নির্দিষ্ট কোন হ্যাশট্যাগ ছিলনা এইসব টুইটকে সমন্বিত করার জন্যে।, কিন্তু আপনি ‘মারিন ফেরেইরা‘ লিখে সার্চ দিতে পারেন এই ব্যাপারে টুইট দেখার জন্য।