- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পেরু: জাতীয় ফুটবল দলকে প্রশিক্ষণ দিতে মার্কারিয়ানকে নিয়োগ দেয়া হয়েছে

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, পেরু, খেলাধুলা, নাগরিক মাধ্যম

গত ২৮ বছর ধরে পেরু তাদের জাতীয় ফুটবল দলকে ফিফা বিশ্বকাপে খেলতে দেখছে না [1]। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ২০১০ সালের বিশ্বকাপের জন্যে স্থান নির্ধারনী টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে পেরু তালিকার সবচেয়ে নীচে ছিল। জুলাইয়ের প্রথম দিকে পেরুর ফুটবল ফেডারেশন ঘোষণা দেয় যে উরুগুয়ের সের্গিও মার্কারিয়ানকে [2] জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে যে দল অনেক বিতর্কের মধ্যে দিয়ে গেছে [3] তাকে নেতৃত্ব দিতে যেই লোক আসছেন তাকে নিয়ে পেরুর ব্লগাররা প্রতিক্রিয়া জানিয়েছে।

মেইওর হাবলার দে সিয়েরটাস কোসাস (কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে বলা ভাল) ব্লগের লেখক লুই ভিজিল দাভিলা এই প্রশিক্ষকের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন [4]

Como se recuerda, el popular ‘Mago’, que ya dirigió a Universitario y a Sporting Cristal, club que sacó subcampeonato de la Copa Libertadores en 1997, siempre estuvo en la mira de la FPF para reemplazar en el cargo de seleccionador a José del Solar.

অনেকে হয়ত স্মরণ করবে যে জনগ্রিয় ‘মাগো’ {যাদুকর} যিনি ইতোমধ্যে ইউনিভার্সিটারিও [ফুটবল ক্লাব] এবং স্পোর্টিং ক্রিস্টাল [ফুটবল ক্লাব] এর প্রশিক্ষক হিসেবে ছিলেন, সবসময়ই তিনি ফুটবল ফেডারেশনের লক্ষ্য হিসেবে ছিলেন প্রাক্তন ম্যানেজার জোসে ডেল সোলার [5] যাবার পরে। তার নেতৃত্বে স্পোর্টিং ক্রিস্টাল ১৯৯৭ সালের লিবেরটাটোর্স কাপের রানার্সআপ হয়।

ফুটবল পেরুয়ানো ফুলবিটো ই ফুলভাসো ব্লগের লেখক যিনি নিজেকে “একজন সাধারণ ফুটবল প্রেমী যার বিশেষজ্ঞ হবার দরকার নেই” হিসেবে বর্ণনা করেন, সেই চুড়ান্ত আশাকে ব্যক্ত করেছেন [6] যা পেরুর প্রতিটি ফুটবল প্রেমী মার্কারিয়ানের নিয়োগের মাধ্যমে দেখতে পাচ্ছে:

El flamante entrenador de la selección peruana de fútbol, Sergio Markarián, expresó que hará todos los esfuerzos por clasificar a Perú al Mundial Brasil 2014 y añadió que su deseo es que ese logro se convierta en el mejor trabajo de toda su carrera deportiva.

পেরুর জাতীয় ফুটবল দলের নতুন কোচ সের্গিও মার্কারিয়ান বলেছেন যে তিনি তার যথাসাধ্য চেষ্টা করবেন ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের বিশ্বকাপে পেরুর স্থান নিশ্চিত করতে চেষ্টা করবেন। তিন আশা করেন যে এই ফলাফল তার সমস্ত প্রশিক্ষক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হবে।

তবে মার্কারিয়ান তো আর নিজে গিয়ে গোলগুলো দিয়ে আসতে পারবেন না। তাকে পেরুর খেলোয়াড়দের উপর নির্ভর করতে হবে ফলাফল অর্জনের জন্যে। আগামী ৪ঠা সেপ্টেম্বর তিনি প্রথম সুযোগ পাবেন তা দেখানোর যখন তার দল কানাডায় একটি শুভেচ্ছা ম্যাচে অংশ নেবে। অট্রাস টার্ডেস ব্লগ সেই সমস্ত খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে [7] যাদের মার্কারিয়ান ডেকেছেন প্রশিক্ষণের জন্যে। গ্রুপ ব্লগ আলিয়ান্জা লিমা কোরাজন [8] সেইসব ‘বিদেশী’ ফুটবলারদের কথা বলছেন যারা পেরুর খেলোয়ার কিন্তু বিদেশে আন্তর্জাতিক ক্লাবের হয়ে খেলেন:

El “Mago” expresó su entusiasmo por empezar a entrenar con la selección. “No quiero esperar más, quiero empezar con los jugadores que más o menos he visto y el tiempo lo dirá”. Markarián señaló que no se puede contar con los extranjeros en los entrenamientos. “En la tercera convocatoria recién vamos a contar con los extranjeros”, añadió.

‘মাগো’ জাতীয় তল নিয়ে কাজ শুরু করে দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আমি আর অপেক্ষা করতে পারছিনা। যেসব খেলোয়াড়দের আমি পাচ্ছি তাদের নিয়েই আমি কাজ শুরু করতে চাই এবং সময়ই বলে দেবে। মার্কারিয়ান বলেছেন যে তিনি ‘বিদেশী'দের প্রশিক্ষণে পাবার আশা করেন না। “তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণে আমরা হয়ত এই বিদেশী খেলোয়াড়দের পাব,” তিনি বলেছেন।

যখনই একটি জাতীয় দলের জন্যে নতুন কোচ নেয়া হয়, তার বেতনের কথা সামনে চলে আসে। প্রেগুন্টা ব্লগের লেখক মার্টিন বেয়াস নুনেজ জিজ্ঝেস করেছেন “কেন সের্গিও মার্কারিয়ান ৭৬০,০০০ মার্কিন ডলার আয় করবেন? [9]” এবং পাঠকরা উত্তর দিচ্ছেন:

Entiendo que el futbol sea un ambiente, donde las cifras de dinero son extraorbitantes, pero llendo (sic) más alla de eso, si la FPF le paga el sueldo a Sergio Markarian, quién aprueba este salario TAN SALIDO de nuestra REALIDAD ? (Si los impuestos de los peruanos no le pagan el sueldo, aún asi no estamos exagerando un poco ? )

আমি বুঝি যে ফুটবল অঙ্গনে হয়ত টাকার ছড়াছড়ি, কিন্তু যদি পেরুর ফুটবল ফেডারেশন সের্গিও মার্কারিয়ানকে এই পরিমাণ টাকা দেয় তাহলে প্রশ্ন জাগে যে কে এই বেতন ঠিক করেছে যা বাস্তবের থেকে অনেক দুরে? যদিও তার বেতন পেরুবাসীর আয়কর থেকে যাচ্ছে না তবুও আমরা কি একটু বাড়াবাড়ি করে ফেলছি না?

মার্কারিনের পেছনে এই পরিমাণ টাকা খরচ করার পর অনেকেরই তার প্রতি উচ্চাশা থাকবে। জাভিয়ের পারেদেশ @জাভিয়েরপারেদেশ [10] এর কিছু বাস্তবসম্মত কথা আছে:

Mucha adulacion a Markarian, no quiero ni imaginarme q dira la prensa cuando Peru pierda 3 partidos seguidos

মার্কারিয়ানকে নিয়ে অতিপ্রশংসা অনেক আছে, আমি ভাবতেও চাচ্ছি না যে মিডিয়া কি বলবে যখন পরপর তিনটি ম্যাচ হারবে।

মোটের উপর পেরুর ফুটবলপ্রেমীদের অনেক উচ্চাশা আছে জাতীয় দলের কোচ সের্গিও মার্কারিয়ানকে নিয়ে। সময়ই বলবে যে এই উরুগুয়েবাসী তার নামের মতই কোন যাদু দেখাতে পারেন কি না।