- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রাশিয়া: দাবানলের শিকার মানুষ দু:খিত যে তারা তাদের বাড়ি বাঁচাতে চেষ্টা করেছেন

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, দুর্যোগ, নাগরিক মাধ্যম, রুনেট ইকো

[1]রাশিয়ার সাম্প্রতিক দাবানলের প্রেক্ষাপটে দেশটির প্রধান মিডিয়া চ্যানেলের এজেন্ডাতে এখন আছে দাবানলের পরবর্তীতে কি হবে তা। ভুক্তভোগীদের সাক্ষাৎকার, স্বেচ্ছাসেবী, মানবাধিকার কর্মী আর সরকারী কর্মকর্তাদের রিপোর্ট মূলত ভালো কথাগুলোই তুলে ধরছে: ভুক্তোভোগীদের জন্য নতুন বাড়ি নির্মিত হচ্ছে, আগুনে যে সব পরিবারের বাড়ি পুড়ে গেছে তাদের জন্য আর্থিক ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, বেঁচে থাকা লোকদের কাপড় আর জিনিষ পাঠানো হচ্ছে।

কিন্তু ব্লগ জগৎ দাবানলের ‘নীরব’ শিকারদের ব্যাপারে কথা বলছে: যারা আশা ছেড়ে দিয়ে গ্রাম থেকে চলে না গিয়ে তাদের পুরানো বাড়ি বাঁচানোর চেষ্টা করেছিলেন।

জনপ্রিয় রাশিয়ান সাপ্তাহিক ‘ওগোনিয়ক [2]‘ এর কলাম লেখক নাতালিয়া রাদুলোভা (এলজে ব্যবহারকারী রাদুলোভা [3]) এইসব লোকের ব্যাপারে তার ব্লগে লিখেছেন “কারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাশিয়ার আগুনের কারনে [4]” [রুশ ভাষায়] শিরোনামে। মাত্র একটি মোবাইল ফোন ক্যামেরা নিয়ে রাদুলোভা ছোট একটা রাশিয়ান গ্রাম ইউজনিতে গিয়েছেন আর সেইসব মানুষের সাথে কথা বলেছেন যারা বাড়িতে থেকে দাবানল নেভানোর চেষ্টা করেছেন।

“তারা কোন ক্ষতিপূরণের যোগ্য না,” লিখেছেন রাদুলোভা, “তাদেরকে কোন অর্থ দেয়া হচ্ছে না, তারা নতুন আধুনিক কোন গ্রামে নতুন কোন বাড়ি পাবেন না। তারা এমন গ্রামে বাস করছেন যেখানে কোন বিদ্যুত নেই আর যেখানে মাত্র কয়েকটা বাড়ি দাবানল থেকে বেঁচেছে।“

রাদুলোভা ব্যাখ্যা করেছেন যে যেসব মানুষ গ্রাম থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আগুন লাগার সাথে সাথে তারা এখন ভালো আছেন তাদের থেকে অন্তত যারা গ্রামে থেকে আগুনের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন:

Вот, к примеру, послелок Южный. Вот труба от сгоревшего дома. Его хозяину уже строят новый дом в поселке, где будет газ, горячая вода, ванная, туалет и проч. Он уже получил компенсацию, он выбирает из “гуманитарки” лучшие вещи, а б/у выбрасывает. Он живет в специализированном центре – они называют это “курорт”. Там им установили кондиционеры, их кормят три раза в день, им привозят много подарков. И такой вот Вася, вечный безработный, получив деньги на карточку, теперь ходит в магазин и “попивает винцо”, бросив дома своих коз, котов и собак. Его жизнь круто изменилась в лучшую сторону.

উদাহরণস্বরূপ এই ইউজনি গ্রাম। পোড়া বাড়ির একটি চিমনি এখানে পড়ে আছে। তারা এরই মধ্যে নতুন কোন গ্রামে [পোড়া বাড়ির] মালিকের জন্য নতুন কোন বাড়ি নির্মান করছে যেখানে গ্যাস, গরম পানি, গোসলখানা, টয়লেট ইত্যাদি সুবিধা থাকবে। মালিক এরই মধ্যে ক্ষতিপূরণ পেয়ে গেছেন। মানবাধিকার সাহায্য প্যাকেট থেকে তিনি সব থেকে ভালো জিনিষ বেছে নিচ্ছেন আর পুরানো কাপড় তিনি ফেলে দিচ্ছেন। তিনি বিশেষ কেন্দ্রে বাস করছেন, তারা এটাকে ‘রিসোর্ট’ বলেন। সেখানের সবার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে, দিনে তিনবার তাদের খাবার দেয়া হচ্ছে, তাদের অনেক উপহার দেয়া হচ্ছে। আর সেই ভাসিয়া, মূলত বেকার, অর্থ পেয়েছে [সরকার থেকে] আর কোন দোকানে গিয়ে মদ্যপান করছে নিজের ছাগল, বিড়াল আর কুকুরকে ফেলে আসার পরে। তার জীবন দারুণভাবে পাল্টিয়ে গেছে।

А дальше, видите, стоит дом человека, который всю ночь сражался с огнем так, что у него белки глаз стали красными. Теперь он живет в почти вымершем поселке, где сразу же отключи свет и закрыли магазин: “Кто ж знал, что наше правительство вдруг так расщедриться. Думали, что все будет как обычно и нам самим придется восстанавливаться. Поэтому защищали дома самые активные, а старики и пьянь, те, кому на все посрать, сразу уехали”. Ему и его семье еще встречать зиму. Почти в чистом поле, где никто дороги от снега чистить теперь не будет. Чего их чистить-то ради парочки жителей?

আপনারা আরও একজনের বাড়ি দেখতে পাবেন যে সারা রাত আগুনের সাথে লড়েছে তাই তার চোখ লাল হয়ে গেছে। এখন সে প্রায় মৃত একটি গ্রামে বাস করে যেখানে দাবানলের সাথে সাথে বিদ্যুতের যোগাযোগ ছিন্ন করা হয় আর দোকান বন্ধ করা হয়। “কে জানত যে আমাদের সরকার এতো সহৃদয় হবে? আমরা ভেবেছিলাম সব কিছু আগের মতই থাকবে আর আমাদের বাড়ি ঠিক করার দায়িত্ব আমাদের নিতে হবে। আর এই কারনে কর্মক্ষম গ্রামবাসীরা তাদের বাড়ি দাবানল থেকে বাঁচাবার চেষ্টা করে আর বয়স্ক আর মদ্যপ যারা কোন কিছু গ্রাহ্য করে না তারা তখনি চলে গেছে।“ তাকে আর তার পরিবারকে শীতকাল প্রায় মাঠে কাটাতে হবে যেখানে কেউ রাস্তা থেকে বরফ পরিষ্কার করবে না। কয়েকজন গ্রামবাসীর জন্য কেন রাস্তা পরিষ্কার করা?

এই পোস্ট নিয়ে আলোচনায় জোর দেয়া হয়েছে রাশিয়ার গ্রামে ছড়িয়ে থাকা দারিদ্র্য আর দাবানলের শিকারদের নিয়ে কাজ করা নিয়ে সরকারের অসমান প্রচেষ্টা। এলজে ব্যবহারকারী বলশোয়_জাইটজ উদাহরণস্বরূপ লিখেছেন [5]:

По мне – если населенный пункт попал в зону пожаров – то надо давать компенсацию деньгами ВСЕМ жителям сгоревших деревень. Чтобы те, кто смог защитить жилье, понимали, что не зря это делали. И именно деньгами. Чтобы сами заключали договора на строительство. Можно регламентировать, конечно сроки и т.д. […] А так получается, что склонность забулдыг к халяве только неимоверно подстегнули.

আমার মনে হয় পুড়ে যাওয়া গ্রামের সকল মানুষকে ক্ষতিপূরণ দেয়া দরকার যদি আগুনে তাদের ক্ষতি হয়ে থাকে। যাতে যারা নিজেদের বাড়ি আগুন থেকে বাঁচাতে সক্ষম হয়েছেন সেটা যেন বৃথা না হয়। আর তাদেরকে অর্থ দিয়ে ক্ষতিপূরণ করা উচিত। যাতে তারা নিজেরা নতুন বাড়ি নির্মানের চুক্তি সই করতে পারেন। অবশ্যই এটা নিয়ন্ত্রণ করা দরকার, সময়সীমা নির্ধারন করা দরকার, ইত্যাদি। নাহলে আমরা শুধু মাতালদের উৎসাহিত করবো বিনামূল্যে জিনিষ নেয়ার প্রতি।

আর একজন এলজে ব্যবহারকারী পিআর_ওল্যান্ড তার চিন্তার কথা জানিয়েছেন [6] যে সমস্যা এখানেই শেষ হবে না:

Вы еще не забудьте сколько всего разворуют, отмоют и пропилят на этих пожарах. Не погорельцы, конечно, а те, кто у распределительного вентиля сидит в кожаных креслах.

ভুলবেন না যে দাবানলের অজুহাতে মানুষ হয়ত অনেক অর্থ চুরি করবে আর পাচার করবে। ভুক্তভোগীরা নয় অবশ্য, কিন্তু যারা ওখানে চামড়ার চেয়ারে সাহায্য বিতরণের জন্যে বসে আছেন।

মন্তব্যের স্থানে বেশ কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন যে ভুক্তভোগীদের দেয়া মানবিক সাহায্য চুরি করা হচ্ছে বা এমন মানুষকে দেয়া হচ্ছে যাদের সাহায্যের কোন প্রযোজন নেই বা দাবানলে যাদের কোন ক্ষতি হয়নি। মানুষ ভুক্তভোগীদের জন্য নির্মিত নতুন বাড়ি নিয়েও চিন্তা প্রকাশ করেছেন। এলজে ব্যবহারকারীরা নিশ্চিত ছিলেন যে বাড়িগুলো খারাপভাবে নির্মিত হবে আর রাশিয়ার খারাপ শীতের উপযুক্ত হবে না।

ব্লগ পোস্ট আর ব্লগারদের প্রতিক্রিয়া দেখিয়েছে যে খুব বেশী মানুষ বিশ্বাস করেনা যে দাবানলের শিকারদের সাহায্য করার প্রচেষ্টা কার্যকরভাবে করা হবে আর সাহায্য ঠিক মতো বিতরণ হবে। কিন্তু খারাপ মন্তব্যের মধ্যেও, রাশিয়ার খুশি হওয়ার কারণ আছে। এলজে ব্যবহারকারী নিকোলো _এম মশকরা করে লিখেছেন যে [7] “যারা এই বছর পুড়ে যাননি সামনের বছরে পোড়ার তাদের সুযোগ আছে আর এটা স্পষ্ট না যে কে বেশী ভাগ্যবান।“