- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মরোক্কো: আগহ্যারাস-এর নতুন ছবি ব্লগ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মরোক্কো, ছবি তোলা, নাগরিক মাধ্যম, ভ্রমণ

মরোক্কোর ব্লগার আগহ্যারাস [1]তার চমক তৈরি করা ব্লগ [1] (ইলেকট্রিক ব্লগ)-এর জন্য পরিচিত যেখানে তিনি প্যালেস্টাইন থেকে পপ সংস্কৃতির মত বিভিন্ন বিষয় নিয়ে লেখা পোস্ট করে থাকেন (ফরাসী ভাষায়)। তিনি প্রায়শই তার নিজস্ব ছবি সহযোগে নিজের ব্লগ প্রস্তুত করে থাকেন।

সম্প্রতি আগহ্যারাস একটি ছবি ব্লগ চালু করেছে, যার শিরোনাম পোর্টফোলিও ডে আগহ্যারাস! [2] প্রলুব্ধ করার মত প্রথম পাতায় সারা মরোক্কোর বিস্ময়কর সব ছবির প্রদর্শনী রয়েছে, যেন তা বর্ষ পঞ্জিকার (ক্যালেন্ডার) মত গুছিয়ে প্রদর্শন করা হয়েছে, যে কোন প্রদর্শিত ছবিতে ক্লিক বা প্রবেশ করলে, তা দর্শকদের নিজস্ব এক জগতে নিয়ে যাবে। যেখানে বিষয়ের পুরো ব্যাখ্যা এবং তার সাথে নানা উদ্ধৃতি রয়েছে।

২২ জুলাই [3] ব্লগে যে ছবিটি প্রকাশিত হয়েছে তা এক তরুণ বিক্রেতার ছবি, যে সমুদ্রের তীরে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে জোসেফ কনরাড, ফার্নান্ড ভানডেরাম ও ক্রিস্টোফার দেজুর এর বাণী রয়েছে, যার সাথে নীচের উদ্ধৃতিটি রয়েছে:

[4]

“C’est l’homme tout entier qui est conditionné au comportement productif par l’organisation du travail, et hors de l’usine il garde la même peau et la même tête. Dépersonnalisé au travail, il demeurera dépersonnalisé chez lui.
[Christophe Dejours]”

মানবতা নিজেই একটা অবস্থা বা শর্ত যা প্রতিষ্ঠানিক শ্রমের যুক্তির মধ্যে দিয়ে উৎপাদনশীলতার অস্তিত্ব তৈরি করে, একটি মানুষ একই “চামড়ার” মধ্যে দৃশ্যমান, একই মনের কাঠামোয় গাথা। কাজের পরিবেশে যার ব্যক্তিত্ব অনুপস্থিত, জীবনের ক্ষেত্রে সে ব্যক্তিত্ব বর্জিত। [ক্রিস্টোফার দেজুর]।

আগহ্যারাস এর ব্লগের অন্য পাতায়, নীচের ব্যাখ্যাটি দৃশ্যমান:

Un simple amateur de la photographie, entre la prise couleur et monochrome c’est toute ma vision du monde qui prend forme. La photo m’a toujours permet de mémoriser un instant de la vie, une prise de vue qui reste pour la vie. Mon objectif ? C’est apprendre a mieux maximiser la beauté dans les clichés !

L’amour de la photographie est d’abord une vision splendide de la couleur, de la lumière et des reflets !! La photo parfait est celle qui garde au fond d’elle une certaine histoire que seul la capteur en connait les secrets.

ছবির ক্ষেত্রে খুব সরল উৎসাহ, এটাই পৃথিবীর প্রতি আমার দৃষ্টিভঙ্গি যা একরঙা এবং নানা রঙের তোলা ছবির (স্ন্যাপশটের) মাঝে আকৃতি লাভ করছে। ছবি আমাকে সব সময় জীবন অতিক্রান্ত করার অবিস্মরণীয় মুহূর্তগুলোকে তুলে ধরতে সাহায্য করে, একটা স্ন্যাপশট যা সব সময় আমার কাছে রয়েছে। আমার লক্ষ্য!? আমার তোলা ছবিতে (স্ন্যাপশটে) আমি যে সৌন্দর্য ধারণ করি তাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা। ছবি তোলার ক্ষেত্রে আমার আগ্রহ বা ধৈর্য্য আমার প্রথম এবং সব সময় শট ধরার, যা রঙ, আলো এবং প্রতিফলনের সমন্নয়! নিখুঁত ছবি সেটি, যা একটা ঘটনার ভেতরের দিকটি তুলে ধরে, যা সত্যিকার অর্থে কেবল চিত্রগ্রাহক বা ফটোগ্রাফার কেবল সত্যিকার অর্থে জানতে পারে।

ছবির পোর্টফোলিও বা তালিকার এবং আগহ্যারাসের ফ্লিকার পাতার [5] ছবির দিকে এক নজর তাকালে যে কারো ধারণা হবে ক্যামেরার পেছনের মানুষটি অপেশাদার নয়। এখানে তার কিছু নমুনা প্রদান করা হল:

[6]

এই ছবির লেখাগুলো পড়ুন। “থামা নয়”। ছবির শিরোনাম বলছে “ সেত ইনট্রাদিত এ পিস সে তুত!(“ এটা নিষিদ্ধ এবং এটা আসলে তাই!”)

[7]

“আর্ট পপুলারে এত বৈশ্বয়িকতা…!(পপ আর্ট এবং সর্বজনীনতা…!”)

[8]

মরোক্কোর মারাকেশের কুতুবিয়া মিনার, গোধূলি বেলায়।

ফ্লিকারের আগহ্যারাসের ছবি সহজলভ্য, সকল ছবি ক্রিয়েটিভ কমন্স ২.০ জেনেরিক লাইসেন্সের [9] অধীনে লাইসেন্সকৃত।