অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে নতুন ভাবে কৌশলগত আলোচনা করতে আজ বেজিং-এর আমন্ত্রণে ব্রিটিশ বিদেশমন্ত্রী উইলিয়াম হেগ চীনে এসেছেন। এই পরিপ্রেক্ষিতে অনলাইন সংবাদমাধ্যম মনে করছে যে এই আলোচনার বৃহত্তর উদ্দেশ্য হল একটি চুক্তি হস্তগত করা যাতে চীনের জাতীয় তেল কর্পোরেশনসিএনওওসি ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) দক্ষিণ আমেরিকা বিভাগ থেকে পরিসম্পদ ক্রয় করতে পারে।
বিপিকে কিনে নেবার সম্ভাবনা সম্বন্ধে অনেকের মতো নেটইজ ব্লগের পাঠককুলও তাদের মতামত ব্যক্ত করেছেন:
天朝老子有的是钱,几万亿美元外汇,单单买了两房,亏了5千亿美元都不在话下。BP 你要多少给多少,小意思而已啦。
চীন অর্থবান, সঞ্চিত বিদেশী মুদ্রায় দু-তিনশো কোটি ইউএস ডলার, তার থেকে
ফ্যানী মে এবং ফ্রেডি ম্যাক অধিগ্রহণ করতে গিয়ে খোয়া যাওয়া পাঁচ লক্ষ কোটি বাদ দিয়ে যা হয়। বিপি, ক্রয়মূল্য পেশ করো, সে তো খুচরো পয়সা মাত্র।
钱多人傻,速来
ওরা বিত্তশালী এবং নির্বোধ, তাড়াতাড়ি করাই শ্রেয়।
除中国其他国家的人民都知道6月27号
BP得到了一张4200亿人民币的正式罚单
超过了BP在美的所有资产总额现负1300亿
这么多现金是不可能拿出来的所以卖不掉就一定是弃车保帅
北美BP破产或者南美也同时破产
চীন ছাড়া বাকি সবাই জানে যে ২৭শে জুন, বিপি-র উপর সরকারীভাবে ৪২০ বিলিয়ন আরএমবি[
?] অর্থদণ্ড ঘোষণা হয়, যা তাদের পুরো আমেরিকায় অবস্থিত পরিসম্পদের থেকে ১৯০০ কোটি ইউএস ডলার বেশী। কোনো ভাবেই তারা ওই বিপুল পরিমাণ নগদ অর্থ প্রদান করতে পারবে না, যে কারণে তারা বিক্রি করতেও পারবে না যদি না তারা বেশ বড় রকমের ত্যাগ স্বীকার করে। উত্তর আমেরিকায় বিপি দেউলিয়া এবং হয়তো দক্ষিণ আমেরিকাতেও।
中国给墨西哥湾买单,一定的,天朝无所不能!
চীন মেক্সিকো উপসাগর এর ঘটনার জন্য খরচ বহন করবে, নিশ্চিতভাবে চীন করতে পারে না এমন কিছু নেই!
只要你不骂我,我全买。
যতক্ষণ তুমি আমায় কটুক্তি করা বন্ধ রাখবে, আমি সব কিনে নেব।
বেইজিং-এ সিএনওওসি ভবন, হেলেন সতিরিয়াদি-র ফ্লিকর অ্যাকাউন্ট থেকে।
促销打折不如结业清盘!再等等吧!
ক্ষতিতে বিক্রির চেয়ে বন্ধ করে দেনা পরিশোধ করে দেওয়াই ভাল। দেখা যাক!
崔新生就表示,收购BP是笔亏本买卖,美国政府的索赔没完没了,而BP本身技术落后,再翻身有难度。
—得不偿失是明显的,但一定要相信d和政府,一定会做一个负责人的大国,全力以赴、飞蛾扑火的。
“কুই জিনশেং এর মতে, বিপি অধিগ্রহণ একটি অর্থনাশা উদ্যোগ হবে; আমেরিকা সরকারকে অজস্র ক্ষতিপূরণ দেওয়া এখনো বাকি এবং বিপি প্রযুক্তিই এখন এত সেকেলে, যে কোম্পানিটি পুনরুদ্ধার এর সম্ভাবনা খুবই ক্ষীণ।”
–ক্ষতি সামলে ওঠা অসম্ভব, কিন্তু দল ও সরকার কে বিশ্বাস করতে হবে। কিছু আঘাত সহ্য করতে হলেও আমাদের দ্বারা সম্ভব সবকিছু করে প্রমাণ করতে হবে যে আমরাও একটি দায়িত্বশীল শক্তি।
天朝要的不是钱,要的是政治资本中的虚荣一面
বেজিং অর্থ চায় না, চায় রাজনৈতিক মূলধন থাকার দম্ভ।
钱有的是,但不能乱花,是稳定的,有条件的。先努力把欧洲联盟对华武器的禁运废止了再说
আমাদের নিশ্চয় অর্থ আছে, কিন্তু উদ্দেশ্যহীন ভাবে ব্যয় করার চেয়ে আমাদের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলা উচিত। প্রথমে ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে নিষ্কৃতি পাওয়া যাক, তার পর কথা বলব আমরা।
中国的官员要吃回扣了
চীনা কর্মকর্তারা এই লেনদেন থেকে প্রচুর মুনাফা উপভোগ করবেন
纳税人的不是被贪被骗被投资套牢,就是用来收破烂。
করদাতারা যখন শেয়ার বাজারে অবরুদ্ধ বা প্রতারিত বা বন্দী নন, তখন তাদের উচ্ছিষ্ট সংগ্রাহক বানিয়ে দেওয়া হয়।
WC,中国要是买了,不是破产就是退市!
**,যদি চীন কিনে ফেলে, যদি দেউলিয়াও না হয় তাহলে ডিলিস্টেড তো হবেই!
看看,人家多有钱啊。。。。连英国都要求我们买他涨
দেখ আমরা কতো ধনী এখন। ইংল্যান্ডও এখন আমাদের বলছে তাদের খরচ মেটাতে।
国歌的第一句怎么唱的?
天朝以被一群垃圾砖家和一群败家的儒夫变成垃圾回收站!
এই মূল্যহীন বিশেষজ্ঞ, বোকা ও ভীরুর দল চীনকে একটি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরিণত করেছে!
只要在外面给点面子,这点小钱花的值。
যদি এ আমাদের উপর শ্রদ্ধাবোধ কিছুটা বাড়ায় তাহলে এই সামান্য অর্থব্যয় যথার্থ।
让它倒闭,BP牵扯到美国,英国许多人的养老金,要让这两个政府背上包袱,反对现在跟他交易,美英欠我们太多,他门的好日子是靠我们的血汗铺就的
বন্ধই হয়ে যাক। বিপি অজস্র ব্রিটিশের অবসরভাতা না দিয়ে আমেরিকায় গিয়ে মিশে যায়। আমাদের উচিত এই দুই সরকারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে বাধ্য করা এবং এই চুক্তি না করা। ব্রিটিশ এবং আমেরিকানরা আমাদের কাছে অশেষ ভাবে ঋণী, যে কারণে ওরা ওই সুখকর জীবন কাটাচ্ছে তা হল আমরা এখানে আমাদের রক্ত, ঘাম ও অশ্রু ঝরিয়ে তার দাম দিচ্ছি।
好嘛,但是记住中国的几个有权的关键任务要摆平,还要记得把他们的子女啊什么的都记得接到英国去。
আচ্ছা সে তো হল, কিন্তু এটাও ভুললে চলবে না যে, চীনের বিত্তশালীদের এখনো তাদের আসল লক্ষ্য পূরণ করা বাকী, যা হল তাদের পুত্র, কন্যা এবং পরিচিতদের নিরাপদে ইংল্যান্ড পৌঁছে দেওয়া।
国民生产总值既不是衡量我们的理解力和勇气的标准,也不是衡量我们的智慧和学习能力的标准,更不是衡量我们的热情和奉献精神的标准,简单的说,除了无法使我们的生活更有价值外,它是衡量一切事物的标尺。同时它能够告诉我们有关美国的所有故事,但却不能告诉我们身为美国人值得骄傲的原因。 — 罗伯特·F·肯尼迪
“আমাদের মোট জাতীয় উৎপাদন– না তো আমাদের বুদ্ধি মাপে না তো মাপে আমাদের সাহস, বিচক্ষণতাও না পান্ডিত্যও না,আমাদের দেশের প্রতি সমবেদনা বা আত্মনিয়োজনও না, সংক্ষেপে তা মাপে জীবনকে যথার্থ বানানোর জন্য যা যা দরকার সেগুলি ছাড়া বাকী সব কিছু। এবং এটি আমাদের আমেরিকা সম্বন্ধে সমস্ত কিছু বলতে পারে, শুধুমাত্র আমরা আমেরিকান হিসাবে গর্বিত কেন ছাড়া।” —রবার্ট এফ কেনেডি
谁同意收购BP,谁就是卖国
বিপি ক্রয় করতে যে-ই রাজী হোক না কেন, সে এই দেশের প্রতারক।
迟早世界上所有大企业都是天朝的。。
সমস্ত বড় সংস্থাগুলি-ই শেষ পর্যন্ত চীনের অধীনে থাকবে…
看看,有钱就是好,谁有事都来找,谁差钱都来请求我们买单,美国“两房”我们买了单,这回墨西哥漏油了,我们怎么能不买单呢?
অর্থবান হওয়া কী আনন্দের দেখ? কারো সমস্যা থাকলে সে এসে কড়া নাড়ে, কারো পয়সার টান হলে আমাদের কাছে ভিক্ষা চায় তাদের ঋণ পরিশোধ করে দেবার জন্য। আমরা ফ্রেডি এবং ফ্যানীর জন্য টাকা দিয়েছি, আর এখন এই মেক্সিকো উপসাগরে তেল পড়েছে, কিভাবে আমরা টাকা না দিয়ে থাকতে পারি?