চীন: ফ্যান ইয়ানকিয়ং এর মুক্তি

ফুজিয়ানের তিনজন নেট নাগরিক যারা সাজা ভোগ করেছে তাদের মধ্যে শেষজন, ফ্যান ইয়ানকিয়ংকে, আজ বুধবার সকালে নিস্তব্ধে ছেড়ে দেয়া হয়েছে তার পরিবারের কাছে

এই ঘটনা ঘটল ছবি নির্মাতা হে ইয়াং এর এক ঘণ্টাব্যাপী ডকুমেন্টারি হেরৎসগ ডেজ মুক্তি পাবার পর, যা ফুজিয়ানের নেট নাগরিক ইউ জিংইউর উপর নির্মিত এবং এই তিন নেট নাগরিকের বিচারকার্য পর্যবেক্ষণ করে। কিছুদিন আগে ইউ এবং উ হুয়াইং মুক্তি পেয়েছে।

ইংরেজী সাবটাইটেল সহ হেরৎসগ ডেজ ডকুমেন্টারিটি এখানে দেখা যাবে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .