ফিলিপাইনস: ব্লগাররা কৃষকদের সমস্যার অভ্যন্তরে প্রবেশ করেছে

ছবি ফটোব্লগারের কাছ থেকে পাওয়া

ফিলিপাইনসের গ্রামাঞ্চলের বেশির ভাগ কৃষক এখনো পুরোনো সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থা, চড়া সুদের ব্যবহারের ও গ্রামীন অবকাঠামোর অনুন্নয়নের কারণে আজও সমস্যার মধ্যে রয়েছে, যা কৃষি খাতে যান্ত্রিকীকরণের অভাব এবং শস্য ক্ষেত থাকে বাজারে যাবার রাস্তার ক্রমেই খারাপে পরিণতি হবার মধ্যে দিয়ে প্রতিফলিত।

কয়েকজন ফিলিপিনো ব্লগার একটি বাণিজ্যিক যাত্রায় সেবু সিটির পবর্তের আশেপাশে এক ভ্রমণে যায়, যে এলাকা “কামপরহান সুপারমার্কেডো” নাম এক প্রকল্পের সাথে সম্পর্কিত। এটি স্থানীয় ব্যবসায়ীদের দলের এমন এক প্রকল্প, যার লক্ষ্য গ্রামে বাস করা কৃষক ও তার শহরের সমৃদ্ধ বাজারের মধ্যে যে দূরত্ব তা দুর করা।

কেবলমাত্র প্রচারণা ও প্রচার মাধ্যমে বাড়তি মনোযোগ প্রদান করা ছাড়াও এই প্রকল্পে ব্লগাররা সিটিও কানটিপালা, টুয়ানানা, চেবু সিটিতে বাস করা কৃষকদের জীবন যাত্রা কেমন তার এক ঝলক জানতে পারে। যেমন ক্রসরোডস অর্গানিক বা জৈব চাষ পদ্ধতির ধারণায় মুগ্ধ

পথে আমি “অর্গানিক” বা জৈব নামক শব্দটির কথা শুনতে থাকি এবং সত্যিকার অর্থে, চাষের ব্যাপারে যতদুর বুঝি, তাতে এই শব্দের মানে আমার জানা ছিল না। যখন আমি সেখানে গিয়ে হাজির হই তখন আমরা কৃষকদের, কৃষি এবং কৃষি কর্ম সম্বন্ধে প্রশ্ন করা সুযোগ লাভ করি। সে স্থানে গিয়ে আমি পুরোপুরি মুগ্ধ- সেখানে প্রচুর সব্জি এবং মূল থেকে তৈরি হয় এমন জাতীয় শস্য ছিল। তবে সবচেয়ে সেরা দিক, যে সমস্ত তথ্য আমি পেয়েছি সেগুলো।

কান্টিপ্লা-এলাকার স্থানীয় কৃষকদের সাথে সাক্ষাৎ-এর পর ভেরনানা গো ভোক্তা-বিতরণ সম্পর্কের মধ্যে কৃষকরা যে সমস্ত সমস্যায় পড়ে তা তালিকাবদ্ধ করেছে।

সমস্যাটি হচ্ছে….পণ্যসমূহকে ফড়িয়া বা মাঝখানে থাকা দালালদের হাত দিয়ে বাজারে আসার পর অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ে। এমনকি আরো হতাশাজনক বিষয় হচ্ছে কৃষকদের আদর্শ রূপ যা আপনাকে বিস্মিত করবে, “কেন ফিলিপাইনসের কৃষকেরা এত গরীব”? তবে এই নতুন ধারার ব্যবসাটি আদতে নতুন নয়, বিশ্বের অন্য অনেক দেশ এটিকে সফল ভাবে গ্রহণ করেছে। তাহলে আমরা কেন তা পারছি না? কুমপ্রাহান সুপারমার্কেডো এই বিষয়ে কৃষকদের উন্নয়নে সাহায্য করবে এবং ভোক্তাদের একেবারে ক্ষেত থেকে যে দামে বিক্রি হয় সেই দামে তাজা জৈব বা অর্গানিক শাকসবজি কেনার ব্যাপারে উৎসাহিত করবে।

ম্যাককুলট.কম এই খামার পরিদর্শনের ঘটনাটি বর্ণনা তার সাইটে বর্ণনা করেন।

অনেকে একে চেবু সিটির ছোট্ট বাগুইয়ো বলে ডাকে- আমি এর সাথে একমত না হয়ে পারি না। আমরা যাওয়ার সময় এমনকি যদিও সেখানে দুপুর গড়িয়েছিল, তারপরে এলাকাটি ঠান্ডা ছিল। সেটি ছিল বাসগৃহ থেকে অনেক দুরে তাজা বাতাসের এক এলাকা, যেখানে ক্লান্তি দুর করা যায়। এলাকাটি প্রচুর সব্জি এবং শস্যে ভরপুর।

খামারের ছবি । ফটোব্লগার-এর কাছ থেকে এই ছবি নেওয়া হয়েছে।

এবং ফটোব্লগার কৃষকদের দুর্বল উৎপাদন প্রক্রিয়ার উপর মন্তব্য করেছে

খামারে যে বিষয়টি আমি খেয়াল করলাম তা হচ্ছে পুরোন সেই লাঙ্গল দিয়ে ক্ষেত চাষ করা। আমি অবাক হব, যদি কৃষকেরা তাদের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকেরা নতুন চাষ পদ্ধতি সম্বন্ধে জানতে পারে সে ক্ষেত্রে। কৃষি সম্পদে ফিলিপাইনসের সমৃদ্ধ থাকার কথা। আমি আশা করব, চাষ পদ্ধতির উন্নতির জন্য সরকার সামান্য কিছু বিনিয়োগ করবে।

সময়ের সাথে নির্ভিক ভাবে চলার পথে খানিকটা থমকে যাওয়া ও আপোষে পথে আসা সেই এলাকার নেতাদের ক্ষেত্রে, দি ফ্রিম্যানের মারিয়া এলেনা ভ্যালেরোস আবিষ্কার করেছেন তারাও একই আবেগ পোষণ করে

৫০ জন সাফালটারাস সদস্যের (খামার) সশস্ত্র নেতা আলাদিন পাগাটপাট উল্লেখ করেন যে, কেবল ঢালু এলাকায় চাষ করার জন্য তাদের চার চাকার ট্রাক্টর এবং লেটুস,বাগুইয়োর সিম, টমোটা, ও কম ঝাল মরিচ যে ক্যাপসিকাম জাতীয় মরিচ বেল পিপার নামে পরিচিত, এসব সব্জি সংরক্ষণের জন্য যদি হিমাগার প্রদান করা হত, তাহলে কৃষকদের ক্ষমতায়ন এবং গ্রামাঞ্চলে প্রাণ সৃষ্টির জন্য তা হত এক বিশাল এগিয়ে যাওয়া।

কাজেই পণ্যদ্রব্যের সমস্যা সমাধানের জন্য যদি একটি হিমাগার পাওয়া যায়, তাহলে তা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়া লেটুস পাতাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে, তিনি এর সাথে যুক্ত করেন।

এমনকি আনুষ্ঠানিক স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পার হয়ে যাবার পরেও ফিলিপাইনস পিছনে পড়ে রয়েছে এবং দেশটি কৃষিভিত্তিক দেশই রয়ে গেছে, যার শিল্পাঞ্চল এবং একই সাথে যোগাযোগ এবং পরিবহন কাঠামো মূলত বিদেশী বিনিয়োগের ফসল, যা মূলত দেশীয় প্রয়োজনের চেয়ে বিদেশীদের চাহিদা অনুসারে এগিয়েছে।

“কুমপ্রাহান সুপারমার্কেডোর” মত প্রচেষ্টা নিশ্চিতভাবে নির্বাচিত কৃষক সম্প্রদায়ের উন্নয়নে কাজে লাগবে। কিন্তু ফিলিপাইনসের জনগণের লম্বা সময়ের চাওয়া একটি পদ্ধতিগত ও জাতীয় পর্যায়ে যাচাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষি কাঠামো সংস্কার এবং গ্রাম উন্নয়নের মত প্রস্তাব

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .