মরোক্কো: “বেল কেন একজন পিস কর্পস স্বেচ্ছাসেবিকা”

মরোক্কোতে অবস্থানরত বিভিন্ন পিস কর্পস স্বেচ্ছাসেবীর মধ্যে একটি ব্লগ মিম ছড়াচ্ছে; যদিও এটি পোস্ট করা দুই ব্লগারের কেউই বলছেন না যে এটি কার। তবে দুজনই বলেছে যে এর সাধে তাদের সম্পর্ক আছে। এই আলোচিত মিমটি কি? “কেন বিউটি এন্ড বিস্ট রূপকথার নায়িকা বেল পিস কর্পস স্বেচ্ছাসেবিকা”।

এই রূপকথার চলচ্চিত্রায়ন এর একটি ভিডিও (নিচে আছে) দেখিয়ে হিলারীজ মরোক্কান অ্যাডভেঞ্চার ব্লগ বলছে যে এর নায়িকা বেল ওর চরিত্রের সাথে মরোক্কোতে পিস কর্পস স্বেচ্ছাসেবীদের অভিজ্ঞতার ২৫টি জিনিষ মিলে যায়।

হিলারী ব্যাখ্যা করছেন:

আপনি যদি বুঝতে চান যে মরোক্কোতে পিস কর্পস স্বেচ্ছাসেবীদের জীবনে কি বয়ে যায় তাহলে বিউটি এন্ড দ্যা বিস্ট এর এই ভিডিওর অংশটি দেখুন। বেল যে অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় তা মরোক্কোতে আমার জীবনের সাথে মিলে যায়।

#২ নম্বর অভিজ্ঞতায় বর্ণিত হচ্ছে: “রাস্তায় হেঁটে যাবার সময় লোকজন রাস্তায় দাড়িয়ে বা জানালা থেকে চিৎকার করে বলছে বঁঝুর (শুভদিন)”। #১৫ নম্বর আরেকটি প্রায়ই দেখা ঘটনা বলছে: “বেল যখন বর্ণনা করে যে সে কোন জিনিষ খুব পছন্দ করে তখন দেখা যায় যে ছাগল-মানুষটি তাকে সেটি এনে দেয়। মরোক্কোতে এটি তার ক্ষেত্রে প্রায়ই ঘটে”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .