- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বিশ্বব্যাপী জীবনযাত্রা: মানুষের দৈনন্দিন জীবন লিপিবব্ধ করার প্রকল্প ফিরে দেখা

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, পূর্ব এশিয়া, মধ্য এশিয়া-ককেশাস, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, যুক্তরাষ্ট্র, চলচ্চিত্র, জাতি-বর্ণ, নাগরিক মাধ্যম, যুবা, শিল্প ও সংস্কৃতি
গ্লোবাল লাইভস প্রকল্পের লোগো width= [1]

গ্লোবাল লাইভস প্রকল্পের লোগো

দুই বছর আগে [2] আমরা একটি প্রকল্প সম্পর্কে আলোকপাত করেছিলাম যেটি মাত্র শুরু হয়েছিল: তখন গ্লোবাল লাইভস সারা বিশ্ব থেকে ১০ জন লোকের দৈনন্দিন জীবনযাত্রার ভিডিও রেকর্ড করা শুরু করে। আজকে আমরা সেই প্রকল্পটির অগ্রগতি দেখব।

গত ফেব্রুয়ারী মাসে গ্লোবাল লাইভস প্রকল্প [3] সান ফ্রান্সিসকোতে তার ভিডিও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করে। সেখানে বিশ্বব্যাপী ১০ জন অংশগ্রহণকারীদের জীবনকে ২৪ ঘন্টার ভিডিওর মাধ্যমে একসাথে দেখানো হয় এবং দর্শকরা রুম থেকে রুমে হেঁটে গিয়ে তাদের পছন্দ মত চিত্র দেখতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও দেখতে পারবেন এখানে:

প্রকল্পের ওয়েবসাইটে আপনি প্রত্যেকটি অংশগ্রহণকারীর জীবন থেকে উল্লেখযোগ্য মুহূর্তগুলো দেখতে পারবেন এবং একই সাথে চাইলে তাদের জীবনবৃত্তান্ত ও পাবেন। উদাহরণস্বরূপ দেখুন ইন্দোনেশিয়ার সারিমুক্তি গ্রামের একজন কৃষাণী দাদাহ এবং তার মায়ের জীবন নিয়ে ভিডিও: তার জীবন বৃত্তান্ত পাতায় [4] আপনি তার জীবন, তার পরিবার এবং সিনেমা তৈরী যারা করেছেন তাদের জীবন বৃত্তান্তও পাবেন। [5] এর পর একটি ছোট ভিডিও দেখুন বিভিন্ন ভাষায় সাবটাইটেল সহকারে যার মাধ্যমে তার দৈনন্দিন জীবনের এক ঝলক দেখতে পাবেন।

আপনি আরও জানতে পারবেন কাজাখস্তানের ভান্নোভকার ঝান্না দসমাইলোভা [6] সম্পর্কে। এই ৫ বছর বয়সী বালিকা তার পরিবারের সাথে থাকে একটি এতিমখানায় যেটির পরিচালনা তারাই করে। ছোট ভিডিও আর জীবন বৃত্তান্ত ছাড়াও সেখানে একটি স্লাইডশো ও রয়েছে [7] যাতে এই পরিবারের সাক্ষাৎকার নেয়ার সময় আর ভিডিও চিত্র ধারণ করার সময় তোলা বিভিন্ন ছবি দেখান হচ্ছে।

এছাড়াও জীবনবৃত্তান্ত সহ আরও আটজনের জীবন নিয়ে ভিডিও আছে এই সাইটে যার মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এবং বিভিন্ন পেশার ১০ জন লোকের দৈনন্দিন জীবনযাত্রার ছবি দেখতে পাই: ঝান্না আর দাদাহ এর সাথে আছে ব্রাজিল থেকে ইজরায়েল ফেলিসিয়ানো, সার্বিয়া থেকে দুসান লাজিচ, আমেরিকা থেকে জেমস বুলক, ভারত থেকে মুত্তু কুমার, চীনদেশ থেকে কাই লিউ, জাপান থেকে রুমী নাগাশিমা, মালাউই থেকে এডিথ কাপুখা এবং লেবানন থেকে জামিলা জাদ। আপনারা গ্লোবাল লাইভস ম্যাপে তাদের চেহারায় ক্লিক করে [3] অথবা ভিডিও সেকশনে গিয়ে তাদের জীবনযাত্রার ভিডিও দেখতে পারেন। [8]

তাদের জীবনকে লিপিবদ্ধ করার পদ্ধতি কি ছিল? ব্রাজিলের একজন গ্লোবাল লাইভস ভিডিওর কর্মী আমাদের এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে হয়ত অনেকে এর খুঁটিনাটি বিষয়গুলো দেখতে পাবেন না যেমন স্থানীয় গাইডের সাহায্য নেয়া হয়েছে, দিনের জীবনযাত্রাকে ছকের মধ্যে ফেলা হয়েছে, রাতে বা ঘরের মধ্যে কম আলোয় ভিডিও করার সময় কিভাবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে এবং যাদের ছবি এই ভিডিওতে তোলা হয়েছে তাদের সবারই অনুমতি নেয়া হয়েছে।

আপনারা টুইটারে গ্লোবাল লাইভস প্রকল্পকে অনুসরণ করতে পারবেন এই ঠিকানায় @globallives [9]। এ ছাড়াও তাদেরইউটিউব চ্যানেলের [10] গ্রাহক হওয়া যাবে বা তাদের ফেসবুক [11] পাতায় যোগ দেয়া যাবে। তবে আপনি যদি ২২শে জুলাই লন্ডনে থাকেন তাহলে আপনি গ্লোবাল লাইভস প্রকল্পটিকে সামনা সামনি দেখতে পাবেন [12], তারা ভিডিওগুলি সেখানে দেখাবে।