- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিডিও প্রতিযোগিতা: ইন্টারনেট ফর পিস

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, প্যালেস্টাইন, রাশিয়া, চলচ্চিত্র, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি

[1]ইন্টারনেট, ২০১০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আমাদের সমাজে ইন্টারনেটের [2] অবদানের উপর চলতে থাকা বিতর্কের অংশ হিসেবে কনডে নাস্ট ও গুগল আয়ারল্যান্ড এই ভিডিও প্রতিযোগিতার [3] আয়োজনে যোগ দিয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ী ইতালী ভ্রমণ করার ও সেখানকার এমটিভিতে ভিডিও প্রচার করার সুযোগ পাবে।

এই প্রতিযোগিতার নিয়মাবলী [3] একেবারে সহজ। পুরো শর্ত ও নিয়মাবলির জন্য নিচের লিঙ্ক অনুসরণ করুন:

ভিডিওর দৈর্ঘ্য সবমিলিয়ে কোনভাবেই পাঁচ (৫) মিনিটের বেশি হতে পারবে না;
যে কোন ভাষাতেই ভিডিওটি নির্মাণ করা যাবে, তবে অবশ্যই তার সাবটাইটেল বা কথোপকথনের শিরোনাম ইংরেজিতে এবং এতে যে কথা বলা হবে সেই কথা বা ডায়লগের সঠিক অনুবাদ হতে হতে হবে;
কি ভাবে ইন্টারনেট শান্তির জন্য একটি কার্যকর মাধ্যম হতে পারে, ভিডিওটি অবশ্যই তার সৃষ্টিশীল উপস্থাপনার দিকে মনোযোগ প্রদান করবে, যে ভাবে ইন্টারনেট ফর পিস -এর প্রচারপত্রে বিষয়টি বর্ণনা করা হয়েছে, যা [আই৪(ফোর) মেনিফেস্টো] ডাব্লিডাব্লিডাব্লিউ.ইউটিউব.কম/ইন্টারনেটফরপিসচ্যানেলে [3] প্রকাশ করা হয়েছে।

ভিডিও জমা দেবার চূড়ান্ত তারিখ ১ লা সেপ্টেম্বর, তবে জমা দেওয়া ভিডিওর ভোট ও জনপ্রিয়তাকে বিজয়ী ভিডিও নির্ধারণের না দেন, তাহলে উত্তম কাজ হচ্ছে দ্রুত তা সাইটে উঠিয়ে ফেলনু [3]। এছাড়াও যে সমস্ত ভিডিও জমা পড়েছে [3] সেগুলো দেখতে পাবেন এবং আপনার পছন্দের ভিডিওটিকে ভোট দিতে পারবেন।

বিচারক গিলবার্ট গিল, ইয়ানি সানচেজ, গ্যাব্রিয়েল সালভাটোরেস, ওরে ওকালহো, আই উই উই, নোবুয়ুকি হায়াশি (নোবি), নাদিন টুয়াকান এই প্রতিযোগিতার জন্য জমা পড়া ভিডিও থেকে বিজয়ী ভিডিওটিকে বেছে নেবে, এর জন্য তারা এর সৃষ্টিশীলতা, প্রযুক্তিগতভাবে এটির সফল সমাপন, ব্যবহারকারীদের ভোট এবং মৌলিকত্ব ও কি ভাবে তা আই৪পি প্রচারপত্রের প্রতিনিধিত্ব ও ধারণাকে প্রকাশ করছে তা বিচার করবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জমা দেওয়া বেশ কিছু ভিডিও এখানে রয়েছে: কয়েকজন ফিলিস্তিনি ও ইজরায়েলী কিশোর [4], যার তিন বছর ধরে একসাথে কাজ করছে, তারা শান্তির জন্য একটি মিউজিক ভিডিও তৈরি করেছে।

রাশিয়ার ইয়ুরি [5]একটি ভিডিও তৈরি করেছে সেখানকার জাতীয় গতানুগতিক ধারনা বিষয়ে এবং কি ভাবে ইন্টারনেট সেগুলোকে অপসারিত করেছে তাই নিয়ে। ভিডিওতে তিনি দেখাচ্ছে আসলে লোকেরা কেমন।

কাজেই ইন্টারনেট ফর পিস মেনিফেস্টোর [2] (শান্তির জন্য ইন্টারনেট নামক প্রচারপত্র) ভিডিও দেখুন এবং এত অংশ নিতে উৎসাহিত হউন, আপনার নিজের ভিডিও পাঠান এবং সেরা ভিডিওর ক্ষেত্রে ভোট দিন!