ইন্দোনেশিয়ার সরকারী মদদপ্রাপ্ত ইমামদের ধর্মীয় সর্বোচ্চ সংগঠন মজলিসে উলেমা ইন্দোনেশিয়া একটি ফতোয়া জারি করেছে যাতে বলা হয়েছে যে তারকাদের নিয়ে মুখরোচক আলাপের শো এবং লিঙ্গ পরিবর্তনকারী অপারেশন হারাম বা নিষিদ্ধ। তবে সরকার এই ফতোয়াকে আইনে পরিণত করতে বাধ্য নয়।