২০০৫ সাল থেকে দক্ষিণ আফ্রিকা ব্লগ পুরষ্কার ২০১০ শুরু হয়েছে যেখানে জনগনের ভোটে দক্ষিণ আফ্রিকার সব থেকে ভালো ব্লগগুলোকে তুলে ধরা হয়। দক্ষিণ আফ্রিকার ব্লগ পুরষ্কারের বাছাই এর জন্য মনোনয়ন চাওয়া হয় ২-২৭ আগস্ট ২০১০ পর্যন্ত। প্রত্যেক বিভাগের প্রথম দশ জন জনগণের ভোটের পর্যায়ের অন্তর্ভূক্ত হন। এর ফলাফল এর পরে বিচারকদের জানানো হয় যারা বিভাগীয় বিজয়ী ঠিক করেন। সর্বোপরি বিজয়ীকে বিচারকরা বাছাই করেন বিভাগীয় বিজয়ীদের মধ্য হতে।
বিজয়ীদের নাম ঘোষনা করা হয় গত ২৫শে সেপ্টেম্বর ২০১০ তারিখে কেপ টাউনের ওয়ান এন্ড ওনলি হোটেলে বাৎসরিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে। সর্বশ্রেষ্ঠ দক্ষিণ আফ্রিকা ব্লগ পুরষ্কার ২০১০ পেয়েছে আফ্রিকান্স ভাষার ব্লগ ওয়াতকিকজি।
নীচে দেয়া হল ২৫টি বিভাগে দক্ষিণ আফ্রিকা ব্লগ পুরষ্কার ২০১০ এর বিজয়ীদের তালিকা:
বছরের ওগিল্ভি টুইটার মাইক্রো ব্লগার: ম্যান্ডি ওয়াটসন
ওগিল্ভি সর্বশ্রেষ্ঠ মিডিয়া আর মার্কেটিং ব্লগ: চেরিফ্লাভা
কুলুলা সর্বশ্রেষ্ঠ ভ্রমণ ব্লগ: গেটওয়ে সাউথ আফ্রিকা
দ্যা ওল্ড মিউচুয়াল পারষ্পরিক সর্বশ্রেষ্ঠ সবুজ ব্লগ: স্প্রিগ
ইভোক্স এডভান্সড নিউট্রিশন সর্বশ্রেষ্ঠ স্পোর্টস ব্লগ: প্যাডেল সুইপ
ইউসিটি গ্রাজুয়েট স্কুল অফ বিজনেস সর্বশ্রেষ্ঠ ব্লগ: মীমবার্ন
হাভানা ক্লাব রাম সর্বশ্রেষ্ঠ ব্লগ ডিজাইন: ইন্ডি বেরিস
জ্যেমসন হুইস্কি সর্বশ্রেষ্ঠ ফ্যাশন ব্লগ: কিম গ্রে
দ্যা ওল্মেকা এডিসিওন ব্লাক সর্বশ্রেষ্ঠ সঙ্গীত ব্লগ: ডোন্ট পার্টি
সর্বশ্রেষ্ঠ অভিভাবক ব্লগ: রিলাক্টেন্ট মম
সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগত ব্লগ: ইন্ডি বেরিজ
সর্বশ্রেষ্ঠ কোম্পানি ব্লগ: আরল্যাবস
সব থেকে বিতর্কিত ব্লগ: ২ওশান ভাইব
সর্বশ্রেষ্ঠ স্থানীয় ভাষার ব্লগ: ওয়াতকিকিজ
সর্বশ্রেষ্ঠ দলীয় ব্লগ: আরল্যাবস
সর্বশ্রেষ্ঠ দক্ষিণ আফ্রিকান পডকাস্ট/ভিডিও ব্লগ: জেএ নিউজ
সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান আর প্রযুক্তি ব্লগ: শি ইজ দ্যা জিক
সর্বশ্রেষ্ঠ খাদ্য আর পানীয় ব্লগ: সিম্পলি ডিলিশিয়াস
রি/ম্যাক্স সর্বশ্রেষ্ঠ নতুন ব্লগ: সিম্পলি ডিলিশিয়াস
সর্বশ্রেষ্ঠ ছবি ব্লগ: গাই উইথ এ ক্যামেরা
সর্বশ্রেষ্ঠ রাজনীতি নিয়ে ব্লগ: ওয়োঙ্কি
সর্বশ্রেষ্ঠ বিদেশী দক্ষিণ আফ্রিকান ব্লগ: ফারসাইড
এক্সক্লুসিভস সর্বশ্রেষ্ঠ বিনোদন ব্লগ: ২ওশান ভাইব
দক্ষিণ আফ্রিকান ব্লগগুলোর সর্বশ্রেষ্ঠ পোস্ট : মার্কেটিং ডিস্ট্রিক্ট ৯: দ্যা ওয়েব-আ ব্রেনওয়েভস.অর্গ ফিল্ম ফিচার
সর্বশ্রেষ্ঠ টিভি/রেডিও ব্লগ: দ্যা বিগ ব্রেকফাস্ট ব্লগ: ইস্ট কোস্ট রেডিও