- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গুয়াতেমালা: আদিবাসী শিক্ষক এবং শিল্পীকে অপহরণের পর খুন করা হয়েছে

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, গুয়াতেমালা, আদিবাসী, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, শিল্প ও সংস্কৃতি

গুয়াতেমালার গ্রামাঞ্চলে বাড়ন্ত সহিংসতা অনেক কমিউনিটিকে সমস্যার মধ্যে ফেলেছে। এবার ঘটনার শিকার হচ্ছে লিসান্দ্রো গুয়ারকাক্স, সোলোলা [1] অঞ্চলের একজন শ্রদ্ধেয় স্কুল শিক্ষক, নর্তক এবং শিল্পী।

সোলোলার চুয়াক্রুজ অঞ্চলের গ্রামের এক স্কুলে তিনি পড়াতেন এবং তার কর্মস্থলে গমনের সময় তাকে অপহরণ করা হয়। তার মৃতদেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে সোটজিল জে সাংস্কৃতিক কেন্দ্রের [2] সরকারী বার্তায় স্বীকার করা হয়েছে। লিসান্দ্রো এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন ব্লগ যেমন কালেক্টিভো এল পাপেল [3], রেড মায়া [4], কমিউনিকার্তে [5], দ্যা পাভারত্তি সেন্টার [6] এবং কুয়াহুতেমাল্লান [7] এই ঘটনা নিয়ে লিখেছে। বিভিন্ন আদিবাসী গোত্র এবং শিল্পীগোষ্ঠী লিসান্দ্রোর উপর নির্যাতন এবং তাকে খুনের সংবাদে শোকাহত।

আদিবাসী কবি রোজা শাভেজ কবিতায় একটি শ্রদ্ধার্ঘ্য তার ব্লগ সান্তা তিরানাতে প্রকাশ করেছেন [8]:

Gracias por tus palabras sabias, por ser amigo, guia y hermano, tu fortaleza y tus sueños siguen con nosotros, en mi corazón estan los recuerdos que vivimos como semillas, es difícil entender la mala muerte, esa que deviene del desequilibrio y la maldad, da rabia y da coraje, el dolor corre por mi sangre, por nuestra sangre, pero tambien la luz que deviene de tu espiritu, que ya es latido de viento, sonido infinito, estrella, neblina, susurro de tiempo…

আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার জ্ঞানভরা শব্দগুলোর জন্যে; আপনার বন্ধুত্ব, পথ দেখানো, শক্তি, আপনার স্বপ্নগুলো এখনও আমাদের সাথে আছে। আপনার মৃত্যু হয়েছে দুষ্টগ্রহ এবং অশুভ শক্তি দ্বারা এটি বিশ্বাস করা কষ্টকর, এটি আমাকে হতাশায় ফেলে ও ক্রোধান্বিত করে। এই ব্যাথা আমার রক্তের মধ্যে প্রবাহিত হয়, আমাদের রক্তে খেলা করে। তবে আপনার আত্মার থেকে আলোকচ্ছটাও ঠিকরে পরে, যেন বাতাসে হৃৎস্পন্দন, চিরন্তন কলকাকলি, তারা, কুয়াশা, সময়ের ফিসফিসানি শব্দ…

সোটজিল জে সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক হিসেবে লিসান্দ্রো সোলোইয়াতে কাকচিকেল আদিবাসী [9] তরুণদের একটি দলের সাথে কাজ করেছেন বিশেষ করে স্প্যানিশ আমলের পূর্বেকার নৃত্যরীতি এবং বাচিক ভঙ্গী পুনরুদ্ধারে, যা এই ভিডিওতে [10] দেখা যাবে।

সোটজিল জে সাংস্কৃতিক কেন্দ্রের একজন সদস্য আদিবাসী নৃত্য পরিবেশন করছে। ছবি ফ্লিকার থেকে গ্রুপো সোতজিলের সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। [11]

সোটজিল জে সাংস্কৃতিক কেন্দ্রের একজন সদস্য আদিবাসী নৃত্য পরিবেশন করছে। ছবি ফ্লিকার থেকে গ্রুপো সোতজিলের সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।

লিসান্দ্রো পরিচালিত সংস্কৃতি কেন্দ্রের মত শৈল্পিক উপস্থাপনের উন্মুক্ত প্লাটফর্ম বিভিন্ন দারিদ্র্যপীড়িত এবং সুবিধাবঞ্চিত যুবাদের পরিচয় নতুন করে খুঁজে পাওয়া এবং তাদের আত্মমর্যাদা ও সামগ্রিক আত্মোপলব্ধিকে জাগ্রত করে। বিশেষ করে যে সব তরুণ মাদক বিক্রেতা এবং চোরাচালানকারী দলের সাথে জড়িত তাদের কে ওই পাপের পথ থেকে বিরত রাখার জন্যে এই প্লাটফর্ম যাদুর মত কাজ করে। তবে এই বিশেষ ঘটনা নির্দেশ করে যে সহিংসতার এই ব্যাপকতা রোধ করা খুব কঠিন হবে এবং শিল্পীদের হত্যা করেই এই যাদুকে থামানো হচ্ছে।