- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মালয়েশিয়া দিবসকে স্মরণ করা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মালয়েশিয়া, ইতিহাস, নাগরিক মাধ্যম

১৬ই সেপ্টেম্বর সাবাহ, সারাওয়াক আর সিঙ্গাপুরের সাথে মালয় অঞ্চল একত্র হয়েছিল মালয়েশিয়া গঠনে। তবে এই বছরেই মালায়েশিয়া দিবসকে সরকারী ছুটি ঘোষণা করা হয়; আগে মালয়ের স্বাধীনতা দিবসে কেবল সরকারী ছুটি হতো।

টুইটার #হারিমালয়েশিয়া হ্যাশট্যাগে সরব হয়ে আছে। সিরাজুয়ান [1] টুইট করেছেন:

১মালয়েশিয়া [2] উদ্যোগের মানে এটা না যে মালয়রা চীনা বা ভারতীয় খাবার খায় অথবা এর উল্টোটা। কেউ যদি অন্য কারো ভাষা বলতে পারেন তাহলে সেটাই সংহতি।

রাজনীতিবিদেরাও টুইট বার্তায় অংশগ্রহন করেছেন।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রী লিও তিওং লাই [3] টুইট করেছেন:

মালায়শিয়া দিবসকে গ্রহন করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সত্যিকারের ১মালয়েশিয়া গঠনের ক্ষেত্রে।

এর পরে তিনি লিখেছেন:

আমি আশা করি এই উৎসব আমাদের মনে করিয়ে দেবে যে আমাদের সকলের দায়িত্ব আছে এই জাতি গঠনের নতুন ধারণাকে নিরাপদ রাখার।

সুবাং জায়ার জাতীয় এসেম্বলির সদস্য হান্নাহ ইয়োহ ভালো কিছু কথা বলেছেন:

মালয়েশিয়া দিবসে সাবাহ আর সারাওয়াক এর বন্ধুদের জন্য আমি কৃতজ্ঞ। দু:খিত যে সরকার এত দেরী করলেন আজকের দিনকে স্বীকৃতি দিতে। তবে কখনো না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো।

এই সুযোগ অনেকে গ্রহন করেন মালায়শিয়া সম্পর্কে তাদের গর্বকে তুলে ধরতে, যেমন রেডিও ডিজে হান্নি মাদু [4]:

আমার হৃদয়ে অধিক উষ্ণতা তৈরি হচ্ছে এটি টুইট করতে। যদি আমাকে আবার জন্মাতে হয়, আমি তাহলেও মালয়েশিয়ান হওয়া বেছে নেবো।

ব্লগ জগতও ব্যস্ত ছিল। মে অন্য এক দৃষ্টিভঙ্গী [5] তুলে ধরেছেন:

কিছু পশ্চিম মালয়েশিয়ান এখনো এই ধারণায় ভয় পান যে সাবাহ আর সারাওয়াকের মানুষ গাছে বাস করে আর মাথা কাটা ওখানে বেশ প্রচলিত। এই সব বদ্ধমূল ধারণা পড়ে কিছু পূর্ব মালয়েশিয়াবাসী রেগে যান, কিন্তু পশ্চিম মালয়েশিয়া সম্পর্ক তাদের নিজেদের জ্ঞান বাড়াতে সক্ষম হন না। ৪৭ বছর হয়ে গেছে…কিন্তু কেবল মালয়েশিয়া দিবস/ জাতীয় দিবসে এটা কি আমরা স্বীকার করি? বছরের বাকি ৩৬৪ দিনের কি হবে?