যখন মুম্বাইয়ের কাছাকাছি একটি বন্দরে তেল দুর্ঘটনা ঘটে তখন তেলের দূষণে নাভি মুম্বাইয়ের তীরের গরান বন হুমকির মুখে পরে। দেবলিনা রাজা গুপ্তা অবশ্য জানিয়েছেন যে এই বনটি আগে থেকেই দূষণের হুমকির মুখে ছিল এবং কর্মকর্তারা এই তথ্য দেখার পর হয়ত জেগে উঠবেন।
উপরের ভাষাগুলো দেখছেন? আমরা গ্লোবাল ভয়েসেস এর গল্পগুলো অনুবাদ করেছি অনেক ভাষায় যাতে বিশ্বজুড়ে মানুষ এগুলো সহজে পড়তে পারে।
আরও জানুন লিঙ্গুয়া অনুবাদ »যখন মুম্বাইয়ের কাছাকাছি একটি বন্দরে তেল দুর্ঘটনা ঘটে তখন তেলের দূষণে নাভি মুম্বাইয়ের তীরের গরান বন হুমকির মুখে পরে। দেবলিনা রাজা গুপ্তা অবশ্য জানিয়েছেন যে এই বনটি আগে থেকেই দূষণের হুমকির মুখে ছিল এবং কর্মকর্তারা এই তথ্য দেখার পর হয়ত জেগে উঠবেন।