আপনাকে যদি মিশর এবং অন্যান্য আরব অঞ্চলে রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্যের তালিকা করতে বলা হয় তাহলে রোজা রাখা এবং এবাদত করা বাদ দিয়ে অবধারিত ভাবে আসবে মধ্যপ্রাচ্যের মিষ্টান্ন, টিভি নাটক এবং অন্যান্য টিভি সিরিজ। এই বছর মিশরের এক টিভি চ্যানেল বিরোধী দল আল ইকওয়ান আল মুসলেমিন (দি মুসলিম ব্রাদারহুড) কে নিয়ে একটি সিরিজ তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এদের মিশরের সরকারী দল কর্তৃক এল গামা এল মাহজুরা বা নিষিদ্ধ দল হিসেবে বর্ণনা করা হয়। এল গামা নামক এই টিভি সিরিজ এই বিরোধী দলের ইতিহাস এবং এর প্রতিষ্ঠাতা হাসান এল বান্নার উপর আলোকপাত করার চেষ্টা করেছে। তবে অনেক ব্লগার এই সিরিজটির সমালোচনা করছে এই বলে যে এটি সরকারী দলের দৃষ্টিভঙ্গী ছাড়া আর কিছুই নয়।
তারেক শালাবি এই সিরিজকে নাৎসি প্রপাগান্ডার সাথে তুলনা করেছেন:
হুসেইন ওসমান এল গামার সমালোচনা করেছে এই বলে যে এই লেখক সরকারী দলের পক্ষপাতিত্ব করছে এবং সরকারী গোয়েন্দা কর্তৃপক্ষের বক্তব্য তুলে ধরছে:
وعلى خلاف ذلك خرج علينا الكاتب وحيد حامد بمسلسل “الجماعة” الذى جافى الحقائق وكذب الواقع وخرج عن إطار الأمانة المهنية، فمنذ اللحظات الأولى من مشاهدتك للمسلسل تجد نفسك أمام عمل يؤكد لك أن الإخوان جماعة متطرفة تدعو للعنف والانقلاب على المؤسسية للدولة، وقد امتلأ المسلسل بالمشاهد التى قلبت الحقائق والتناول المغرض، فقد تبنى الكاتب تصورات رجال أمن الدولة القابعين فى لاظوغلى، ونقل عنهم نقلا أمينا، بل وجدناه فى مشاهد احتكاك الطلاب بالأمن كان أمنيا أكثر من وزارة الداخلية.
তবে বিপরীতভাবে এল গামার লেখক ওয়াহিদ হামিদ একটি সিরিজ তৈরি করেছেন যা মিথ্যা ও ভুলে ভর্তি এবং মিডিয়ার সব নৈতিকতা ও মূল্যবোধের বিপক্ষে। প্রথম থেকেই এই সিরিজটি বলার চেষ্টা করছে যে আল ইখওয়ান একটি প্রতিক্রিয়াশীল দল যারা সহিংস উপায়ে রাষ্ট্রের বিপক্ষে বিপ্লবের চেষ্টা করছে। এবং অনেক পর্বেই এল গামার চরিত্রায়নে সত্যকে পাল্টে ফেলা হয়েছে এবং লেখক লাজোঘলির সরকারী গোয়েন্দা কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গী তুলে ধরছে। এবং যেইসব অংশে ছাত্র-ছাত্রী এবং সরকারী আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ দেখানো হয়েছে, সেখানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়েও বেশী পক্ষপাতিত্ব দেখিয়েছেন।
রাফাতোলজিও এল গামার লেখকের সমালোচনা করেছে এবং তাকে পুলিশের একজন লেখক হিসেবে অভিহিত করেছে:
অন্যান্য ব্লগাররা, যারা এটিকে পক্ষপাতিত্বমূলক বলেছেন, মনে করেন যে এই সিরিজটি আল ইকওয়ানের লাভই করেছে।
ম্যাগি ওসামা এবং নাওয়ারা নেগম যেমন বলেছেন যে হাসান এল বান্নার চরিত্রে যিনি অভিনয় করেছে সেই জর্ডানি অভিনেতা দেখতে খুব সুন্দর – ফলে মানুষের এল বান্না এবং তার দলকে ঘৃণা করতে বাধবে।
এবং নাওয়ারা তার ব্লগে লিখেছেন যে কিভাবে যারা এই সিরিজের জন্যে চরিত্র নির্বাচন করেছেন তারা নিজের পায়েই কুড়াল মেরেছেন:
এবং আরেকজন টুইটার ব্যবহারকারী একটি লিন্ক পোস্ট করেছেন যা দেখায় যে কিভাবে সিরিজটি মানুষের মধ্যে আগ্রহ জাগ্রত করেছে আল ইকওয়ানের প্রতিষ্ঠাতার সম্পর্কে জানার যা গুগুলে এই নামে সার্চের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ব্যাপারটি নির্দেশ করে:
অন্যদিকে ইব্রাহিম মোহামেদ এই সিরিজটি পছন্দ করেছেন। তিনি তার ব্লগ “হানানি” তে লিখেছেন যে তিনি এই সিরিজের মূল নাট্যরূপ এবং তথ্যগুলো নিয়ে সন্তুষ্ট:
اول مرة احس ان اللي عاملين المسلسل واخدين موقف حيادي شوية
ولاني قريت كتير جدا في تاريخ الاخوان خاصة شخصية الامام حسن البنا ونشأته وحياته وتاريخ تأسيس الجماعه شايف انهم لغاية دلوقتي ماشين كويس
رغم انهم بيحطوا احيانا السم في العسل
এই সিরিজ মিশরের বাইরেও সাড়া জাগিয়েছে। লেবানন থেকে নাঈমা টুইট করেছেন:
আমি এল গামা৩এ এর প্রতি আসক্ত…আমি এর পেছনের ঘটনাগুলো সম্পর্কে ব্যাপক পড়াশোনা করছি।
এবং সবশেষে আব্দেল মোনেম মাহমুদ তার ব্লগ আনা ইখওয়ানে অন্যান্য সিরিজ সম্পর্কে লিখেছেন যা আল আকওয়ান নিজেরাই তৈরি করতে যাচ্ছে। তবে প্রায় দেড় বছর হতে চলল সিরিজগুলো এখনও বের হয় নি।