ইরানের নেট নাগরিকরা কেবল রাজনীতি আর প্রতিবাদ নিয়েই কথা বলে না, তারা একই সাথে জীবন, শিল্প আর ইতিহাস নিয়ে কথা বলে। ভাহিদ রাহমানিয়া একজন সৃষ্টিশীল ফটো ব্লগার যিনি ইরানের শিল্প এবং ঐতিহাসিক এলাকার ছবি প্রকাশ করে থাকেন। ভাহিদের অনুমতিক্রমে আমরা নীচে তার ব্লগে প্রতিদিন যে সমস্ত ছবি প্রকাশ হয়, তার কিছু ছবি পুনরায় এখানে প্রকাশ করেছি। তার ব্লগে রাখা এ সব ছবির বড় আকারের সংস্করণ দেখতে চাইলে, সেগুলো উপর ক্লিক করুন।
বর্ণিল মসজিদ
সিরাজের নাসির আলমোলক মসজিদ
পারস্যের নাচ
ইস্পাহান (ইস্ফাহান)-এর চল্লিশ স্তম্ভের (চেহেল সাতুন) দেওয়ালে আঁকা তৈলচিত্রে সাফাভিদ রাজার রাজ দরবারে পারস্যের নর্তক-নর্তকীরা নাচছে।
বিভিন্ন নকশা আঁকা থালা
এই সমস্ত থালা মিনাকারির বিভিন্ন বৈচিত্র্য প্রদর্শন করছে, যা ইস্পাহানের এক বিশেষ হস্তশিল্প।