কুয়েত: আসুন টমেটোকে পচতে দেই!


কুয়েতে এখন টমেটোর দাম এক মাস আগে যা ছিল, তার চেয়ে আট গুণ বেশি হয়ে গেছে-আর নেট নাগরিকেরা এ ভাবে এক লাফে টমেটোর দাম বাড়ে যাবার বিষয়টিকে সহজ ভাবে নেয়নি। কি কারণে কয়েক দিনের মধ্যে এক বাক্স টমেটোর দাম আধা দিনার (১.৭০ ডলার) থেকে হঠাৎ এক লাফে বেড়ে ৪ কুয়েতি দিনারে (১৪ ডলার) পরিণত হয়েছে, তারা এর কোন কারণ খুঁজে পাচ্ছে না।

আলডেস্টোর লিখেছে:

أثناء حديثه الشيق والممتع سمو رئيس مجلس الوزراء أدام ظله لنواب الخيبة برر لنا سبب سفراته ورحلاته المكوكية لارجاء العالم بأنه يبحث عن تأمين الغذاء للكويت ولدول الخليج بعد 15 عام
سمو الرئيس هل تعلم بأن الزمن قد سبقك كثيرا كيف لا ونحن في عام 2010 نعاني من ارتفاع أسعار الخضار وأهمهم وهو شيخهم وكبيرهم الطماطم
আমাদের অথর্ব সংসদ সদস্যদের প্রতি সম্বোধন করা উত্তেজনাপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী তার ক্রমাগত বিশ্ব ভ্রমণের বিষয় সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেছেন এই বলে যে, তিনি কুয়েত এবং উপসাগরীয় এলাকার বাকী অংশের মানুষের আগামী ১৫ বছর পরের খাদ্য নিরাপত্তার উপায় খুঁজছেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শঙ্কিত যে, সেই সময় আপনাকে আঘাত করবে, আর আমরা এই ২০১০ সালের সব্জির দাম বেড়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ে গেছি, বিশেষ করে প্রধান সব্জী টমেটোর দাম বাড়ার কারণে।

এইন বাগজি বলছে যে, দাম বেড়ে যাওয়া নিয়ে কি করা উচিত সেটা সমস্যা নয়, এখানে সমস্যা হচ্ছে কি ভাবে বিষয়টিকে মোকাবেলা করা হবে:

ذن المشكلة في ثقافة المستهلك نفسه هو لا يعلم أنه العجلة المهمة التي يعتمد عليها أي تاجر فهو أي التاجر لا يستطيع أبعاد المشتري لو مهما كان الثمن فسوف يبيع لك بضاعته في النهاية هناك درجات في الخسارة التجارية لا احد يرغب أن تصل خسارته ألي درجة تحت الصفر فالجميع يرغب أن يبيع إذا اليوم خسرت دينار واحد فأنا كسبت عميل جيد سوف يشتري مني بسعر دينارين في المستقبل و هكذا تتم الحركة التجارية بالأمس كان البيض اليوم الطماطم غدا الخبز أو الأرز على اعتبار أن المحاصيل الزراعية في بيشاور – باكستان تعرضت للتلف !!
ক্রেতা সংস্কৃতির মধ্যে সমস্যাটি নিহিত, যারা এই চক্রটির গুরুত্বকে বোঝে না, যে চক্রের উপর ব্যবসায়ীরা নির্ভর করে থাকে। ব্যবসায়ীরা ক্রেতাদের পণ্য কিনতে বাধ্য করতে পারে না এবং তারপরেও সে শেষ পর্যন্ত আপনার কাছে পণ্য বিক্রি করে ফেলবে, এখানে বিভিন্ন স্তরে ক্ষতিগ্রস্ত হবার বিষয় রয়েছে এবং কেউ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে চায় না। সকলেই তাদের পণ্য বিক্রি করে ফেলতে চায় এবং যদি আজ একজন ব্যবসায়ীর এক দিনার ক্ষতি হয়, তাহলে সে একজন ভালো ক্রেতা খুঁজে বার করবে যে কিনা ভবিষ্যৎ-এ ২ দিনারে তা কিনবে এবং এভাবে বাণিজ্যিক চক্রটি চলতে থাকে। গতকাল ডিমের দাম বাড়তির দিকে ছিল, আজ বেড়েছে টমেটোর দাম, আগামীকাল রুটি বা চালের দাম বেড়ে যাবে, এ ক্ষেত্রে বিবেচ্য বিষয়টি হচ্ছে পাকিস্তানের পেশোয়ারের কৃষি উৎপাদন ব্যবস্থা বন্যায় ধ্বংস হয়ে গেছে।

এম-ভিটামিনজ বিস্মিত যে কেন সংসদ সদস্যরা দাম বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে না:

لماذا يانواب الأمة والمعارضة لم تقيمو ندوات وتجمعات وتنزلون للشارع إحتجاجاً لغلاء الطماط ..؟ لماذا لم تهددو رئيس الوزراء بإعتلاء المنصة وأستجوابه لرفع سعر الطماط ..؟ لماذا يانواب الأمة المناظلين لم تكشفوا من وراء هذا الغلاء الفاحش وتشكلو لجنة تحقيق
কেন সংসদ সদস্য এবং বিরোধী দলের সদস্যরা টমেটোর দাম বাড়ার প্রতিবাদে ভাষণ, জড়ো হওয়া এবং শোভাযাত্রা বের করছে না? কেন তারা এইভাবে লাফিয়ে দাম বাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্নের পর প্রশ্ন করে তাকে জর্জরিত করছে না? কেন তারা জানাচ্ছে না ভয়ানক এই দাম বাড়ার পেছনে কে রয়েছে এবং কেন তারা এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করছে না?

এবং প্রতিবার সমস্যার সময় কুয়েতে যেমনটা হয়, টুইটার এই বিষয়ে নানা রসিকতা এবং মন্তব্যে ভেসে গেছে।

বোজেইজ বলছে:

كل نائب يستلم سحارة طماط…هدية عودة مجلس الأمة
নতুন সংসদ আরাম্ভ হওয়ার চিহ্ন হিসেবে সকল সংসদ সদস্য বিনে পয়সায় এক বাক্স টমেটো পাবে।

এবং ফাইয়ুনি এই বিষয়টির সাথে খেলাকে মিশিয়ে নিয়েছে:

قرر اتحاد الكويت لكرة القدم منح كل لاعب صندوق طماط وذلك لفوزهم بالكأس
কোন খেলায় চ্যাম্পিয়ন হলে কুয়েত ফুটবল সংস্থা প্রত্যেক খেলোয়াড়কে এক বাক্স টমেটো উপহার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .