গল্পগুলো মাস 18 সেপ্টেম্বর 2010
আজারবাইজান: নির্বাচন আসছে এবং সামাজিক নেটওয়ার্কিং চলছে পুরোদমে
আগামী ৭ই নভেস্বর আজারবাইজানে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এবারে সংসদ সদস্য নির্বাচনে ভোট নেয়া হবে। তবে ভোট শুরুর ২৩ দিন আগে নির্বাচন অভিযান শুরু হবে না সরকারীভাবে। তবে ফেসবুকে ইতিমধ্যে কিছু নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে।