- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কিউবা: পাঁচ লক্ষ কর্মসংস্থান হ্রাস পাচ্ছে

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কিউবা, তাজা খবর, দেশান্তর ও অভিবাসন, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, পরিবেশ, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, ব্যবসা ও অর্থনীতি, রাজনীতি

কিউবার অর্থনৈতিক সমাজতন্ত্র যে আজ অচল [1], ফিদেল কাস্ত্রোর এই স্বীকারোক্তির (এবং পরবর্তী সংশোধনের [2]) পরেই সরকার ঘোষণা করেছে [3][স্প্যানিশ ভাষায়] যে দ্বীপটির অর্থনীতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে তাঁরা বিপুল পরিমাণ সরকারী কর্মী ছাঁটাই [4] করবেন।
দ্য কিউবান ট্রায়াঙ্গল [5] সংবাদটি সম্পর্কে বলেছে:

শিরোনামটি খুবই সাদামাটা: ‘কিউবার শ্রমিকদের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের ঘোষণা’

আসল সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ: আগামী মে মাসের মধ্যে ৫০০,০০০ কর্মী ছাঁটাই, ‘পাশাপাশি বেসরকারী ক্ষেত্রের বৃদ্ধি'।

উদ্যোগটি পুরোপুরি কার্যকর হলে, কিউবার বেসরকারী ক্ষেত্রের বিস্তার হাজার হাজার কিউবান পরিবারকে সাহায্য করবে এবং কিউবান আমেরিকানদের কিউবায় তাদের আত্মীয়দের অর্থ প্রেরণ করে সাহায্য করার সুযোগ করে দেবে।

এল ক্যাফে কিউবানো [6]সামান্য নিরাশ:

সাম্যবাদী কিউবা ঘোষণা করেছে যে তারা দশ লক্ষ সরকারী চাকরী কমাবে এবং তদনুসারে ক্ষুদ্র ব্যবসায় উৎসাহ বাড়াবে। আমার অনুমান কিউবান একনায়কত্বের সম্পূর্ণ অযোগ্যতা এর কারণ নয় তো? শীঘ্রই জানা যাবে যে আসল দোষ হল ঐ নির্বাসন বা বাণিজ্যিক নিষেধাজ্ঞার।
শুধু ভাবছি যে ঐ কর্মী ছাঁটাই এর মধ্যে এগুলি থাকলে কি হবে:

- রাজনৈতিক বন্দীদের যেসব কারাগারে রাখা হয়েছে, সেখানকার প্রহরীরা।
– কাস্ত্রো বংশের ভরণ-পোষণ? (এখানে লক্ষাধিক অর্থ বাঁচানো যাবে!)

হাভানা টাইমস [7] কিউবান শ্রমিক সংগঠন (সিটিসি)-কে উদ্ধৃত করেছেন, যা এই উদ্যোগকে বর্ণনা করেছে এই বলে-“কিউবান অর্থনীতির ‘আধুনিকীকরণের’ পরিকল্পনা এবং ২০১১-২০১৫ সময়কালের জন্য অর্থনৈতিক ব্যাবস্থা”, এবং আরো বলেছে:

যখন সরকার নিয়ন্ত্রিত কিউবান সংবাদমাধ্যম পুঁজিতান্ত্রিক দেশগুলিতে কর্মী ছাঁটাই এর প্রতিবেদন করে, নিয়মিতভাবে সেগুলি বিবৃত হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভের উদ্দেশ্যে অমানবিক পদক্ষেপ হিসাবে এবং সমাজব্যবস্থার পক্ষে সমস্ত কর্মীদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে অক্ষমতা হিসাবে।

এদিকে, স্থানীয় সংবাদপত্রে এই বিশাল কর্মী ছাঁটাই কে উপস্থাপন করার সময়, এটিকে উদ্বৃত্ত কর্মী সংখ্যার বোঝা সম্পন্ন দেশের বৃহৎ সরকারী ক্ষেত্রের পক্ষে ইতিবাচক দিক হিসাবে দেখানো হয়েছে। যারা এতে আগ্রহী হবেন না, তাদের স্ব নিযুক্তি বা সমবায়ের মত কোন বেসরকারী উদ্যোগে যোগদান করার ক্ষমতা থাকবে। স্ব নিযুক্তি এবং সমবায় সমিতি কিভাবে পরিচালিত হবে, তা এখনো ঘোষিত হয়নি।

এল ইউমা [8] অনুমান করছে যে এই উদ্যোগ ঘোষণা করতে পারে -কিউবায় স্বাধীন ব্যবসার প্রত্যাবর্তন, এবং দ্য কিউবান ট্রায়াঙ্গল [9], পরবর্তী পোস্ট-এ কিছু তীক্ষ্ণ পর্যবেক্ষন তালিকাভুক্ত করেছে:

- পাঁচ লক্ষের অঙ্কটি আশঙ্কাজনক – এটি পাঁচ লক্ষ কিউবান কর্মী গোলাপী কাগজের টুকরো নিয়ে বাড়ী ফিরছে, এই স্মৃতি চিত্র মানসপটে আনয়ন করে, এবং আকস্মিকভাবে অর্থনীতিকে পাঁচ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

- স্ব নিযুক্তি বা স্বনিয়োজিত কর্মসংস্থান হল নতুন চাকরীর আর একটি উৎস। অনেকেই লাইসেন্স পাওয়ার এই ক্ষমতাকে সাদরে গ্রহণ করবেন, যাতে অন্যের ছায়ায় কাজ করা বন্ধ হয়। হাজার হাজার কিউবান এই শ্রেণীর অন্তর্ভুক্ত…

- কিউবানরা অনেকদিন থেকেই শহরগুলোতে ক্ষুদ্র সরকারী শিল্পোদ্যোগ গুলিকে সমবায়ে পরিণত করতে সরকারের কাছে আর্জি জানাচ্ছেন; সমবায় এক ধরণের সম্পত্তি, যা কিউবা বহু বছর ধরেই গ্রামেগঞ্জে চালানোর অনুমতি দিয়েছে। ব্যাপারটা দেখতে আকর্ষণীয় হবে। রূপান্তর সহজেই হবে, কিন্তু মুনাফা অর্জন কর্মী বৃন্দ এবং যে নিয়মকানুনের মধ্যে তারা কাজ করবেন, তার উপর নির্ভর করবে।

- শেষ যখন কিউবার স্বনিযুক্ত কর্মীদের অবস্থা পরিদর্শন করেছিলাম, আমি লক্ষ্য করেছিলাম যে, যাদের ব্যবসা পেসোর মাধ্যমে পরিচালিত হয়, তারা গড় সরকারী বেতনের চেয়ে তিনগুনেরও বেশী উপার্জন করেন। এবং অবশ্যই, আইনকানুন খুবই গুরুত্বপূর্ণ হবে…

হাভানা টাইমস [10] পরিস্থিতির সম্যক পর্যালোচনা করে শেষ করেছে:

যদিও আসন্ন কর্মী ছাঁটাই কিউবাতে কিছু উদ্বেগ সৃষ্টি করেছে, উঠে এসেছে নতুন সম্ভাবনা, আশা এবং বেসরকারী শিল্পোদ্যোগের বিস্তার সম্পর্কীত প্রশ্নও, কারণ নতুন করব্যবস্থা এবং নতুন পদ্ধতির নীতি-নিয়ম সম্পর্কে কোন প্রতিশ্রুতি এখনো প্রকাশিত হয়নি।