পানামা: নগর উন্নয়নের ধুম

গত দশকে পানামা তার নগর উন্নয়নে একটা বিষ্ফোরণ দেখেছে, যেটা শহর ব্যাপী ছড়ানো উঁচুতলার বাড়ি, নতুন অবকাঠামো, জমির উন্নয়ন আর পযর্টনশিল্পের প্রকল্প থেকে বোঝা যায়।

এই কাজের অংশ হিসাবে বেশ কিছু সম্মানজনক প্রকল্প হয়েছে, যেমন প্রখ্যাত স্থপতি ফ্রাঙ্ক গেহরির ডিজাইন করা বায়োমুজিও (বায়ো জাদুঘর)। এই নিয়ে বেশ কিছু তর্ক বিতর্ক চলছে। ব্লগাররা উন্নয়ন যে ভাবে হচ্ছে সেই ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গী জানাচ্ছেন, আর একই সাথে পরিবেশের উপরে এবং পানামার ঐতিহাসিক নিদর্শনের উপরে এই উন্নয়নের প্রভাব নিয়েও কথা বলছেন।

আনচোন পাহাড় থেকে পানামা সিটির দৃশ্য।

আনচোন পাহাড় থেকে পানামা সিটির দৃশ্য। ছবি তুলেছেন অসভাল্ডো উরিওলা, অনুমতিক্রমে ব্যবহৃত।

২০০৮ সালে পোর্টাল দে লেভ ব্লগের লেভানা মেলামেদ পানামা শহরে ঐতিহাসিক কেন্দ্রের একটি বাড়ি সম্পর্কে লিখেছেন যা কাস্কো ভিয়াজো নামে পরিচিত:

Sería grandioso restaurar estas casas por las que han pasado personas y personas, y en las que han de haber vivido tristezas y momentos de felicidad, de preocupación, a lo mejor de soledad…

এটা দারুণ হবে এই সব বাড়ি পুনরায় মেরামত করে ব্যবহারযোগ্য রাখতে যেখানে একের পর এক মানুষ গিয়েছে, আর যেখানে তারা অবশ্যই আনন্দ আর দু:খের মুহূর্ত কাটিয়েছে, দুশ্চিন্তা আর একাকিত্বের…

তিনি যোগ করেছেন:

Ver la parte antigua de nuestra gran ciudad es ver el corazón de la misma, la base de todo lo que es hoy día.

আমাদের শহরের পুরানো অংশ দেখা তার হৃদয়ে দেখার সামিল, আজকে যা কিছু আছে তার ভিত্তিকে যেন দেখা।

১৯৯৭ সালে কাস্কো ভিয়াজোকে ইউনেস্কো বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় । তবে এই এলাকা বেশ কয়েকটি উন্নয়ন কাজের মধ্য দিয়ে যাচ্ছে, এর আকর্ষণীয় রিয়াল এস্টেট আর পর্যটন প্রকল্পের জন্য। এইসব প্রকল্পের মধ্যে কয়েকটি সাম্প্রতিককালে বিতর্কিত হয়েছে।

ছবি সাশা গ্রিফিন এর সৌজন্যে - অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবি সাশা গ্রিফিন এর সৌজন্যে – অনুমতিক্রমে ব্যবহৃত।

আভারানা ব্লগ লিখেছে:

El PH Plaza Independencia y el antiguo Hotel Central son víctimas de promotores inmobiliarios irresponsables que han comprometido el valor arquitectónico de estas emblemáticas edificaciones, destruyendo sus elementos significativos (como la gran escalera del hotel y parte de su fachada) o agregando espacios no cónsonos con el entorno (más pisos, en el caso del PH); todo esto a ciencia y paciencia de autoridades que se “pasan la bola” y no terminan de sancionar como se debe a estos agresores del patrimonio.

পিএইচ স্বাধীনতা প্লাজা আর ভূতপূর্ব হোটেল সেন্ট্রাল দায়িত্বহীন রিয়াল এস্টেট উন্নয়নকারীদের শিকারে পরিণত হয়েছে যারা এইসব বিশেষ বাড়ির স্থাপত্য মূল্যমানের সাথে সমঝোতা করেছেন। এরা এই ভবনগুলোর মূল বিষয় ধ্বংস করেছেন (যেমন এদের সিঁড়ি আর উঠোনের অংশ বিশেষ) বা কিছু স্থান যুক্ত করা যা ওই স্থানের সাথে মানায় না (বেশী তলা, যেমন পিএইচ স্বাধীনতা প্লাজার ক্ষেত্রে)। এই সব কিছু ঘটেছে কর্তৃপক্ষের চোখের সামনে, যারা ‘গরম আলুর’ ভুমিকা পালন করেন কিন্তু ঠিকমতো জরিমানা করছেন না ঐতিহ্যের উপর হামলাকারীদের বিরুদ্ধে।

ব্যাপারটি এখনো আলোচনা হচ্ছে, যা আর্কুইটেক্টো পানামেনো ব্লগে দেখিয়েছেন ডারিয়েন মোন্টানেজ। তিনি ৯ই আগস্ট ২০১০ তারিখে রিপোর্ট করেছেন ইউনেস্কো বিশ্ব হেরিটেজ কমিটির ৩৪ তম সেশনে ( ব্রাসিলিয়া ২০১০) আলোচিত কাস্কো ভিয়াজো সম্পর্কে মতামত নিয়ে। এই সেশনের সারমর্মে বোঝা যাচ্ছে যে চিন্তার দুটি এলাকা: কাস্কো ভিয়াজোর সীমানার ধারে পানামা শহরের নতুন সৈকতের সীমা বাড়ানোর পরিকল্পনা আর এলাকার পুরো সম্মান, যার মধ্যে পিএইচ স্বাধীনতা প্লাজা আর হোটেল সেন্ট্রাল আছে।

শহরের আর একটা বিখ্যাত এলাকা হল ক্যালে ৫০ এর কাছে একটা সড়কের কাছের এলাকা। সম্প্রতি রেত্রাতো ডেল সের ব্লগের লেখক এরাসমো প্রাদো রোসাস লিখেছেন তিনি কতো ছোট শহুরে জঙ্গলটার অভাব বোধ করেন যা আগের ম্যানশন ডান্টে আর আলিয়াদো ব্যাঙ্কের মধ্যে ছিল:

un pequeño pulmón natural que ayer destruyeron, hoy estamos necesitando y en el futuro nos hará mucha falta. Las autoridades hacen caso omiso de nuestras voces de protesta y solo responden a intereses personalísimos, políticos o económicos. Si no actuamos hoy, mañana será demasiado tarde… lamentablemente estos árboles no volverán a crecer, y los que quedan hay que protegerlos.

তারা একটি ছোট প্রাকৃতিক ফুসফুস গতকাল ধ্বংস করে দিয়েছে, যেটা বর্তমানে আমাদের দরকার আর ভবিষ্যৎে আরও বেশী দরকার। কর্তৃপক্ষ আমাদের বিক্ষোভের কণ্ঠ শুনছেন না আর তারা কেবলমাত্র খুব ব্যক্তিগত, রাজনৈতিক, আর অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে সাড়া দেন। আজকে যদি আমরা পদক্ষেপ না নেই, কালকে খুব দেরি হয়ে যাবে… দুঃখজনকভাবে এইসব গাছ আবার হবে না, তাই যেগুলো আছে তাদের রক্ষা করা উচিত।

পানামার বাইরে, উৎসাহ আছে যে ইস্থমাসে নগর উন্নয়নের কি ঘটছে। ড্যানিয়েল কনোল্লি তার ব্লগ পানামাআর্কে পানামা আর দুবাই এর তুলনা করেছেন আর প্রশ্ন করেছেন “পানামা শহর কেন দুবাই হতে চাচ্ছে?” পানামা কি চাইবে না আমেরিকার বার্সিলোনা হতে বা আমেরিকার লন্ডন হতে?

তিনি জানিয়েছেন:

পানামার কি প্রয়োজন দুবাই এর নকল করার নিজেকে বলী দিয়ে ধনীদের খেলার স্থলে পরিণত হওয়ার জন্য? নিজের মধ্যে নিমজ্জিত বিলাসবহুল টাওয়ারের জঙ্গল যার বাসিন্দারা একটা ব্যক্তিগত টাওয়ার থেকে আর একটা ব্যক্তিগত টাওয়ারে যাবেন শীতাতপ নিয়ন্ত্রিত সিডানে করে, কোন জনগণের জায়গায় পা না দিয়ে।

পাঠকরা তাদের মতামত জানিয়েছেন আর কেউ কেউ পানামার বৃদ্ধির ধরণের সাথে একমত ছিলেন। একজন মন্তব্যকারী বলেছেন যে তিনি পানামা শহরে বেশ কিছু বছর ধরে বাস করছেন আর:

es una ciudad hermosa a pesar del trafico. Siento que es un lugar donde vale la pena vivir.. un lugar que tiene casi todo. Panama, con sus edificios.. pienso que no trata de imitar a nadie simplemente es un pais con ganas de crecer… no hay problemas con quien quiera una vida mas callada lejos de la ciudad, como dije para todo hay… si no te gusta estar en la ciudad.. pues hay muchos lugares en Panama donde puedes vivir relajadamente, en un muy comodo ambiente.

যানযট সত্ত্বেও এটি একটি সুন্দর শহর। আমার মনে হয় এখানে থাকার চেষ্টা করা ঠিক আছে। প্রায় সব কিছু আছে এখানে। পানামা তার বাড়িসহ…আমার মনে হয়না এরা কাউকে নকল করতে চাচ্ছে না, এটা কেবল বড় হতে চাওয়া একটা দেশ…যারা শহর থেকে দূরে শান্ত জীবন চান তাদের জন্য কোন সমস্যা নেই, আমি বলেছি, সবার জন্য কিছু না কিছু আছে…আপনি শহর যদি পছন্দ না করেন, আরো অনেক স্থান আছে যেখানে আপনি আরামে থাকতে পারেন, আরামদায়ক পরিবেশে।

ব্লগাররাও জানিয়েছেন যে পানামা শহর থাকার জন্য খুব ভালো জায়গা আর সকল চ্যালেঞ্জ সত্ত্বেও, এটা সকলের দায়িত্ব এটাকে দারুণ একটা শহরে পরিণত করা।

সুসানা মারিনা তার ব্লগ সিন মোরদাজাতে আবর্জনা ব্যবস্থাপনার উপরে একটি পোস্টে জানিয়েছেন যে:

Tenemos el privilegio de vivir a orillas del Pacífico, vivimos dentro del sofisticado contraste de las torres de Calle 50 con las (lastimosamente ya pocas) clásicas viviendas de Bella Vista, y tenemos un Casco Antiguo, Patrimonio de la Humanidad según UNESCO, con una arquitectura única con dejos franceses y sabor criollo y ahora tenemos una cinta costera que, por más en desacuerdo que haya estado yo con su construcción, no puedo dejar de decir que le da otro aire.

প্যাসিফিক সাগরের তীরে বসবাসের সৌভাগ্য আমাদের হয়েছে, আমরা ক্যালে ৫০ টাওয়ারের ঐতিহ্যপূর্ণ স্থানে বাস করি (দু:খজনকভাবে অল্প কয়েকটা বাকি) – বেলা ভিস্তার ক্লাসিক বাড়িতে, আর ইউনেস্কো দ্বারা বিশ্ব হেরিটেজ ঘোষণা করা আমাদের একটি কাস্কো আন্তিগুয়ো আছে, এর অপূর্ব স্থাপত্য আর ফরাসী ছোঁয়া আর ক্রেওলের ছোঁয়া নিয়ে আর এখন আমাদের সৈকতের সীমা আছে যেটার নির্মান নিয়ে যদিও আমি একমত ছিলাম না, শহরে নতুনত্বের ছোঁয়া দেয়।

তিনি মন্তব্য করেছেন যে কিভাবে মাঝেমাঝে পানামাবাসী পানামার ছবি দেখে মন্তব্য করেন আর বিশ্বাস করতে পারেন না যে এটা তাদের শহর:

No sé de dónde sacaron que no podemos tener una ciudad como la que tenemos y tampoco comprendo como teniéndola, no la cuidemos como se merece.

আমি জানি না কোথা থেকে তারা এমন ধারণা পায় যে আমরা এমন শহর পেতে পারি না আর আমি বুঝতে পারি না, এখন যখন আমাদের আছে, আমরা যেমন প্রয়োজন তেমন এর যত্ন নিচ্ছি না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .