সাংসদরা বলেছেন যে রাষ্ট্রপতির ভাষণে কিছু চলতি বিষয়ের উল্লেখ করা হয়নি যেমন সার্বভৌমত্ব আর ভোক্তাদের নিরাপত্তা।
উদাহরণস্বরূপ, গত সপ্তাহান্তে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার মধ্যে নতুন সীমান্ত বিরোধ দেখা দেয় যখন বেশ কয়েকজন মালয়েশিয়ার জেলেকে ইন্দোনেশিয়ার সমুদ্র নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে ইন্দোনেশিয়ার জলসীমায় মাছ ধরার অপরাধে। পোলিশ দিরাজা মালয়েশিয়া (মালয়েশিয়ার রাজকীয় পুলিশ) জেলেদের গ্রেপ্তারকে প্রতিরোধ করে আর এর বদলে তিনজন ইন্দোনেশিয়ার অফিসারকে গ্রেপ্তার করে। এই ঘটনা বর্তমানে তদন্ত চলছে আর তিন অফিসারের মুক্তি নিয়ে আলোচনা চলছে।
সরকার কর্তৃক ভর্তুকি দেয়া ত্রুটিযুক্ত এলপিজি গ্যাসের আধার থেকে যেসব ভয়ঙ্কর বিষ্ফোরণ হচ্ছে দেশজুড়ে তা সরকার বিরোধী আবেগকে উস্কিয়ে দিচ্ছে। মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে দুর্ঘটনার সংখ্যা সীমিত করার প্রচেষ্টা সত্ত্বেও।
ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্নর নাতনি আর একটি বিশিষ্ট রাজনৈতিক দলের নেত্রী পুয়ান মহারানী বলেছেন যে প্রেসিডেন্ট এসবিওয়াই এর ভাষণ সাধারণভাবে মানুষের ভাল থাকার ব্যাপারটি উপেক্ষা করেছে।
সমালোচকেরা দেখেছেন প্রেসিডেন্টের সকল ইন্দোনেশিয়াবাসীর প্রতি আহ্বান যে ‘একসাথে একটা বহুধর্মীয় ও বহুজাতিক সমাজে বাস’ করা দরকার সেটির ব্যত্যয় ঘটছে যখন দেশের রাজধানী জার্কাতার বাইরে খ্রীষ্টান ধর্মীয় মিছিলের উপরে হামলা করা হয় তখন তিনি নিশ্চুপ ছিলেন। তিনি পশ্চিম জাভাতে আহমাদিয়া সমাজের উপরে ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের করা হামলার ব্যাপারেও চুপ ছিলেন। এরা একটি জঙ্গী দল যারা এই ধর্ম নিরপেক্ষ দেশে শরিয়া নির্ভর আইনের পক্ষে প্রচারণা করে।
রেলি জেহাতো, যিনি কম্পাসিয়ানা ব্লগ নেটওয়ার্কে লেখেন, বলেছেন যে এই বক্তব্য দায়সারা ছিল আর সমস্যা সমাধানের আন্তরিক প্রচেষ্টার পরিকল্পনার উল্লেখের অভাব ছিল।
Sulit memang untuk menemukan perubahan yang benar-benar masif pada pemerintahan SBY. Mengapa? Keberhasilan seorang SBY sangat ditentukan oleh kualitas reformasi pada berbagai institusi dan kepentingan politik lain yang menyertai dan menopangnya. Mulai dari jajaran birokrasi, aparat penegak hukum, parleman, partai politik, dan masyarakat sipil.
তিনি শেষে বলেছেন:
Persoalannya, sejujmlah institusi tersebut masih berada dalam kondisi sekarat alias sarat masalah. Ini diperumit oleh sikap SBY yang kerap bimbang, ambigu, tidak tegas, lamban, dan cenderung kompromisti. Kita pun lantas bertanya: apakah pidato SBY kali ini masih omong doang, sama seperti penilaian banyak kalangan?…Kita tunggu dan lihat saja…
ইন্দোনেশিয়ার টুইটার জগত থেকে এখানে কয়েকটা মন্তব্য:
@ekyamiruddin: SBY banyak dikritik orang. Dan tdk keliatan demokrat mendukungnya. Hmmm, what's wrong mr president ?
@SayRizal: Presiden SBY Pidato, Banyak pejabat yg tidur, BBan, Catur, dll, Contoh seorang pemimpin yang sudah tidak punya lagi wibawa #indonesia65
@bhe_es: @fadjroel :sedih rasanya mendengar pidato kenegaraan presiden SBY,,hanya berisi pandangan dan tujuan semu yang menjadi khayalan …