ভিয়েতনাম: হ্যানয়ের ১০০০ তম জন্মদিন উৎসব

ছবি ফ্লিকার ব্যবহারকারী হাইতানার। সিসি লাইসেন্স এট্রিবিউশন ২.০ জেনেরিক -এর অধীনে ব্যবহার করা হয়েছে।

এ বছর হ্যানয় শহর ১০০০ বছর বয়সে পা দিল। এই ঐতিহাসিক ঘটনা উপলক্ষে অক্টোবরের ১-১০ তারিখ, দশদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কি ভাবে এই অনুষ্ঠান পালন করা হয়েছিল সে বিষয়ে ব্লগাররা তাদের পর্যবেক্ষণ এবং প্রতিক্রিয়া জানিয়েছে।

আরন জোয়েল সান্টোস প্রথম দিনটি উদযাপনের দৃশ্যের বর্ণনা দিয়েছে।

আর দশ দিন পরে হ্যানয়ের বয়স ১০০০ বছর হবে। কিন্তু এই দিনটিকে ঘিরে যে উৎসব হবার কথা, তা আজ সকালে শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে সকাল ৮.০০ টায় এর উদ্বোধন করা হয়, কিন্তু আমি সকাল ৭.৩০ মিনিটে বাসা থেকে বের হলাম। সে সময়ই থেকে রাস্তায় বিশৃঙ্খলতা শুরু হয়ে গেছে। সেখানে যানবাহন আটকে রয়েছে। অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। লোকজন জমা হচ্ছে, প্রবেশ নিষেধ চিহ্ন লেখা বসানো হচ্ছে…আজ সকাল বেলা আমি জনতার ভিড়ের মাঝে প্রবেশ করলাম। সেখানে বেশ মজা হচ্ছিল।

সেখানে সকলেই ভালো এক মেজাজে ছিল। সেখানকার সকলের সাথে মিশে আমি এই অনুষ্ঠানের বেশ মজা করলাম, এমনকি কি আমি জানি না কতক্ষণ। তবে শেষে, স্থানীয় অনেকে মনে হল এই অনুষ্ঠান নিয়ে অনেক উত্তেজিত।


ভিয়েতনাম অ্যাডভেঞ্চার
এই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্লগ করেছে।

যতটুকু দেখেছি তাতে বলা যায়, পুরো শহর জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। প্রধানত দিয়েন বিয়েন ফু নামক রাস্তা এবং পশ্চিম এলাকা ও ট্রস বেক লেকের মাঝামাঝি জায়গায়। রাতের বেলায় এই সমস্ত বাতিগুলো হয়ে উঠেছিল শহরের প্রধান এক আকর্ষণ এবং রাস্তাগুলো ছিল ভীড়ে ঠাসা। বা দিনহ নামক এলাকায় অনেক কাজ করা হয়েছে, এইচসিএম নামক সমাধিক্ষেত্রের সামনে। যেখানে অনেক অনুষ্ঠান উদযাপন করা হবে। রাস্তার পাশে ঐতিহ্যবাহী অনুষ্ঠান প্রদর্শন করা হবে; আমরা কর্মক্ষেত্র থেকে বাসায় যাবার পথে একটি জায়গা অতিক্রম করার সময় আমি দেখলাম প্রায় ১০০টি মোটর সাইকেল দাঁড়িয়ে রয়েছে, আরোহীরা অনুষ্ঠান দেখছে।

এহরিন ম্যাকসেই হাজার বছর পূর্তির উপলক্ষে রোববারের যে কর্মকাণ্ড হয়েছে সে সমস্ত বর্ণনা করছে।

আও দাই নামক জায়গায় মেয়েরা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে, এমনকি শ্রমিকেরা প্রচারণা পোস্টার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সমাধিক্ষেত্রের চারপাশের এলাকা সামরিক বাহিনীর লোকেরা চিহ্নিত করছে। গ্রাম থেকে লোকজন এই বিষয়টি দেখার জন্য এসেছে যে রোববারে হাজার বছর পূর্তি অনুষ্ঠানে রাজধানী কি ভাবে প্রস্তুত নিয়েছে। ভিয়েতনামের লোকেরা দয়ালু হৃদয়ের এবং তারা সহজ সরল। রাস্তায় হাঁটতে এবং তাদের সাথে কথা বলতে, তাদের সাথে ছবি তুলতে এবং নানা স্থানের ছবি তুলতে আমরা বেশ ভালো লাগছিল। যে একটি মাত্র বিষয় সামান্য বিরক্তকর ছিল তা হচ্ছে পুলিশের তাদের প্রতি কঠোর আচরণ করছিল এবং রাস্তায় কুচকাওয়াজের প্রস্তুতি দেখতে বাঁধা দিচ্ছিল।

এমি গট্টোলিব হ্যানয়ের ১০০০ তম জন্মদিনের প্রভাব সম্বন্ধে লিখছেন, শহরের বাসিন্দারা যাকে ঐতিহাসিক ভাবে থাং লং নামে জানে।

