কিছু হাস্যরসাত্মক অনলাইন রাজনৈতিক কার্টুন শো ভেনেজুয়েলা আর কলম্বিয়ার নেট নাগরিকদের আনন্দ দিচ্ছে যারা অনলাইনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাচ্ছে।
ইন্টারনটিসমো ক্রনিকো কলম্বিয়ার আর পারোডিয়ারিও টিভি ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মন্তব্য করে আসছে। চিগুইরে বাইপোলার তার প্রেসিডেনশিয়াল আইল্যান্ড (রাষ্ট্রীয় দ্বীপ) অনুষ্ঠান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টারনটিসমোর রাজনৈতিক বিষয় নিয়ে আলাদা কোন অনুষ্ঠান নেই তবে এটি সাম্প্রতিক ঘটনা অনুসারে বিভিন্ন চরিত্রকে (কার্টুনের মাধ্যমে) তুলে ধরে। পারাডরিও.টিভি তার নিজস্ব ওয়েব শো লিটল টাইরেন্ট (ছোট স্বৈরাচার) এর মাধ্যমে বেশ নাম করেছে। এটি স্বৈরাচারের দুই দিক দেখায়, একটি ডান পক্ষ এবং একটি বাম পক্ষ যাদের একজন করে গ্রীন পার্টি এবং বাম দলের রাজনৈতিক নেতার চরিত্র আছে। ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল আইল্যান্ড জনপ্রিয় (আমেরিকান) টেলিভিশন সিরিজ লস্ট এর আদলে তৈরি এবং বিভিন্ন ল্যাটিন আমেরিকার রাষ্ট্রপতি এবং স্প্যানিশ রাজাদের চরিত্র হিসেবে দেখায় যারা একটি জনমানবহীন দ্বীপে এসে পরে। এই পোস্টের নীচে এই সিরিজ থেকে কিছু অংশ তুলে ধরা হয়েছে।
ইন্টারনটিসমোর এই সিরিজে ভেনেজুয়েলা, কলম্বিয়া আর ইকুয়েডর আর কলম্বিয়ার রাষ্ট্রপতিরা পেরুতে ৯০ এর দশকের একটি জনপ্রিয় টিভি শোতে আসে। এই শোর নাম ‘লরা ইন আমেরিকা’ যেটি জনপ্রিয় টক শো জেরি স্প্রিঙ্গারের মতো যেখানে বিশ্বাসঘাতকতা, দ্বিমুখী নীতি আর বাবার পরিচয়হীন শিশুদের নিয়ে নিত্য হাস্যরসাত্মক উপস্থাপনা হয়। এই অনুষ্ঠানের নাম “আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভাল নয় আর তারা আমাকে মেরে ফেলতে চাইছে”, এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো উরিবে, তার সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সমস্যা নিয়ে কথা বলেছেন শোর হোস্ট লরার সাথে। শাভেজ অস্বীকার করেছেন যে তিনি কলম্বিয়ার শত্রুদের রকেট লঞ্চার দিয়েছেন (যদিও স্বীকার করেছেন তাদের আরও অনেক কিছুই দিয়েছেন)। পরে ইকুয়েডরের রাষ্ট্রপতি রাফায়েল করিয়া অস্বীকার করেছেন যে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের সাথে তার ভাল সম্পর্ক আছে, যদিও একটি গোপন ভিডিওতে তা দৃশ্যমান। সব শেষে লরা আমেরিকান স্টাইলে অতিথিদের উপহার দিচ্ছেন: একটি স্যান্ডউইচ বেচার ঠেলাগাড়ি আর কম্পিউটার ক্লাসের ভাউচার।
ওদিকে পারাডিয়ারিও টিভির কার্টুন লিটল টাইর্যান্ট মজার অনুষ্ঠান দেখাচ্ছে যেখানে খারাপ নেতৃত্ব বিশেষ রাজনৈতিক দলের বৈশিষ্ট নয় এই পরিপ্রেক্ষিত প্রতিফলিত হয়।
(ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত) এই কার্টুন শোর জনপ্রিয়তার জন্যে কলম্বিয়ার বই আর সঙ্গীতের দোকানে এই অনুষ্ঠানের ভিডিও খুব ভাল বিক্রি হচ্ছে। লিটল টাইর্যান্টের এই এপিসোডে, কলম্বিয়ার বাচ্চাদের জনপ্রিয় ছড়াগান “রিন রিন রেনাকুয়াজোর” মাধ্যমে বাম স্বৈরাচার এবং ডান স্বৈরাচার আবিষ্কার করছে যে কিভাবে একজন চর হতে হয় এবং আরও অনেক শিক্ষা লাভ করা যায়, যেমন কিভাবে কাজের আগেই বেতন নেয়া যায়।
ভেনেজুয়েলার ক্ষেত্রে চিগুইরে বাইপোলার নির্মিত খুবই জনপ্রিয় প্রেসিডেনশিয়াল আইল্যান্ড (রাষ্ট্রীয় দ্বীপ) ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে জটিল সম্পর্ককে ব্যবচ্ছেদ করছে। নীচের দুই পর্বের ধারাবাহিকে একটি রাষ্ট্রীয় সম্মিলনে যোগ দেবার পরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা একটি জনমানবহীন দ্বীপে আটকা পরে। তারা একটি নৌকা তৈরি করে দ্বীপটি থেকে বেড়িয়ে যেতে চায়, তবে সেখানে সবার যায়গা হয় না। তাই সেখানে একটি ফুটবল ম্যাচ খেলা হয় এবং সিদ্ধান্ত হয় যে বিজয়ীরাই নৌকায় ওঠার সুযোগ পাবে। স্পেনের রাজা এই খেলার ধারাবর্ণনা দেন। এর ১ম এবং ২য় পর্ব দেখুন।
এবং একটি আলাদা ক্লিপে এখানে ভেনেজুয়েলার বারিনাসের রেট্রোটিভির ভেনেজুয়েলার ইতিহাসের বর্ণনা দেখুন: