- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: জিডিপি বাড়ছে, জনগণের ব্যয় বাড়ছে কি?

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, শিক্ষা, সরকার, স্বাস্থ্য

আজকে (১৫ই আগস্ট, ২০১০) প্রকাশিত জাপানের এবছরের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানে [1] আভাস পাওয়া গেছে যে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে।

সহু অর্থনৈতিক ফোরামের সদস্য বিআরওয়াই তার গত সপ্তাহের পোস্টে জিজ্ঞেস করছে যে “এই সব অর্থ কোথায় যাচ্ছে?” তিনি অস্ট্রেলিয়া, সুইডেন এবং থাইল্যান্ডের সাথে চীনের স্বাস্থ্য ব্যবস্থার তুলনা [2] করে প্রশ্ন করেছেন “চীনারা ব্যয় না করে কেন এত অর্থ সাশ্রয় করে? [3]“:

在我国,虽然正在的推进全民医保制度有助于缓解“看病贵”的问题,但保障之外的余额仍足以让一个家庭变得一无所有甚至负债累累,除非你能保证一辈子不得大病。

চীনে যে সার্বজনীন স্বাস্থ্যবীমার পদ্ধতি প্রতিষ্ঠিত হচ্ছে তা ইতোমধ্যে স্বাস্থ্য পরিসেবার মূল্য বৃদ্ধির সমাধানে মনোযোগী হয়েছে। যদি না আপনি কোন এক বড় অসুখ বাধান আপনার সারা জীবনে,এই কাভারেজের বাইরে আপনাকে খরচ করতে হবে না, কাজেই আপনার পরিবারকে ঋণের ভারে জর্জরিত হতে হবে না।

এছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স এবং ভারতের সাথে তুলনা করলে চীনে স্কুল পরবর্তী শিক্ষার খরচ কম [4]:

而在我国,大学学费近20年的时间里上涨了约25倍,而同期城镇居民人均年收入只增长了4倍,大学学费的涨幅几乎10倍于居民收入的增长。一个人本科4年最少花费2.8万元,相当于贫困县一个农民20多年的纯收入,这还没有考虑吃饭、穿衣、医疗等费用。

চীনে ২০ বছর আগের থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ ২৫ গুণ বেড়েছে। তবে একই সময়ে শহুরে এবং কিছু গ্রাম্য ছাত্র-ছাত্রীদের আয় বেড়েছে মাত্র চার গুন। কাজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ব্যয় আয়ের থেকে দশগুণ হিসেবে বাড়ছে। চার বছরের স্নাতক ডিগ্রীর জন্যে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ২৮০০০ আরএমবি [5] খরচ করতে হবে যা দারিদ্র্য পীড়িত অঞ্চলের এক কৃষকের বিশ বছরের আয়ের সমান। এই হিসেবের মধ্যে অবশ্য অন্যান্য খরচ যেমন খাবার, পোশাক এবং স্বাস্থ্য সেবা অন্তর্ভুক্ত নেই।

এর পরে করা হয়েছে চীন এবং অন্যান্য দেশের মধ্যে পেনশনের তুলনা [6]:

蒙古、朝鲜、古巴等实行计划经济的社会主义国家采取的是国家保险型的养老保险制度,国家宪法把以养老为主要内容的社会保障制度确定为国家制度,退休金支出全部由国家和企业承担,个人不交纳养老保险费。我国现阶段,国家机关事业单位实行的是国家保险型的养老保险制度,企业单位实行的是自保公助型的养老保险制度,而占全国人口多数的农民和城镇无业居民(或称灵活就业人员)要么游离于社会养老保险制度之外,要么个人必须承担全部20%的缴费。

如果上述三座大山仍不足以说明中国人爱储蓄的理由,那就加上住房。现在的房价之高足以让一个中等收入的家庭花掉大半辈子的积蓄,或者当一辈子房奴。

中国人爱储蓄是为了明天在使劲榨取今天。不是中国人守财,而是自己给自己在做保险,是想给子孙传下更多的财产。在社会保障体系还不够完善的今天,中国人只有以更忘我的奋斗,来换取一家人和下一代人富足安定。

মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া এবং কিউবার মত সমাজতান্ত্রিক দেশগুলোর পরিকল্পিত অর্থনীতির সবাই জাতীয় বীমার উপর ভিত্তি করে একটি অবসরভাতার পদ্ধতি প্রয়োগ করে। এই জাতীয় বীমা এইসব দেশের সংবিধানের দ্বারা সংরক্ষিত একটি সামাজিক বীমা যাতে অবসর পরবর্তী খরচ পুরোটাই সরকার বহন করে এর সুবিধাভোগীদের মাসে মাসে পেনসন ফি প্রদান করা ছাড়াই। বর্তমানে চীনে সরকারী কর্মচারীরা পুরোনো জাতীয় বীমার পদ্ধতির মত একটি মডেল ব্যবহার করে। এবং কর্পোরেট জগৎ বেসরকারী অর্থায়নের একটি ব্যক্তিগত বীমা মডেলের অবসরভাতা পদ্ধতি ব্যবহার করে। শহর এবং গ্রামের কৃষক, বেকার নাগরিকরা (এবং যাদের স্থায়ী আয় নেই), যারা দেশের বেশীরভাগ জনসংখ্যার অংশ, এইসব পুরোনো আমলের সামাজিক বীমার আওতায় নেই অথবা তাদের বেতনের ২০% দিয়ে এর অন্তর্ভুক্ত হতে পারে।

যদি এই বিষয়গুলো যথেষ্ট না হয় চীনাদের সঞ্চয়ের মনোভাবের জন্যে, তাহলে আপনি বাড়ির ব্যাপারটি যোগ করতে পারেন। বর্তমানে বাড়ির মূল্য এমন হয়েছে যে একজন মধ্য আয়ের পরিবারের সুযোগ আছে তার জীবনের সব সঞ্চয়ের অর্ধেক খরচ করে একটি বাড়ি কিনতে পারবে বা তার বাকী সারা জীবন মর্টগেজের চাকর হয়ে থাকবে।

চীনারা সবসময়েই সঞ্চয় করে কারণ আজকে যা কষ্ট করে সঞ্চয় করা হচ্ছে তা কালকে কাজে লাগবে। চীনারা অর্থের লগ্নিকারী নয়, বরঞ্চ তারা তাদের নিজেদেরই বীমা করছে, এবং তাদের সন্তানদের জন্যে কিছু সঞ্চয় করতে চেষ্টা করছে। সেই পুরোনো সামাজিক পদ্ধতি এখন নেই বলে চীনাদের একমাত্র উপায় হচ্ছে তাদের পরিবারের এবং সন্তানদের ভবিষ্যৎের জন্যে বর্তমানে কষ্ট করে যাওয়া।

এর সাথে সম্পর্কিত: ব্যাংকগুলোও আশানুরুপ সাফল্য দেখাচ্ছে [7]

(এই পোস্টে ব্যবহৃত আরএমবি১০০ নোটের ছোট ছবিটির [8] জন্যে কৃতজ্ঞতা ফ্লিকার ব্যবহারকারী কোমার ঝাওয়ের কাছে।)