চীন: যৌন কর্মীদের কাজের বৈধতা দাবি, সংগঠক গ্রেফতার

গত বুধবার দক্ষিণ মধ্য চীনের (সাউথ সেন্ট্রাল চায়না) উয়ুহান-এর রাস্তায় যৌন কর্মী এবং তাদের সমর্থকরা সেখানে গিয়ে লাল ছাতা নিয়ে দাঁড়ায়, তারা গণিকাবৃত্তিকে বৈধ ঘোষণা করার জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে।

এদের মধ্যে একজন হুলিগান স্প্যারো। তিনি কয়েক বছর আগে অনলাইনে নিজের নগ্ন ছবি প্রকাশ করে পরিচিত হয়ে উঠেন এবং বর্তমানে তিনি একটি মাহিলা অধিকার সংস্থা পরিচালনা করছেন। তিনি তার টুইটার প্রোফাইল বা বৃত্তান্তে নিজেকে, “নারীবাদী, পতিতাবৃত্তি আন্দোলনের সদস্য এবং যৌন কর্মী” হিসেবে বর্ণনা করেছে। রোববার ঠিক দুপুরের পরে হুলিগান স্প্যারো টুইটারে সংবাদ প্রকাশ করেন যে, পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে।

শুক্রবারে হুলিগান স্প্যারো তার দরখাস্ত সংগ্রহ কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করে:

[লিঙ্ক১]

[লিঙ্ক২ **০৮/০৬ বিশেষ তথ্য: প্রথম ভিডিওটি ভুলক্রমে দুবার যুক্ত করা হয়েছিল। এটি সংশোধন করা হয়েছে, হুয়ানকে ধন্যবাদ!]

তিনি একই সাথে ছবি এবং তার একটি ব্লগ পোস্ট প্রকাশ করেন, যা এক সুরে গাঁথা হয়েছে:

我不知道这算不算中国的NGO第一次上街倡议性工作者合法化,这对于我们工作组来说,是一个非常郑重的决定。

আমি ঠিক জানি না এটাই কি প্রথম এ ধরনের কর্মকাণ্ড কিনা, যখন চীনা বেসরকারি প্রতিষ্ঠান রাস্তায় নেমে যৌন কর্মীদের কাজকে বৈধ করার আহ্বান জানাচ্ছে, তবে আমাদের মত কর্মী দলের জন্য, এটা প্রচলিত ধারার সিদ্ধান্ত যার মধ্যে দিয়ে এ ধরনের কাজটি করা হচ্ছে।

以前我并不打算去要求合法,只希望姐妹的权益在目前的环境下,能够更大化地得到保护。

এর আগে, বৈধ করণের দাবী জানানোর কোন ইচ্ছা আমার ছিল না। আমি কেবল আশা করতাম যে বর্তমান রাষ্ট্রীয় ঘটনার মধ্যে আমাদের বোনদের অধিকার এবং দাবি আরো বড় আকারে নিরাপত্তা লাভ করবে।

但今年疯狂的严打,让我绝望。每天打开新闻,看到全国铺天盖地的扫黄行动,看到镜头下,姐妹们低着头,捂着脸,被游行,被曝光,被社会残暴地扯到大庭光众之下羞辱,我就决定了,我不能再迟疑,不能再软弱,必须要有一种坚定的声音来反对他们这么做。

তবে পতিতাদের উপর এ বছরের আক্রমণের ঘটনা ছিল এক উন্মাদনা মূলক কাণ্ড এবং তা আমাকে হতাশ করা এক জায়গায় নিয়ে যায়। প্রতিদিন যখন আপনি খবরের দিকে তাকান, তখন আপনি দেখতে পাবেন, যৌনতা এখানে, সারাদেশের সব জায়গায় অপরাধ হিসেবে চিহ্নিত; যখন তারা ক্যামেরা দেখে, তখন বোনেরা হাত দিয়ে তাদের মুখ ঢাকে, যেন তাদের এক জায়গায় জড় করা হয়েছে, তাদের চেহারা সবার সামনে উন্মোচিত হবে এবং তারা জন সম্মুখে অপমানিত হবে। কাজেই আমি সিদ্ধান্ত নিলাম আমি আর সিদ্ধান্তহীন থাকব না অথবা এই বিষয়ে গা ঢাকা দিয়ে থাকব না। তাদের প্রয়োজন সেই জনতার বিরুদ্ধে এক জোরালো আওয়াজ যারা তাদের এভাবে চিহ্নিত করে।

是的,我提倡合法化,就在扫黄严打的风口浪尖上!

হ্যাঁ, আমি বৈধকরণের পক্ষে এবং আমার এই লড়াই যৌনতাকে শাস্তি প্রদানের বিরুদ্ধে।

几十年来,扫黄一直就是作秀,扫黄从来没有什么社会成果,从来都是今开打,明天开,东边打,西边开。除非是消灭人权,灭绝人性,否则,根本压制不住,人口比例失调,单身性压抑带来的强大社会需求。

দশকের পর দশক জুড়ে, এই সমস্ত পাপ দুর করার অভিযান পরিচালিত হয়েছে; যৌন পাপের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে কোন ধরনের সামাজিক পরিবর্তন ঘটেনি, এটি সব সময় একদিন ছিল এর বিরুদ্ধে অভিযান, পরের দিন, পূর্বের অভিযান অনুসরণ করেছে পশ্চিমের আক্রমণের ঘটনাকে। মানবাধিকার অথবা মানবতাকে মুছে ফেলা এই ধরনের দমন কখনই টিকে থাকে না। লিঙ্গীয় অনুপাত যা ভারসাম্যহীন, একটি একক [পুরুষের উপর] প্রচণ্ড যৌন চাপ, বিশাল এক সামাজিক দাবী তৈরি করে।

我们今天到了街头。

কাজেই আমরা আজ রাস্তায় নেমে পড়েছি।

许多人对我们的提倡不理解,一些路人表情怪异,这大概是他们第一次发现,有这么怪的事情,居然还有人提倡性工作合法化。一些中年的妇女,更是不理解,她们说,“合法?合法那社会不乱套了吗?”

所有的人,都对国家机器,国家机构的管理能力,没有信心,他们认为一合法,全国的女人都会去做妓女。

合法化纳入管理,可以控制从业的人数,审查从业者的年龄,根本不会是全国的女人都做妓女,而市场也有自我调控能力,当全国的女人都做妓女,性变得便宜了,做白领跟做性工作者工资同等时,女人们自然会有更偏向主流的选择。

অনেক লোক বুঝতে পারছে না আমরা কিসের কথা বলছি এবং অনেক পথিক আমাদের দিকে অদ্ভূত দৃষ্টিতে তাকাচ্ছে- বেশির ভাগের ক্ষেত্রে এই প্রথমবার তারা দেখতে পাচ্ছে একদল মানুষকে যারা যৌন কর্মকে বৈধ করার আহ্বান জানাচ্ছে- এ ব্যাপারে তাদের এক অদ্ভূত অনুভূতি রয়েছে। কয়েকজন মধ্য বয়সী নারী এমনকি এ বিষয়টিকে অনেক কম উপলব্ধি করেছে। “একে বৈধ করা”? এটা কি সমাজকে নীচের দিকে নামাবে না?

আপনি দেখতে পাচ্ছেন, রাষ্ট্র যন্ত্রের ক্ষমতা সম্বন্ধে কারো আত্মবিশ্বাস নেই এবং কর্তৃপক্ষ কেবল আদেশ দিতে পারে; তারা যেভাবে বিষয়টিকে দেখে, যদি যৌন কর্মকে বৈধ করা হয়, তাহলে সারা দেশের সকল মহিলার পতিতায় রুপান্তরিত হবে।

বৈধকরণ, যা প্রশাসনের সাথে মিলিত হয়ে করা হবে, তারা সংখ্যা ও বয়সের উপর নিয়ন্ত্রণ করার অধিকার প্রদানের মাধ্যমে কাজটি করবে এবং তা কখনোই সকল নারীকে পতিতা বানানোর দিকে ঠেলে দেবে না। এর বাইরে বাজার নিজে নিজেকে নিয়ন্ত্রণ করবে; যদি সকল নারী পতিতাবৃত্তির পেশা বেছে নেয় এবং যৌনতা উপভোগের বিষয়টি যদি সস্তা হয়ে পড়ে, যেমন তাদের সাথে উচ্চ স্তরের (শিক্ষিত) পেশায় রয়েছে এমন কর্মীদের বেতন একই সমান, সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই নারীরা আরো মূল ধারার সাথে মিশে যাবে।

合法,并不等于放纵,泛滥。只是让现在的行业,阳光化。

但她们的脑袋,从来都不关心社会问题,早就锈掉了,去跟她们讨论这些有意义吗?她只会考虑到,合法化了,她的老公,就会明目障胆去找小姐了,法律不能帮助她来管男人了。

বৈধকরণ বিষয়টি, সীমাবদ্ধ না করা বা যাচাই না করে ছেড়ে দেবার মত বিষয় নয়। এর মানে হচ্ছে বর্তমানে পেশাটিকে উন্মুক্ত করে দেওয়া।

কিন্তু এই সমস্ত নারী, যাদের সামাজিক সমস্যাকে কখনো তেমন একটা বিবেচনায় রাখা হয়না এবং যাদের মনে অনেক আগে মরিচা পড়ে গেছে, তারা কি নিজেদের কোন প্রয়োজনীয় আলোচনায় যুক্ত রাখবে? একটি মাত্র বিষয় তাদের চিন্তা তা হচ্ছে, এটা কি বৈধ করা হবে, তাদের স্বামীরা প্রকাশ্যে বা বার বার পতিতাদের সাথে মিলিত হতে যাবে কি যাবে না (বলা যায়, মোটের উপর এই আইন তাদের স্বামীদের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে কোন সাহায্য করতে পারে না)।

一个中年妇女,是我们坚定地支持者。她是街边卖报纸的阿姨,“你们这样有用吗?没有用的,社会已经坏掉了,当官的,就只知道自己捞钱,哪会管百姓死活?”

“你这样做不仅没有用,还会把自己累死!”

“你这样做,政府给你钱吗?政府感谢你吗?”

我只能笑。

但她很气愤。

“你是什么人,什么单位的?你是学生吗?”

যদিও একজন মধ্যে বয়স্ক নারী আমাদের দৃঢ়তার সাথে সমর্থন দিয়ে যাচ্ছেন। রাস্তার ধারের এক সংবাদপত্র বিক্রেতা সেই মহিলাটি আমাদের জিজ্ঞেস করেছে, তোমরা যে এই সমস্ত কাজ করছ তার পেছনে যুক্তি কি? এটা প্রয়োজনহীন, সমাজ ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে এবং কর্মকর্তারা, তারা কেবল একটাই কাজ জানে, কিভাবে নিজেদের জন্য টাকা বানাতে হয়, কেন তারা আমাদের একটা কালো কাপড় প্রদান করবে?

“এটা কেবল অপ্রয়োজনীয় নয়, যদি তোমরা এভাবে চলতে থাক তাহলে তোমরা তোমাদের নিজেদের পুড়িয়ে ফেলবে”!

“তোমরা যা করছ সরকার কি তার জন্য তোমাদের টাকা প্রদান করবে? এমনকি তারা তোমাদের কি এর জন্য ধন্যবাদ জানাবে”?

এ সকলের জবাবে আমি কেবল হাসলাম।

কিন্তু সে সত্যি রাগান্বিত ছিল।

“যাই হোক আসলে বল কে তুমি? তুমি কার জন্য কাজ কর? তোমরা কি ছাত্রী”?

我告诉他,我是一个社会组织的负责人,我们做了五年了。我也告诉她,我并不指望立刻改变,中国确实存在官员腐败的问题,正因为如此,才需要民众出来监督,发出声音,那他们才会改变。一年没有变化,我们花五年来争取,五年不行就十年,十年不行,一百年,总会改变的。

她仍然绝望地断言,但她说,只可惜她不认识字,否则报纸不卖了,就跟我一起干了。

আমি তাকে বললাম যে আমি এক সম্প্রদায় সংগঠক, আমি পাঁচ বছর ধরে এই কাজ করছি। আমি তাকে বললাম যে, আমি দ্রুত কোন পরিবর্তন আশা করি না, এবং বাস্তবতা হচ্ছে কর্মচারীরা এতটা দুর্নীতিগ্রস্ত, এই সুনির্দিষ্ট কারণে নাগরিকদের এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত এবং তাদের পর্যবেক্ষণ করা উচিত, নাগরিকদের কণ্ঠস্বর তুলে ধরা উচিত, কেবলমাত্র তখনই তারা বদলে যাবে। এখন থেকে এক বছরের মধ্যে কিছুই না বদলায় তাহলে আমরা লড়াইয়ে জন্য পাঁচ বছর ব্যয় করব; যদি পাঁচ বছরে কিছুই না বদলায়, তাহলে আমরা দশ বছর লড়াই করব অথবা যদি প্রয়োজন হয়, তাহলে শত বছর ধরে লড়াই করব; এক সময় সবকিছু পাল্টে যাবে।

এই অবস্থায়, সে হঠাৎ চুপ হয়ে গেল এবং তারপর সে বলল, এটা খুব খারাপ একটা বিষয় যে সে পড়তে পারে না। অন্যথায় সে সংবাদপত্র বিক্রি করা বন্ধ করে লড়াই করার জন্য আমাদের সাথে যোগ দিত।

我没有想到,一个没有文化的卖报的阿姨,面对社会问题,有如此大气的胆识。她比起在街边那些稀里糊涂,看着展版傻笑的,所谓受过高等教育的人,强了不知道多少倍。

有几个年轻人,支持我们的签名,他们认为,应该合法化,并提到台湾也有人在倡议合法。

还是需要拓展视野,中国百姓的生活太闭塞,信息太闭塞,她们根本不知道做为人,自己拥有的权益,和应该尊重别人的权利。
而今天,我上街倡议合法化,是在行使一个人群的表达权,话语权!

不管你支不支持,性工作者有权利发出自己的声音,表达自己的诉求。

请不要阻止我们,请给性工作者一个发声的空间。

আমি আশা করিনি যে এক অশিক্ষিত মধ্য বয়স্ক সংবাদপত্র কর্মীর মত এক মহিলা সামাজিক সমস্যা মোকাবেলার মত এতটা সাহসী হতে পারবে। তুলনায় মূর্খ ব্যক্তিরা চারপাশে দাঁড়িয়ে আমাদের পোস্টার পরার পর মূর্খের মত হাসি দিয়েছে। তারা নিজেদের উচ্চ শিক্ষিত ব্যক্তি হিসেবে দাবী করে, তাদের তুলনায় সে শতগুণ শক্তিশালী।

কিছু তরুণ তুর্কী আমাদের দরখাস্তে স্বাক্ষর করেছ; তাদের দৃষ্টিতে, এই পেশাটিকে বৈধ করা উচিত, এমনকি তাদের কয়েকজন জানালো যে তাইওয়ানে এখন একই ধরনের এক প্রচারণা চলছে।

এখনো এর জন্য এক উদারনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। চীনের নাগরিকরা জীবন থেকে বিচ্ছিন্ন, তথ্য জানা থেকে দুরে, তাদের অনেকে জানে না বেঁচে থাকার মানে কি, নিজেদের অধিকার ও আগ্রহ অথবা শ্রদ্ধা না পেলে, তারা কিছু মনে করে না। যৌন কর্মকে বৈধ করার আহ্বান জানিয়ে আজ আমার রাস্তায় নেমে স্রেফ অনুশীলন করছি আমার বাক স্বাধীনতা এবং অধিকার-এর, এটি করছি এই জন্য যাতে সবাই তা শুনতে পায়!

আপনি তাদের সমর্থন করেন বা না করেন, যৌন কর্মীদের অধিকার রয়েছে তাদের অধিকার তুলে ধরার এবং নিজেদের দাবি প্রকাশ করার ।

দয়া করে আমাদের থামানোর চেষ্টা করবেন না। তার বদলে যৌন কর্মীদের কথা বলার জন্য একটা জায়গা প্রদান করুন।

সিনা ব্লগার লি গঙ যৌন কর্মকে বৈধ করার বিষয়টি প্রবেশ করেছেন ১৮ জুলাইতে পোস্ট করা তার লম্বা পোস্ট, এই মূহূর্তে চীনের উচিত পতিতাদের নয় দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের ধরা-প্রবন্ধটিতে। এই পোস্টে তিনি বেশ কিছু কারণ উল্লেখ করেন, কেন চীন এ রকম একটা কাজের জন্য তৈরি :

从历史上看;改朝换代大多是因与官员腐败有关。而无因卖淫嫖娼有关。最近从北京开始打击卖淫嫖娼行动,全国各地也开始了,从网民反映中看出支持度不是很高,网民好象是同情卖淫理解嫖娼居多,好多网民还是要求惩治腐败的。

本人认为;惩治腐败是政府目前的首要工作,[…] 基于目前社会现状,我认为打击卖淫嫖娼不是政府的要务,应修改现行法律,允许卖淫嫖娼合法化,具体理由是:(1)卖淫合法化可以使我国性服务行业由非法隐蔽转向合法公开,有利于政府加强对卖淫人员健康的管理,防止艾滋病以及其它性疾病的传播;(2)卖淫合法化可以改变我国性服务行业长期受公权力庇护而得以非法存在的现状,减少国家权力腐败;(3)卖淫合法化有助于重塑国家法律权威,不至于再出现“小姐”集体宣誓,公然挑逗国家法律的尴尬局面。

ঐতিহাসিকভাবে শাসকদের পরিবর্তনের কারণ দুর্নীতির সাথে সম্পর্কিত, পতিতাবৃত্তির সাথে নয়। সম্প্রতি বেইজিং পতিতাবৃত্তি বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করে, এর পরই সারা দেশে একই অভিযান চালানো হয়। নেটবাসীদের প্রতিক্রিয়ার বিচার করলে দেখা যাচ্ছে এর প্রতি সমর্থন খুব বেশি নয়। এটা দেখে মনে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ নেটবাসী পতিতাবৃত্তির প্রতি সহানূভূতিশীল এবং যারা তাদের সেবা গ্রহণ করে একই সময় দাবী করেছে যে দুর্নীতি উপড়ে ফেলার।

ব্যক্তিগতভাবে আমি অনুভব করি যে দুনীতির বিরুদ্ধে লড়াই করা বর্তমানে সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সামাজিক অবস্থার ক্ষেত্রে পতিতাবৃত্তির বিরুদ্ধে লড়াই এবং আইনী অভিযান সরকারে গুরুত্বের মধ্যে পড়ে না। যা বর্তমান আইনকে সতর্ক করে দেবে এবং পতিতাবৃত্তির বিষয়টির আইনগত ভিত্তি দেবে এবং তার সাপেক্ষে আবেদন রাখবে। এর জন্য কারণগুলো হচ্ছে; ১) পতিতাবৃত্তিকে বৈধ করা, এর ফলে চীনের যৌন সেবা শিল্পকে অবৈধ পথে যেতে হবে না এবং তার বদলে তা বৈধ এবং উন্মুক্ত হয়ে যাবে, এর ফলে সরকারের পক্ষে পতিতাদের স্বাস্থ্য নিয়ন্ত্রণ এবং এইচআইভি ও অন্য সব যৌন পরিবাহী (সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডিএস) রোগ প্রতিরোধ করা সম্ভব হবে; ২) পতিতাবৃত্তির বৈধকরণ বর্তমান অবস্থার বিকল্প, যা চীনের যৌন শিল্পকে কর্তৃপক্ষের কারণে অবৈধ ভাবে চলার মত ঘটনাটিকে অপসারিত করে তাকে কাজ করার সুযোগ করে দেবে; ৩) পতিতাবৃত্তির বৈধতা রাষ্ট্রীয় আইনের পুনঃ নিয়ন্ত্রণের সাহায্য করবে, যা “মহিলাদের” এ পুনরায় যৌথ শপথ নেবার হাত থেকে রক্ষা করবে অথবা অন্য কোন বাজে পরিস্থিতি তৈরি হবার সুযোগ প্রদান করবে না, যে সমস্ত পরিস্থিতি রাষ্ট্রীয় আইনকে চ্যালেঞ্জ করে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .