সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ব্লগার খায়া ডিলাগনা ইন্টারনেটে সবার কাছে জানতে চেয়েছেন যে সুযোগ পেলে ঈশ্বরকে আপনি কি জিজ্ঞেস করতেন?
তার পাঠকদের জবাব গুলোকে তিনি একটি পোস্টে দিয়েছেন:
উত্তরগুলো ছিল মর্মভেদী, মজাদার এবং কোন কোনটি সত্যিই বোকার মত, সব কিছুর জন্যেই আপনাদের ধন্যবাদ। প্রশ্নগুলো এবং এ সংক্রান্ত মন্তব্য গুলোও বেশ মজার ছিল। নীচে সেইসব মজার প্রশ্ন গুলো দেয়া হল:
পল ওয়ালশ:
কে এফ সির গোপনীয় রেসিপি কি?
থাবিসো র্যামোলেফে:
আমার বিলিয়ন র্যান্ড (সাউথ আফ্রিকান মুদ্রা) কোথায় লুকিয়ে আছে?
বাথাবাইল ডিলুলা:
পৃথিবীতে আমার শেষ দিন কোনটি প্রভু?
অডওয়া ডুমিসানি ডান্ডালা:
আমি তার কাছে হেটে যেতাম এবং তার দিকে চেয়ে জিজ্ঞেস করতাম কেন? * আমার মনে হয় এই প্রশ্নটি আমি যা যা জানতে চাচ্ছি তার উত্তর দেবে। কেন?
ব্রেন্ডাহ নিয়াকুদিয়া:
কেন সে কৃষ্ণাঙ্গ মানুষদের নিজেদের ধ্বংস করার মানসিকতা দিয়েছে?
থুলানি এমবানদেজেলো:
আপনার কেন জুমার [দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি] মত ২৪ ঘণ্টা চালু হটলাইন নেই?
ওয়াহিদা শফি:
কেন তিনি আমাদের জীবনে মানুষকে কাছে আনেন যারা আমাদের আবেগাক্রান্ত করে এবং তাদের আবার কেড়ে নেন? এবং জীবন এত কঠিন কেন?
এনকুসিমা এনজিকাওয়েনি:
আমি তাকে জিজ্ঞেস করতাম অতীতে ফিরে গিয়ে হাওয়াকে সাপ কর্তৃক প্রতারিত হতে বা আদম কর্তৃক ঈশ্বরের নির্দেশ অমান্য করতে বাধা দেয়া থেকে বিরত রাখা সম্ভব কিনা।
ক্রুয়েলা শার্লি স্নুক:
আপনি কোথায় থাকেন এবং আপনার ফোন নম্বর কত?
সারাহ জাজ:
ইশ্বর কে?
ইয়োলান্ডে জর্ডান:
সত্যি বলেন তো আপনি কেন মানুষ বানিয়েছেন, যদি জানতেনই আমরা অনিষ্ট করব? বিশেষ করে আমরাই কি এই পৃথিবীর সমস্ত কষ্টের জন্যে দায়ী না? আমরাই আবর্জনার সৃষ্টিকারী, বোমা আর অস্ত্র, বর্ণবাদ, বিদেশী বিদ্বেষ এই গুলো আমাদেরই তৈরি এবং এসবের দায়িত্ব তো আর আপনি নিতে তৈরি না, তাই আমরা একে অপরকে দোষ দেই।
আরও রয়েছে টুইটার ব্যবহারকারীদের কিছু প্রশ্ন:
@সিনিকাল গ্রিন্চ:
ইশ্বর, তুমি একটি জোকার, তুমি কেন মিথ্যাবাদীদের বানিয়েছ? তোমার কি এই কোটা পূরণের দরকার ছিল?
@ইটসসিঙ্গা:
কেন সত্যি জিনিষ পালন করা সবচেয়ে কঠিন কাজ?
@শোয়াম্পকটেজ:
কে আপনাকে বানিয়েছে?
@টাইগারথীব:
আপনি কেন [দক্ষিণ আফ্রিকার বিতর্কিত রাজনীতিবিদ এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইয়থ লিগের প্রেসিডেন্ট] জুলিয়াস মালেমাকে বানিয়েছেন?
@মিসএলটিজামা:
কেন আপনি কৃষ্ণাঙ্গ মানুষকে ঘুণা করেন?
ব্রিজিডএল:
তিনি অবসর সময়ে কি করেন?.. তাকে তো খুব ব্যস্ত মনে হয়?
@বুসি৩১:
আপনি কি পানিকে মদে পরিণত করতে পারেন?
খায়া ডিলাঙ্গা ২০০৮ সালে হাইওয়ে আফ্রিকা কনফারেন্সে আফ্রিকার সেরা ডিজিটাল নাগরিক সাংবাদিকের পদক পেয়েছেন অনলাইনের উদ্ভাবনমূলক ব্যবহারের জন্যে। অ্যাডভার্টাইজিং, মিডিয়া ও মার্কেটিং ২০০৮ তাকে এই ফিল্ডে আফ্রিকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ঘোষণা করে।