যখন রোমা সংগঠনগুলোর একদল সমর্থক ও প্রতিনিধিরা গত রোববার (৫ই সেপ্টেম্বর ২০১০) বুদাপেস্টের ফরাসী দূতাবাসের সামনে বিক্ষোভ করছিল, আরেকটি দল হিরোস স্কয়ারে জমায়েত হয় প্রথম “বিষমকামিদের প্রাইড মার্চ দিবস” পালন করার জন্যে।
প্রসজেকতুরা এটি লিখেছিলেন প্রাইড দিবস শুরু হবার আগে:
[…] আমার এইসব চিন্তা মাথায় এসেছে কারণ শনিবারে সেই বিশাল ঘটনাটি ঘটবে, বিষমকামিদের প্রাইড দিবস। গতবছর পুলিশ এটি গতে দেয় নি। নতুন সরকার দেবে। তাই আগামী কাল বিষমকামিদের প্রাইড দিবস সত্যিই হচ্ছে। অংশগ্রহণকারীদের স্মারকলিপি ডোরা ডুরো আর ইলোদ নোভাক [উভয়ই ডানপন্থী রাজনৈতিক দল জব্বিক এর নেতা] যারা সংসদে একমাত্র জামাই-বউ। (হয়ত ডোরাডুরো সাবা কোলেটারের কাছ থেকে একটি সুইমস্যুট নেবেন স্মারকলিপিটি গ্রহণ করার সময় – কারণ এই প্রাইডের ধারণাটি তার মাথা থেকেই এসেছে)। জানা গেছে এই স্মারকলিপি সংসদকে আইনটি পরিবর্তন করার কথা বলেছে। একটি সংখ্যালঘু সম্প্রদায় যদি এমন অনুষ্ঠানে অংশ নিতে চায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এমন একটি যায়গা তাদের জন্যে নির্ধারণ করবেন যেখানে সংখ্যাগুরুদের অনুভূতিতে আঘাত হানবে না। […]
ভারোসি এলেনাল্লাস ব্লগ (“আরবান রেসিস্ট্যান্স”) এই স্মারকলিপির লক্ষ্য একটি পোস্টে ব্যাখ্যা করেছে এবং তারা এই একই স্থানে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া সমকামীদের প্রাইড অনুষ্ঠান হবার ব্যাপারেও লিখেছে।
[…] সাবা কোলেটারের এই শান্তিপূর্ণ অনুষ্ঠান এর উদ্দেশ্য সমকামি মার্চের জন্যে উন্মুক্ত সরকারি স্থান ব্যবহার না করা। এবং সংসদ যাতে এতে হস্তক্ষেপ না করেন এবং সাধারণ মানুষের বাক স্বাধীনতা যেন অক্ষুন্ন থাকে।
আমাদের মধ্যে অনেকে মিছিলে আনন্দ করেছি কারণ আমাদের মনে হয়েছে সেখানে যাওয়া আমাদের অবশ্য কর্তব্য এবং সেই ব্যাপারটিকে না বলব যা সমাজের নৈতিকতার পরিপন্থী। সমস্যা এটাতে না যে মানুষের বিভিন্ন যৌন পরিচয় ও আচার আছে, কিন্তু তারা যদি জনসমক্ষে সেটি প্রদর্শন করে তা নৈতিকতার বিপক্ষে যায় এবং খারাপ রুচির প্রকাশ। যদি বিষমকামিরা এভাবে উন্মুক্তভাবে বেশীরভাগ সমাজের কাছে নিজেদের উপস্থাপন না করত এবং তাদের কাজের ব্যাপারে ভাল প্রচার না করত তাহলে মনে হয় কেউ এটার প্রতি আগ্রহ দেখাতো না।[…]
মানদিনারের ব্লগাররাও এই বিষমকামি মার্চে ছিল এবং কিছু ছবি ভাগ করেছেন একটি ছোট প্রতিবেদনের সাথে:
[…] মিছিল ঠেকাতে সাধারণ সময়ের চেয়ে বেশী পুলিশ ডিউটিতে ছিল, তবে জব্বিক পার্টির যে কোন সমাবেশের থেকে কিছুটা কম। এখানে শুধুমাত্র ৮০ জন লোক ছিল। তাহলে দেখা যাচ্ছে যে সমকামী মার্চগুলোতে এর চেয়ে বেশী লোক হয়েছিল। ইলোদ নোভাক আর ডোরা ডুরা দম্পতি অনুষ্ঠানের প্রথমে এসেছিলেন এবং একটি বক্তৃতা দেবার কিছুক্ষণ পর তারা চলে যান। এই ঠাণ্ডায় গুটিকয়েক ভুক্তভোগীদের সাথে পদযাত্রাকে তারা নিরাপদ করেননি। অক্টাগন স্কয়ারের কাছে অনেক পর্যটক ছিল এবং তারা ভেবেছিলেন যে বিষমকামি প্রাইড মার্চে অংশগ্রহণকারীরা কিছু সশব্দ পর্যটক। […]
এম জে এবং মার্গারেট তাদের ব্লগের এখানে এবং এখানে কিছু ছবি প্রকাশ করেছে। মার্গারেট ইউটিউবেও ভিডিও আপলোড করেছেন যার মধ্যে একটিতে প্রাইড মার্চে অংশগ্রহণকারীরা হিরো স্কয়ার থেকে চলে যাচ্ছে: