বিশ্ব: মোজিলা ড্রামবিট উন্মুক্ত ওয়েব-এর বিস্তৃতি ঘটানোর চেষ্টা করছে

মোজিলা ফাউন্ডেশন, ইন্টারনেট ব্রাউজিং সফ্টওয়্যার ফায়ারফক্স এর নির্মাতা। তারা ড্রামবিট নামক এক প্রকল্পের উদ্বোধন করেছে। এটি এমন এক প্রকল্প যার মাধ্যমে বিভিন্ন বৈচিত্র্যময় প্রেক্ষাপটের এবং বিশ্বের বিভিন্ন অংশের লোকেদের এক করার চেষ্টা করা হবে, যাদের লক্ষ্য থাকবে ওয়েবকে উন্মুক্ত করে রাখার এক প্রচারণা। শিক্ষক, প্রযুক্তিবিদ, ডিজাইনার, ডেভেলপার, আইনজীবী, অনুবাদক: যারা ওয়েব ব্যবহার করে এমন সব পেশার লোক এবং যারা ওয়েব ভালোবাসে তাদের আহ্বান জানানো হয়েছে, যাতে ওয়েবকে আরো উন্নত করা যায় এবং এটিকে উন্মুক্ত এবং বিনে পয়সায় ব্যবহার করা সম্ভব হয়।

ড্রামবিটের সকল কর্মকাণ্ড কেবলমাত্র ওয়েবকে উন্মুক্ত রাখার এবং তার উন্মুক্ত স্বভাবকে বজায় রাখার জন্য:

আমরা এক আন্দোলনকে প্রজ্বলিত করতে চাই। আমরা আগামী ১০০ বছরের জন্য ওয়েবকে উন্মুক্ত করে রাখতে চাই। এর প্রথম ধাপ: আপনাকে এমন এক কাজের জন্য আমন্ত্রণ জানানো যা ওয়েবকে সাহায্য করতে পারে। এটাই ড্রামবিট-এর ব্যবহারিক প্রকল্প এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করা, যা বুদ্ধিমান ও সৃষ্টিশীল লোকদের জড় করবে, তাদের বড় মাপের চিন্তা, সমস্যা সামাধান এবং উন্মুক্ত ওয়েব নির্মাণের জন্য।

উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ইউনির্ভাসেল সাবটাইটেল। এটি একটি সফ্টওয়্যার নির্মাণ প্রকল্প এবং ওয়েবে প্রতিদিন যে সমস্ত ভিডিও জমা পড়ে সেই সমস্ত বিদেশী ভাষার উপাখ্যান, শিরোনাম এবং অনুবাদ করার এক বিশ্ব সম্প্রদায়। ব্রেট গেইলর-এর ওয়েবমেডমুভিস (আরআইপি: দি রিমিক্স মেনিফেস্টোর পরিচালক), এক সৃষ্টিশীল গবেষণার রূপান্তর, যে ভাবে আমরা ওয়েবে ভিডিও নির্মাণ এবং তার অভিজ্ঞতা লাভ করি, এবং পি২পি‌ইউ স্কুল অফ ওয়েবক্রাফট যা ওয়েব ডেভেলপ বা উন্নয়ন-এর দক্ষতা লাভের জন্য নতুন এক উপায়, যার মাধ্যমে শিক্ষা প্রদান এবং শিক্ষা লাভ করা যায়।

সাওপাওলোতে মোজিলা ড্রামবিট, জুন ২০১০, ছবি ডিয়োগো কেসেয়াস।


ড্রামবিটের ওয়েবসাইটে অন্য বেশ কিছু কৌতুহলজনক প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছে। হেল্প মি ইনভেস্টিগেট একটি প্রকল্প, এটি অনুসন্ধানমূলক সাংবাদিকতার ক্রাউড সোর্সিং (মূলত আউটসোর্সিং-এর সাথে যুক্ত, অনেকের মধ্যে থেকে প্রয়োজনীয় অংশ বের করা) এর জন্য করা হয়েছে, যা অনুসন্ধান প্রক্রিয়াকে ছোট ছোট অংশে ভেঙ্গে ফেলে যাতে স্বেচ্ছাসেবীরা তদন্ত কাজে সাহায্য করতে পারে এবং সংবাদের তথ্যটিকে যাচাই করতে পারে। বর্তমান প্রকল্পের পাতাটি যাচাই করে দেখুন।

মার্চ ২০১০ এ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মোজিলা ড্রামবিট-এর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হয়েছে। ওয়েবে এই প্রকল্পে কাজের জন্য লোকদের জড় করা ছাড়াও, মোজিলা দলটিকে স্থানীয় এলাকা ও শহরের মানুষদের সাথে মিলিত হবার জন্য উৎসাহিত প্রদান করেছে যাতে উন্মুক্ত ওয়েব নিয়ে আলোচনা করা যায়।

এখন পর্যন্ত ব্রাজিলে ড্রামবিটের চারটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে: সাম্প্রতিকতম অনুষ্ঠানটি সাও পাওলোতে অনুষ্ঠিত হয়েছে [পর্তুগীজ ভাষায়] এবং দেশটির ১৩ বিভিন্ন অঞ্চল থেকে ব্যক্তিরা এখানে জড় হয়েছিল: দেশের একেবারে দক্ষিণে আমাজানের গহীন থেকে লোকেরা এসেছিল। এ ছাড়াও প্যারিস, টরোন্টো এবং বুলগেরিয়ায় ড্রামবিটের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতীতের অনুষ্ঠান এবং সামনে আগত অনুষ্ঠান সম্বন্ধে তথ্য পাওয়া যাবে এই পাতায়

একটি সীমাবদ্ধ ইন্টারনেট, উদ্ভাবনী ক্ষমতা এবং বাণিজ্যকে ধীর গতির করে ফেলতে পারে এবং সহযোগিতামূলক কর্মকাণ্ডকে নষ্ট করে ফেলে। ওপেন ওয়েবকে প্রযুক্তিগতভাবে ওয়েলেড গার্ডেন, রোডব্লক, গেটকিপারস, সেন্ট্রালাইজেশন নামক নিয়ন্ত্রণ উপাদান ও ব্যাক্তিগত গোপনীয়তা নিয়ন্ত্রণ এর মাধ্যমে হুমকির মুখে ফেলা হয়। এ কারণে ড্রামবিট এটিকে উন্মুক্ত করার জন্য এই সমস্ত চিন্তা করছে এবং ব্যক্তির কাছে যাচ্ছে, যাতে এটা নিশ্চিত করা যায় যে ওয়েব সব সময় উন্মুক্ত এবং স্বাধীন থাকে। একটি প্রকল্প শুরু করুন অথবা এমন একটি প্রকল্পে যোগ দিন যা ইতোমধ্যে চালু রয়েছে!

একটি ঘোষণা: যে দলটি ব্রাজিলে মোজিলা ড্রামবিট এর কার্যক্রম পরিচালনা করছে সেই দলের আমি দিয়েগো কেসেয়াস একজন সদস্য

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .