- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কলম্বিয়া: কলম্বিয়ার দ্বিশত বার্ষিকী অনুষ্ঠান নিয়ে গুগল লোগো আর এ নিয়ে টুইটারে প্রতিক্রিয়া

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, ইতিহাস, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি, সরকার

গত ২০শে জুলাই কলম্বিয়া তাদের স্বাধীনতার ঘোষণার [1] ২০০তম বর্ষপূর্তি উদযাপন করেছে [2] আর এই দিনটিকে স্মরণ করা হয় ৭ই আগস্ট ১৮১৯ সালে শুরু যুদ্ধের [3] পরিসমাপ্তি হিসেবে যখন কলম্বিয়া তখনকার নিউ গ্রানাডা স্পেন থেকে তাদের স্বাধীনতা পেয়েছিল [4]

কলম্বিয়ার স্বাধীনতার ঘোষণার ২০০তম বর্ষপূর্তি উদযাপন কালে আতসবাজি পোড়ানো। [5]

কলম্বিয়ার স্বাধীনতার ঘোষণার ২০০তম বর্ষপূর্তি উদযাপন কালে আতসবাজি পোড়ানো হচ্ছে। ছবি ফ্লিকার ব্যবহারকারী টেলেমেডেলিন এর সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় প্রকাশিত।

ওই দিন ভোরে, কলম্বিয়ার কিছু টুইটার ব্যবহারকারী গুগলের এই দিনটি স্মরণে প্রকাশিত লোগোর (ডুডলের) [6] ব্যাপারে প্রতিক্রিয়া জানান, যা গুগল কলম্বিয়ার [7] হোমপেইজে তুলে ধরা হয়েছে [8]। লোগোটি ডিজাইন করেছে [9] ১৪ বছরের ইয়েনিফার ভালদেরামা, যেখানে দেখান হয়েছে [10] ‘একটা স্প্যানিশ জাহাজ আমাদের দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে আর তাদের একটির মধ্যে কলম্বিয়ার পতাকা ঢুকে যাচ্ছে স্বাধীনতার প্রতীক হিসাবে'।

@আতোদামুজিকা: [11]

estoy equivocado? pero el dodle de google parece mas al descubrimiento de america

আমি কি ভুল? কিন্তু গুগলের ডুডল আমেরিকা খুঁজে পাওয়ার মতো দেখাচ্ছে।

@ভিলালাটিনা: [12]

Ese doodle quedaría mas si hoy fuera 12 de Octubre de 2012

এই ডুডল ভালো লাগতো আজকে যদি অক্টোবর ১২, ২০১২ হত

@ভিভিয়ান ভেনেগাস: [13]

No puedo dejar de mirar el doodle de Google.. parece Logo de conquista y no de #Independencia … #epicfail

গুগুলের ডুডলের দিকে তাকান আমি বন্ধ করতে পারছি না…এটাকে জয়ের লোগোর মতো লাগছে আর #স্বাধীনতার না #epicfail

@ইরাপ্লাজা: [14]

el doodle de google hoy parece más una apología a la colonización que a la supuesta independencia que se celebra hoy #bicentenario

আজকের গুগলের ডুডল ঔপনিবেশিকতার জন্য ক্ষমা প্রার্থনার জন্য মনে হচ্ছে আজকের কথিত স্বাধীনতা দিবস পালনের দিনে #বাইসেন্টিনাল

@রোলিটা৯৯ [15]

Que chevere el doodle de google, dibujado por una niña colombiana de 14 años #bicentenario

গুগুলের ডূডল বেশ ভালো, ১৪ বছরের কলোম্বিয়ার একটা মেয়ে এটি এঁকেছে। #bicentennial

@নিকভেল: [16]

Y el doodle de Google recuerda un poco más la Independencia de Cartagena, 11 Noviembre 1811, que el berrinche Santafereño, 20 Julio 1810

গুগলের ডুডল আমাকে ১১ নভেম্বর ১৮১১ সালের কার্তাজেনার স্বাধীনতার [17] কথা মনে করিয়ে দিচ্ছে, ২০ জুলাই, ২০১০ সালের, সেন্তাফের গণ্ডগোলের বদলে।

ভিতুতো: [18]

¿lo que pinto la niña en el doodle de google es el canal de panama?

ওই মেয়ে গুগুলের ডুডলে যেটা একেঁছে সেটা কি পানামা চ্যানেল?

অন্যান্য ব্যবহারকারীরা তাদের চিন্তা আর মতামত টুইট করেছেন এই উপলক্ষে:

@পিকাস্তানো: [19]

Hoy festeja ese país de la historiografía de bolsillo, de la bandera como manilla, del sombrero vueltiao de cartulina y del ‘pop tropical’.

আজকে এই দেশ পকেট ইতিহাসের, পতাকা হাতলে পরিণত হয়েছে, কার্ডের তৈরি সমব্রেরো ভুয়েলতিয়াও [20] আর ‘ট্রপিকাল পপ’ উদযাপন করছে।

@মেইসঅ্যাঞ্জেল: [21]

Si uno ama al país del que es, tener actitud crítica, que no necesariamente es criticona, es lo mejor que puede hacer para aportarle.

যে দেশ থেকে আপনি এসেছেন সেই দেশকে যদি আপনি ভালোবাসেন, সমালোচনামূলক ভাবভঙ্গি থাকলেও, যেটা সব সময়ে দোষ খোঁজার জন্য হবে এমন না, আপনি সব থেকে ভালো এটাই অবদান রাখতে পারেন।

@জোরগেতোবোন: [22]

Celebrar el #bicentenario no es respaldar la labor de gobierno Uribe, para que no confundan los que dicen que no se sienten colombianos.

দ্বিশত বার্ষিকী পালন করা উরিবে প্রশাসনকে সমর্থন না করার সামিল, তাই যারা দাবী করছেন যে তাদের নিজেদের কলম্বিয়ান মনে হচ্ছে না তারা মিলিয়ে ফেলবেন না [এই দুটোকে]।

@পাইতোকাপ: [23]

Ya se les dijo que hoy no es dia de criticar, pero tampoco se hagan los patriotas gritando a los 4vientos “que LInda es Colombia” falsos.

আপনাদের এরই মধ্যে জানিয়ে দেয়া হয়েছে যে আজকের দিন সমালোচনার না, কিন্তু দেশভক্ত হওয়ারও অভিনয় করবেন না সবাই যাতে শুনতে পারে এই চিৎকার করে যে ‘কলম্বিয়া কি সুন্দর’, ভণ্ড।

@জুয়াঙ্কমেসা: [24]

El problema es que los colombianos nos creemos los más chimbitas, y eso no nos deja aceptar que hay problemas que resolver #Bicentenario

আমাদের কলম্বিয়ানদের নিয়ে সমস্যা হল আমরা বিশ্বাস করি আমরা সবার থেকে ভালো, আর এর জন্য আমরা মানতে রাজি না যে সমস্যার সমাধান দরকার #Bicentennial

@জুয়ানস্লেউইন: [25]

Mi TL saca chispas motivo #bicentenario. Hoy no veo por ninguna parte la tal unidad nacional que creó Ingrid Betancur.

আমার [সময়সীমা] লাফ দিচ্ছে পাগলের মতো দ্বিশত বার্ষিকীর জন্য। আজকে আমি কোথাও তথাকথিত জাতীয় সংহতি দেখতে পাচ্ছি না যা ইনগ্রিড বেটাঙ্কোর্ট [26] তৈরি করেছিলেন।

@এলরেটিসেন্তে: [27]

les recuerdo a los q nos mandan a callar o nos invitan a salir del país, q la independencia se hizó gracias a gente inconforme #Bicentenario

আমি আপনাদের সবাই কে মনে করিয়ে দিচ্ছি আমাদের মুখ বন্ধ করতে বলতে বা দেশ থেকে বের করে দিতে, আর স্বাধীনতা হয়েছিল প্রতিক্রিয়াশীল মানুষ দ্বারা #bicentennial

@জোভেলেজভা: [28]

Son 200 años de historia de una Patria que construímos usted y yo día a día nos unen nuestros anhelos por un futuro mejor FELIZ BICENTENARIO

মাতৃভূমির ২০০ বছরের ইতিহাস যা আপনি আমি প্রতিদিন নির্মাণ করেছি, ভালো ভবিষ্যৎের আকাঙ্খা আমাদের একত্র করেছে। সুখী দ্বিশত বার্ষিকী

@ওকিমএক্সডি [29]

Colombia = Pasion, TwitterColombia = DRAMA! ni HOY se calma el drama…

কলোম্বিয়া=আবেগ [30] টুইটার কলম্বিয়া= নাটক! আজকেও নাটক কমবে না…

@তিন্তাইমপ্রেসা [31]

Realmente no me siento comodo con ninguna muestra de poder militar. Muy bonitos sus aviones… Pero no los quiero cerca

আসলে কোন ধরনের সেনা ক্ষমতা দেখানোতে আমি আরাম বোধ করিনা। তাদের প্লেন খুব ভালো…কিন্তু আমি এটি কাছে কোথাও চাইনা।

@মাচেকোর: [32]

Saber que tanto desfile, tantos Tucanos y tanta cosa se ve de juguete al lado de los tanques, Sukhoi y F16 de los vecinos…

এটা জানা যে এত প্যারেড, টুকানো আর জিনিষ খেলনার মতো লাগে ট্যাঙ্ক, সুখোয়া আর এফ১৬ বিমানের পাশে যা আমাদের প্রতিবেশীদের আছে…

@লেইডিমার্মালাড: [33]

La historia de todo lo malo que nos han hecho puede ser la misma historia de lo pusilánimes que hemos sido.

আমাদের সাথে তারা যা যা খারাপ কাজ করেছে তার ইতিহাস একই ইতিহাস হতে পারে যে আমরা কতো দুর্বল হয়ে পড়েছি।