ইন্দোনেশিয়ার ফ্যাশন ব্লগারেরা

ইন্দোনেশিয়ার জনপ্রিয় ব্লগারদের মধ্যে রয়েছে বেশ কিছু নারী যারা বিশেষত: ফ্যাশন এবং সুন্দর জীবনযাপন নিয়ে লিখে থাকেন। তারা কারা এবং তাদের এই জনপ্রিয়তা কেন?

মাল্টিব্র্যান্ড অনুধাবন করেছেন যে ইন্দোনেশিয়ায় ব্লগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে জনপ্রিয় ব্লগগুলো ফ্যাশন নিয়ে লিখে থাকে।

…২০০০ সালের প্রথমভাগে ব্লগের চল হয় ইন্দোনেশিয়াতে। ২০০৯ সালে এই ব্লগগুলোর সংখ্যা তিনগুণ বেড়ে যায়।

সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হচ্ছে ব্লগের ক্রমতালিকা রক্ষাকারী একমাত্র ব্লগ ইন্দোনেশিয়া ম্যাটার্স ব্লগ অনুযায়ী তালিকার উপর দিকে রয়েছে বেশ কিছু ফ্যাশন ব্লগ যেগুলোর বেশীর ভাগ ইন্দোনেশিয়ার তরুণীরা লিখে থাকেন।

ম্যাভেরিক এইসব তরুণী ব্লগারদের ব্লগের বিষয়বস্তু পছন্দের দিকে দৃষ্টি ফেরাচ্ছেন

জনপ্রিয় ব্লগগুলোর প্রকৃতি এখন বদলেছে। প্রথম দিকে সবচেয়ে জনপ্রিয় ব্লগগুলো ছিল আইটি বিষয়ক ব্লগ। তারপরে আসে নাগরিক সমস্যা এবং সামাজিক-রাজনৈতিক ব্লগ। আর ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যক্তিগত জার্নালগুলো তো রয়েছেই।

২০০৯ সালে এসে দেখা যায় যে অনেক ব্লগের বিষয়বস্তু হচ্ছে শখ থেকে সুন্দর জীবন যাপন, বিশেষ করে ফ্যাশন।

ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ব্লগার ডায়ানা রিকাসারি ইন্দোনেশিয়া ম্যাটার্সের ১ নম্বর ব্লগের স্থানটি দখল করে আছে।

ডায়ানা রিকাসারির ব্লগ

ডায়ানা রিকাসারির ব্লগ থেকে

এভিতা নু আরেকজন জনপ্রিয় ফ্যাশন ব্লগার. তার বয়স মাত্র এগারো বছর।

আমি, হ্যা! আমি একটি মেয়ে এবং এবছর আমার ১১ বছর বয়স হল, (হ্যা ১০, বা ৯ বছর নয়, আমি ১১! ) :যাহ। আমি ফ্যাশন আর ফটোগ্রাফির পোকা, আমার অনেক পথ পাড়ি দিতে হবে..আমাকে দোয়া করবেন, ঠিক আছে?

ফ্যাশন নিয়ে আমার খুব মোহ আছে (অনেক!)
আমি পোশাক পড়ি চটুলতার জন্যে
মানুষকে দেখাবার জন্যে নয়
আমার পছন্দ এমন পোষাক

যা চুলকায় না
ভাল আর খারাপ কাপড়ের
পার্থক্য আমি বুঝতে পারি

খারাপ কাপড়েই গা চুলকায়
বিশ্বাস করুন
আমার চামড়া মিথ্যা বলে না।

দানদান পোল ফ্যাশন আর ইন্টারনেটের মধ্যে সম্পর্ককে ব্যাখ্যা করছে।

ফ্যাশনের ব্যাপারে উপদেশ – আপনি নতুন ডিজাইনের জামাকাপড় অনলাইনে অনায়াসে কিনতে পারেন যা আমাদের এই ইন্টারনেট যুগে ঠেলে দেয়। ফ্যাশন আর লাইফস্টাইল টুইটার অ্যাকাউন্টের কথা বলতে গেলে টুইটারের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ খূব সহজ হয়। ফ্যাশন আর লাইফস্টাইল ব্লগের ব্যাপারটি বিভিন্ন ম্যাগাজিন দ্বারাও সমর্থিত এবং তারা যুবা ব্লগার এবং অনলাইন শপ নিয়ে বিভিন্ন আর্টিকেল লিখেই যাচ্ছে, ফলে লোকজনের মধ্যে আগ্রহ তৈরী হচ্ছে।

নিনা ফ্যাশন ব্লগারদের উত্থানের কথা লিখেছেন:

…ফ্যাশন ব্লগারদের এই উত্থান আমাদের সমাজের প্রতিফলন ঘটায়- মানুষ এখন কিছু ‘হালকা”, বাস্তবিক এবং অন্যান্য বিষয় থেকে ফ্যাশন তাদেরকে বেশী অনুরণিত করে অন্যান্য বিষয় থেকে। এর মানে দাড়ায় কি যে ইন্দোনেশিয়ার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিছু শৈল্পিক মানুষের উত্থানের সাথেও এটি সম্পর্কিত?

কলসন একটি ভাল বিষয় উত্থাপন করেছে: ইন্দোনেশিয়ার মেয়েরা এগিয়ে আছে!

আচ্ছা এটি যদি হয় এটি ভাল লক্ষণ। এটি দেখায় যে ব্লগিং শেষ হয়ে যায় নি, এটি বহাল তবিয়তেই আছে (ইন্দোনেশিয়াতে) আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে – ইন্দোনেশিয়ার মেয়েরা এগিয়ে আছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .