গত বুধবার (১৮শে জুলাই, ২০১০) কাতার তার (সাত ডিজিটের) সব মোবাইল ফোন ও ল্যান্ডলাইন নম্বরে আরেকটি (অষ্টম) ডিজিট যোগ করেছে। কর্তৃপক্ষরা বলছে যে গত পাঁচ বছরে দেশটির জনসংখ্যা দ্বিগুণ হবার কারণে টেলিফোনের বাড়তি চাহিদা মেটাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
কাতারের সরকারী ওয়েবসাইট হুকুমি এই পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা করছে:
পরিকল্পনা অনুসারে মোবাইল এবং ল্যান্ড ফোনের শুরুর নম্বরটি আট নম্বর ডিজিট হিসেবে প্রথমে যোগ করা হবে।
তাই আপনার নম্বরের শুরু যদি ৩, ৪, ৫, ৬ বা ৭ হয় তাহলে আপনাকে নতুন ফোন নম্বরটি শুরু করতে হবে এভাবে: ৩৩, ৪৪, ৫৫, ৬৬ ও ৭৭…
কাতারের সব জরুরী ফোন নম্বর, যেমন ৯৯৯ বা ১১২ এই পরিবর্তনের আওতায় আসবে না এবং দেশটির আন্তর্জাতিক কোড +৯৭৪ হিসেবে বহাল থাকবে।
১, ২, ৮ আর ৯ দিয়ে শুরু হওয়া নম্বরগুলোর কোন পরিবর্তন হবে না।
যদিও অধিবাসীরা প্রাথমিকভাবে চিন্তিত ছিল যে এই পরিবর্তন প্রচুর সমস্যার সৃষ্টি করবে, মনে হচ্ছে যে এই উত্তরণ কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই হয়েছে।
এর জন্যে ধন্যবাদ মোবাইল ফোনের জন্যে বেশ কয়েকটি নম্বর পরিবর্তনের সফটওয়্যারকে (অ্যাপ) যা ব্যবহারকারীদের ফোনের তালিকাকে সঠিক নম্বরে পরিবর্তন করতে স্বয়ংক্রিয়ভাবে সাহায্য করবে।
তবে এই প্রযুক্তিটি অনেকের জন্যেই কাজ করেনি।
টুইটারে, @নাজকাতার মন্তব্য করেছেন:
আমার ফোনের নম্বর তালিকা নষ্ট করার জন্যে এই অ্যাপ কে ধন্যবাদ! এটি ০০৯৭৪ দিয়ে শুরু নম্বরগুলোকে এখন আর চেনে না।
@ওমারএম২৭ বলেছেন:
এটি বেশ বিরক্তির সৃষ্টি করেছে। যদিও পরিবর্তনের মাত্র ২ ঘন্টা অতিবাহিত হয়েছে।
অন্যেরা এই নতুন নম্বরের ব্যাপারটি মাথা পেতে নিয়েছেন বা নিতে বাধ্য হয়েছেন:
ফেসবুকে, ফাহাদ কুরেশী বলেছেন:
যেহেতু অনেক মানুষ এদেশে বসবাসের জন্যে আসছে তাই ফোন নম্বর শেষ হয়ে আসছে (হাসি)… তাই এখন প্রথম ডিজিটটি দুবার হবে.. আপনারা যদি আমাকে ফোন করতে চান .. আপনার ফোনবুক ঠিক করেন।
টুইটারে, মোহামেদ বলেছেন:
কাতারে টেলিফোনের এই নম্বর পরিবর্তনের ভাল দিকটি হচ্ছে আমি খুব কম মানুষের সাথে আজকে কথা বলব। #antisocial (অসামাজিক)
এবং এই পরিবর্তন যদিও শান্তিপূর্ণ ভাবেই সমাধা হয়েছে, কেউ কেউ নতুন নম্বর হবার অসুবিধা নিয়ে চিন্তিত:
জনপ্রিয় সামাজিক ফোরাম কাতার লিভিং এ আজমানি বলেছেন:
সব ভিজিটিং কার্ড, ফোন তালিকা, জীবন বৃত্তান্ত, চাকুরীর সাইট, এবং অন্যান্য সাইটে ব্যাপক পরিবর্তন আনতে হবে। আমার সন্দেহ ইতিমধ্যে সবার এগুলো ঠিক করার সময় হয়েছে কি না। যদি এরকম হত যে কেউ যদি পুরোনো নম্বরে ফোন করে তাহলে একটি রেকর্ড করা বার্তা তাদেরকে অষ্টম ডিজিটটি (৩, ৪, ৫ ও ৬) সঠিকভাবে যোগ করার জন্যে জানাবে।
সত্যিই আগামী তিন মাসে, ৭ ডিজিট নম্বরে ফোন করা লোকেরা একটি রেকর্ড করা কণ্ঠ শুনবে যা এই পরিবর্তন সম্পর্কে তথ্য দেবে।
তবে গরম ও রোজার মধ্যে এই পরিবর্তনে অভ্যস্ত হতে কাতার বাসীরা কত সময় নেয় তা এখন দেখার বিষয়।