নিশ্চিতভাবে, আমি তা মেনে নিচ্ছি- এমনকি ভয়াবহ বিপর্যস্ত পরিবহণ ব্যবস্থা, ক্রমাগত রাস্তা বন্ধ শক্তিকে যেন অনুভব করা যায়, যেমনটা রাস্তায় গুঞ্জন চলছে, এবং দৃশ্যত: লোকজনকে সুখী, সুন্দর এক প্রাণশক্তিতে ভরপুর এবং উৎসব পূর্ণ মেজাজে দেখা গেছে।

#হ্যানয়১০০০ হ্যাশটাগ ব্যবহার করে পাঠানো বেশ কিছু প্রতিক্রিয়া এখানে প্রদান করা হল:

জেন_ভয়ুনইয়েন:আরটি@বেনজামিনব্লান্ড: আমি কখনোই এত ভিয়েতনামী জনতাকে মানচিত্র হাতে ঘুরতে দেখিনি: এটাই প্রমাণ করে যে গ্রামের লোকজন হ্যানয় শহরের ১০০০ বছরের উদযাপন অনুষ্ঠান দেখতে এসেছে।
ড্রাগফ্রাইরে: এত বড় সাংস্কৃতি/ফায়ারওয়ার্কস (আতশবাজী) #হ্যানয়ে দেখা যাচ্ছে। বেশ আকর্ষণীয়। বিস্ময়করভাবে, সেগুলো বেটোফেনের অড টু জয় নামক সঙ্গীতের সাথে শেষ হয়েছে।
ডেনিয়েল্লেট্টো: আমি আমার শহর হ্যানয়কে খুব অনুভব করছি। তোমার শুভ জন্মদিন।
ফিসএগট্রি: এক সপ্তাহ আগে যেমনটা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল #হ্যানয়১০০০ পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়, কারণ আভ্যন্তরীণ বিষয়ে অনেক বেশি মনোযোগ দেওয়া এবং বিদেশী বাজারকে উপেক্ষা করা।
লাভসিয়ার ৯৬: আরটি@ইউকিসহার্ড: হ্যাপি#হ্যানয়১০০০~,আজ হ্যানয়ের ১০০০ তম জন্মদিন!!!, আমরা হ্যানয়বাসী কি না তাতে কিছু আসে যায় না। কিন্তু তাকে নিয়ে আমরা খুবই গর্বিত, বিশেষ করে যতক্ষণ আমরা ভিয়েতনামের বাসিন্দা।
লিনহনজিব: সুপ্রভাত!!! কেবলমাত্র ঘুম থেকে উঠলাম! আজ ১০/১০/১০। হ্যা- নয়, আমার শহর-এখন সে ১০০০ বছরে পা দিল।!!! শুভ জন্মদিন হ্যা-নয়!!!তোমাকে নিয়ে আমরা প্রচণ্ড গর্বিত < থ্রি#হ্যানয়১০০।

স্টিভ জ্যাকসন পর্যবেক্ষণ করেছেন যে ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে অনেক নেটবাসীর টুইটার পোস্টে তাতে নিরাশা এবং হতাশা ফুটে উঠেছে,

যে ভাবে উৎসব উদযাপনের আয়োজন করা হয়েছে তা হয়ত প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে তবে হ্যানয় সত্যি এক অসাধারণ রাজধানী। আমার সন্দেহ রয়েছে, আমি একমাত্র ব্যক্তি নই, যে #হ্যানয় ১০০০ উৎসব শেষ হতে দেখলে খুশী হব। আমি সত্যিই অনুভব করি যে গত দশ বছর এই শহরটিকে আমি মিস করেছি।

শুভ জন্মদিন হ্যানয়, আমি দেখার অপেক্ষায় বসে আছি অনেক আগের সেই হ্যানয়কে দেখার জন্য।

ফিলিপ আর্থার মুর সেই ছবির দিকে নির্দেশ করছে হ্যানয়ের ১০০০ তম জন্মদিন অনুষ্ঠানের ছবির দিকে।

হেলিকপ্টার, ছাদের উপর লোকজন, খালি রাস্তাঘাট; হ্যানয়ের শততম জন্মদিনের পার্টির সঠিক শব্দ। আমার সন্দেহ হচ্ছে আজ আমি ঘরের বারান্দা ছাড়া অন্য কোথাও যেতে পারব কি না। ঐতিহাসিক এক জনতার জনসমাবেশ আমাকে উন্মাদ করে তুলেছে এবং শেষ নয়দিন এ ব্যাপারে কোন নির্দেশনা ছিল না। হ্যানয়ের ওল্ড কোয়াটার নামক এলাকা পরবর্তী ১৮ ঘন্টা পাগলখানায় পরিণত হবে।

মূল অনুষ্ঠান শুরুর কয়েকদিন আগে প্রাণঘাতী আতসবাজীর বিস্ফোরণ এবং কেন্দ্রীয় ভিয়েতনামে বন্যার কথা উল্লেখ করে এন্ডি এনগ্লেসন আরো বিস্তারিত ব্যাখ্যা করেছে কেন সে এই অনুষ্ঠানের ব্যাপারে এতটা উৎসাহী ছিল না।

আমি আমার উৎসাহকে সন্তোষজনক একটা পর্যায়ে নিয়ে আসতে চেয়েছি, কিছু ছবি তুলে এবং অনুষ্ঠানে অংশ নেবার মাধ্যমে। কিন্তু আমি তা করতে পারিনি। অনেক কাঙ্খিত এই মহা উৎসব, আমার দৃষ্টিতে এক বিশাল ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এক চরম বিপর্যয়। আমি খুশী যে এই উৎসব শেষ হয়েছে। আমরা সকলেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, এখন?

হয়ত এটা একটা পুরোপরি বিরক্তকর কতকগুলো অনুষ্ঠান। আমি দুঃখিত। বিপ্লবাত্মক চলচ্চিত্র উৎসব, বিবর্ণ স্বদেশপ্রেমী সঙ্গীত এবং ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে বিনোদন খুঁজে পাইনি। আমি কি এখানে ট্রাফিক জ্যামের কথা উল্লেখ করেছি? আমি খুশি হয়েছিলাম এ কারণে যে গতকালের রাস্তার ভিড়ের আমি মুখোমুখি হইনি, যে ভিড়ে ভিয়েতনামের রাষ্ট্রপতি তার শোভযাত্রা সহ পাঁচ ঘন্টা আটকে পড়েছিল। আশা করা যায় তার গাড়িতে একটা ছোট শুঁড়িখানা ছিল।

অন দা ব্রাইট সাইড অনুষ্ঠানের আয়োজকদের সমালোচনা করেছেন।

উৎসব উদযাপনের দিকে এগিয়ে যাওয়া, আয়োজনের প্রস্তুতি অভাব, স্থানীয় এবং আন্তর্জাতিক বিদেশী সম্প্রদায়কে অর্ন্তভুক্ত না করার কারণে আমি ইতোমধ্যে হতাশা প্রকাশ করেছি। এবং গত সপ্তাহে অনুষ্ঠান উদযাপন দেখে আরো খানিকটা হতাশ হয়েছি। অনেকে হয়ত বলবে যে স্বদেশবাসীরা অনেক খারাপভাবে সবকিছু দেখে এবং তারা বলার জন্য খারাপ জিনিষ খোঁজে। কিন্তু আমি বলতে পারি হ্যাঁ, যখন একটি শহর ১০০০ বছরে পরিণত হয় এবং আপনি কাউকে জানান না কি ভাবে এটি উদযাপন করা হবে, বা কোন উৎসবে তারা হাজির হতে পারবে। এমনকি আপনি কাউকে জানান না যে রাস্তা বন্ধ করে দেবার কারণে বা অনেকগুলো রাস্তা বন্ধ করে দেবার কারণে, কোন কোন দিন তারা কর্মক্ষেত্রে যেতে পারবে না। রাস্তা বন্ধ করে দেবার কারণে, মাথা খারাপ করে দেওয়া পরিবহণ সমস্যা, এবার ভয়াবহ রুপ ধারণ করেছে। ঠিক আছে….আমার অনেক সহানুভূতি নেই। এটা ছিল দুর্বল অনুষ্ঠান পরিকল্পনা এবং হাস্যকার সব অনুষ্ঠান।

ভ্যান টান এই উৎসবকে দেশটির রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে উদ্বিগ্নতা, সেটির নাটকীয়তা প্রকাশের জন্য ব্যবহার করেছেন।

ভিয়েতনাম এবং বিদেশী অংশগ্রহণকারী, তারা দ্রুতগতির যানকে অতিক্রম করছে, টি শার্ট এবং টুপি, নিশ্চিত করছে ভিয়েতনামের স্বার্বভৌমত্ব পারাসেল এবং স্পার্টলি আইসল্যান্ডের উপরে নির্ভর করছে। এই নাগরিক কর্মকাণ্ড ভিয়েট টানের সম্প্রতিক প্রচেষ্টা, ভিয়েতনামের জাতীয় আগ্রহ এবং সামাজিক ন্যায়বিচারের সাপেক্ষে ওকালতি করা এবং উন্মুক্ত এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনের সাপেক্ষে জন সচেতনতা তৈরির জন্য প্রচারণা চালানোর জন্য।

ফেসবুকের এক লেখায় ডোয়ান মিনহ নোগক হ্যানয়ের ভবিষ্যত সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

যদি আপনি আপনার হৃদয়ের অন্তস্থল থেকে হ্যানয়কে ভালোবাসেন; কারণ আপনার শৈশব হ্যানয়ের সাথে জুড়ে আছে। উৎসব পরবর্তী হ্যানয়ের ভবিষ্যৎ, এই সমস্ত সংক্ষিপ্ত এবং উত্তেজনা এবং উৎসাহের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ। কেবল অলস ভাবে রাস্তায় হেঁটে যাওয়া অথবা টি-শার্ট পরা ঘুরে বেড়ানোর চেয়ে হ্যানয়ের জন্য প্রকৃতপক্ষে যা করা উচিত তা আপনি অনুভব করুন, অথবা এটা কেবল আমি, যে কিনা আমার এখানকার পরিস্থিতি সম্বন্ধে ভালো ভাবনা ভাবছি, যা কিছুই ঘটুক না কেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .