
জেমিনা নাভারেট, মিস ইউনিভার্স ২০১০। ছবি গিলার্মো ফ্লোরেসের সৌজন্যে। সিসি এনসি-এনডি লাইসেন্সের আওতায় প্রকাশিত
চমৎকার হাসি, ঝকমকে মুকুট আর উল্লসিত ভক্তদের ভিড়ের মধ্যে সোমবার (২৩শে আগস্ট, ২০১০) রাত্রে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মান্দালয় বে রিসোর্ট আর কাসিনোতে এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা জিতে নেন মিস মেক্সিকো ২০১০- জেমিনা নাভারেট। উপস্থাপক হিসাবে নাতালিয়া মোরালেস আর ব্রেট মাইকেলস বিভিন্ন ক্যাটেগরীতে বিজয়ী অপূর্ব প্রতিযোগীদের নাম জানিয়ে দেন। সাথে সাথেই বিশ্বব্যাপী টুইটার ব্যবহারকারীরা এই ব্যাপারে তাদের মনোযোগ আর সমর্থন প্রদর্শন করে বিভিন্ন প্রতিক্রিয়া জানান (#মিসইউনির্ভাস আর এর স্প্যানিশ সংস্করণ, #মিসিউনিভার্সো) হ্যাশট্যাগ সহকারে। মেক্সিকোর টুইটার ব্যবহারকারীরা বিশেষ করে, প্রতিযোগিতার সময় আর পরে বেশ কিছু মজার মন্তব্য করেছেন।
জর্জ মিরান্ডা (@জর্জপোগোদা) পরামর্শ দিয়েছেন মেক্সিকানরা যাতে রাজধানী মেক্সিকো শহরের একটা বিশিষ্ট প্রতীক – স্বাধীনতার পরীর মনুমেন্টের কাছে এই জয় উদযাপন করে।
Si gana la de México nos vamos al angel? #missuniverso
মেক্সিকান প্রতিযোগীকে যখন বিজয়ী ঘোষণা করা হয়, প্রতি সেকেন্ডে টুইট বার্তা প্রকাশ হতে থাকে। অ্যালেক্স টোরেস (@সিকোলোকো) এই মন্তব্য করেন যেখানে তিনি এই সুসংবাদকে অন্য সব থেকে গুরুত্বপূর্ণ দুটি জাতীয় সংবাদের সাথে উদযাপনের কথা বলেন: আসছে ‘বিসেন্তেনারিও’ (মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি) আর নতুন আইন যা সমকামী যুগলকে বাচ্চা দত্তক নেয়ার অধিকার দেয় সেটি উদযাপন:
“Bien! Tenemos #MissUniverso por 2da vez! Esto es para celebrar el #Bicentenario y las #BodasGay!”
আর একজন ব্যবহারকারী গিলবার্তো রুইজ (@গিল্বার৭) ঠাট্টা করে বলেছেন:
TENDREMOS NARCO! TENDREMOS VIOLENCIA!! NUESTRO GOBIERNO VALE MADREEEE!! PERO DE QUE SOMOS BONITOOOOOOS!!! LO SOMOS!!! #MissUniverso
নাভারেতেকে যখন মুকুট পরানো হয়, দেশে আরো গুরুত্বপূর্ণ সব ঘটনা ঘটছিল। যেমন হুগো কামাচো জানিয়েছেন:
Mientras la MEXICANA estaba siendo coronada como la #MissUniverso un terremoto de magnitud 6,4 sacudió la costa oeste de México.
মেক্সিকোর জাতীয় সিসমোলজিকাল সার্ভিস (এসএসএন) এই তথ্য স্বীকার করেছে।
আন্তুয়ান ডায়াজ (@আন্তুয়ান_ডায়াজ) টুইট বার্তায় উল্লেখ করেছেন মেক্সিকোর জাতীয় ফুটবল সম্পর্কে:
11 hombres mexicanos de la selección no pudieron con la #WORLDCUP .. pero 1 sola mujer pudo con #MISSUNIVERSO Felicidades C:
ফ্যাবিওলা মার্টিনেজ (@ফ্যাভিপ্রিন্সেস) অনেকের মতো, তার আনন্দ প্রকাশ করেছেন:
VAMOS por el MARIACHI y unos TEQUILAS para celebrar #MissUniverso
এর তুলনায়, জায়রা আল্ভারেজ (@জায়_আল্ভারেজ) মন্তব্য করেছেন অন্যান্য কিছু ব্যাপারে যার মাধ্যমে মেক্সিকানদের পরিচয় বিশ্বব্যাপী ছড়াতে পারে:
Cuando estudiantes del IPN o la UNAM ganan concursos mundiales de ciencia a todos les vale madres, pero no fuera #missuniverso porque ahí sí
পরিশেষে মিস ইউনিভার্স ২০১০ তার আগ্রহ দেখিয়েছেন তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে (@ জিমেনাএনআর)
Gracias a todos …los amo!!!!! Los veo al rato!