থাইল্যান্ডে বন্যার প্রকোপ

এখন পর্যন্ত ৪০ জনের বেশী লোক নিশ্চিতভাবে মারা গেছেন থাইল্যান্ডের উত্তরপূর্ব আর মধ্যভাগে বন্যার পানি বেড়ে যাওয়ার কারনে। দেশের রাজধানী, ব্যাঙ্ককের কিছু অংশেও এখন বন্যা। গত অর্ধ দশকে এটা দেশটার সব থেকে খারাপ বন্যা পরিস্থিতি

ছবি টুইটপিক ব্যবহারকারী শ্রেসুদার সৌজন্যে

টুইটার হ্যাশট্যাগ #থাইফ্লাড ব্যবহার করে বিভিন্ন বন্যার রিপোর্ট এখানে তুলে ধরা হল।

ফ্রিকিংক্যাট: আরটি @রিচার্ড বারো: সামুত প্রাকানে পাকনাম মার্কেট জোয়ারের সময়ে একফুট পানির নীচে ছিল। বছরের এই সময়ের জন্য এটা স্বাভাবিক না।

ফ্রিকিংক্যাট: আরটি@রিচার্ডবারো: ব্যাঙ্ককের জন্য বন্যা সর্তকতা; আজ সকাল ৯:০৯ এ বড় মাপের জোয়ার। কিছু বন্যার খবর ইতোমধ্যে জানানো হয়েছে #থাইফ্লাড

ভিন এন্টিঃ: ফুটপাতের স্তরে পানি বেড়ে গিয়েছে সোঙ্গোয়াদ সড়কে: ছোট যানবাহনের ওই রাস্তা দিয়ে না যাওয়া উচিত। @এফেম৯১ ট্রাফিকপ্রোর সৌজন্যে #থাইফ্লাড

পাতারাপোর্ন টিভি: আরটি@টুকি_এন্টি: ব্যাঙ্ককের চাও পায়াতে বন্যার কেন্দ্রে পানির মাত্রা সকাল ৯টায় ২.৩-২.৪ মিটার হতে পারে। ম্যাটিচোনের মাধ্যমে #থাইফ্লাড

টুকি_এন্টি: ব্যাঙ্ককের চাও পায়াতে বন্যার কেন্দ্রে পানির মাত্রা সকাল ৯টায় ২.৩-২.৪ মিটার হতে পারে – লক্ষ্য রাখুন! মাটিচোনের মাধ্যমে #থাইফ্লাড

টুইটারের প্রতিক্রিয়া আর সরকারের সাহায্য প্রচেষ্টা:

পারিওয়াত: আরটি @ এন_এঞ্জেল্ট্রি: আজকের বার্তা: #থাইফ্লাড, কালকের বার্তা: (হয়তো) # ব্যাঙ্ককফ্লাড। কে জানে?>> অবশ্যই

টিউলিপ ওম: ২২০০ জনের বেশী উবোনরাচাতানির স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে, ১ মিটার উঁচু বন্যা আশা করা হচ্ছে, ওয়ারিন আর মুয়াং এর সব থেকে বেশী চিন্তা। @সাতিয়ান না #থাইফ্লাড

প্রুরিস: আমি যখন খনিজ দুধের স্নান করছি, বন্যা আক্রান্ত অনেকের কাছে থাকার কোন স্থান নেই। আমি তাদের জন্য কেবল প্রার্থনা করছি। #থাইফ্লাড

জুয়ারাউই: বন্যা দূর্গতদের সাহায্যের জন্য ভ্রমণ মন্ত্রনালয় প্রস্তাব করেছেন ৫ বিলিয়ন থাই ভাথ, বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাব করেছে ১ বিলিয়ন ভাথ, ৪টি কৃষি পন্যের জন্য আজকে @ক্যাবিনেট/@ ওয়ান্নাসিরি_টিভি #থাইফ্লাড

Photo from yfrog user anavat's stream

এই ব্লগার দেখেছেন নাগরিকরা কিভাবে সাহায্য করছেন আর একত্র হচ্ছেন আরো বন্যা আক্রান্তদের মৃত্যু রোধ করার জন্য

দারুণ ছিল দেখতে যে সমাজ কি করে একত্র হচ্ছে তাদের সম্পদ রক্ষার জন্য। প্রায় ২০ জন লোক একত্র হন বালির বস্তা তৈরির জন্য, নারীরা ভাঁজ করে সেলাই করছেন, আর পুরুষ ও শিশুরা থলেতে বালি ভরছেন আর একটু পর পর গাড়ি আসছে ব্যাগগুলোকে যেখানে দরকার সেখানে নিয়ে যাওয়ার জন্য

পলিটিক্যাল প্রিজনার্স ইন থাইল্যান্ড লক্ষ্য করেছেন যে অনেকে সরকারের পদক্ষেপে অসন্তুষ্ট:

থাইল্যান্ডের বর্তমান বন্যা বিপদ এনেছে। মৃতের সংখ্যা ৩৫ এর বেশী আর লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে। কিছু অঞ্চল একেবারে বিছিন্ন হয়ে পড়েছে আর প্রধানমন্ত্রী অভিশিত ভেজ্জাজিভা বলেছেন যে কিছু স্থান কয়েক সপ্তাহ বা মাস বন্যায় নিমজ্জিত থাকতে পারে।

পানির মতো, সরকারের প্রতি সমালোচনাও বাড়ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .