ইরান: গ্রেফতারকৃত ফটোব্লগার সাবেরের মুক্তির জন্যে আন্দোলন

প্রায় ৭০ জনেরও বেশী ইরানী বিশ্ববিদ্যালয় স্নাতক এবং শিক্ষাবিদরা হামেদ সাবেরের মুক্তি চাইছেন। হামেদ হচ্ছে একজন ইরানী ফটোব্লগার এবং কম্পিউটার বিজ্ঞানী যাকে গত ২১শে জুন তেহরানের রাস্তা দিয়ে হাঁটার সময় গ্রেফতার করা হয়। তার একজন বন্ধু আমাদের জানিয়েছে যে এই প্রথমবারের মত হামিদ গ্রেফতার হয়েছেন। এই একই উৎস জানিয়েছে যে ফ্লিকারে তুলে দেওয়া হামিদের তোলা ইরানের বিক্ষোভ আন্দোলনের বেশ কিছু ছবি বিদেশী কিছু ম্যাগাজিন তার অনুমতি না নিয়েই ছাপিয়েছে।

হামেদ অ্যাক্সেস ফ্লিকারের নির্মাতা, যা ফায়ারফক্স ব্রাউজারের একটি এক্সটেনসন যা ইরান, স. আরব আমিরাত, সৌদি আরব ও চীনের মত দেশে যেখানে ছবি আপলোড ও শেয়ার করার সাইট ফ্লিকার নিষিদ্ধ, সেখানে বাইপাস করে ওয়েবসাইটটি দেখতে সাহায্য করে। ফ্লিকারের আলোচনা ফোরামে হামেদের একজন বন্ধু একটি চিঠি পোস্ট করে তার মুক্তির জন্যে সাহায্য চেয়েছেন:

আপনাদের অনেকে হয়ত ইতিমধ্যেই জানেন যে প্রায় একমাস হয়ে গেল আমাদের বন্ধু এবং ফ্লিকারে ইরানী দলের প্রতিষ্ঠাতা হামেদকে দৃশ্যত: কোন কারণ ছাড়াই গ্রেফতার করে রাখা হয়েছে।

অজ্ঞাত স্থান থেকে দুটি ফোন কল ছাড়া আমরা তার কোন খবর পাই নি।

তার কিছু পুরোনো বন্ধু, বিশ্ববিদ্যালয়ের সহকর্মী এবং অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা হামিদের মুক্তি চেয়ে একটি চিঠি লিখেছেন।

আমরা তাকে অনেক দিন ধরে চিনি. এই দলের সদস্য হিসেবে বা তার সাথে কোথাও ভ্রমণসঙ্গী হিসেবে।

আমাদের অনেকে ফ্লিকারে ছবি যোগ করা শুরু করি এই দলে এবং খুব ভাল বন্ধুতে পরিণত হই। আমি নিজে তার প্রতি ঋণী এই গ্রুপ থেকে অনেক শিল্পী বন্ধুকে খুঁজে পাবার জন্যে।

আজকে তাকে জেলে ভরা হয়েছে কোন কারণ ছাড়াই এবং আমাদের বন্ধুর ঋণ স্বীকার করার এখনই সুযোগ।

আমরা ভেবেছি যে তার শৈল্পিক দিকটি তুলে ধরে আমাদের বন্ধুকে মুক্তির ব্যাপারে আহ্বান জানিয়ে একটি চিঠি লিখলে হয়ত কোন কাজ হবে।

আমি লেখায় তেমন ভাল না, আপনাদের পক্ষ থেকে কোন উপদেশ, ধারণা বা সাহায্যের মাধ্যমে হয়ত আমরা এটি পারব। তাই দয়া করে আপনারা উত্তর দিন, আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।

“ফ্রি হামেদ সাবের” ব্লগে হামেদের বন্ধুরা লিখেছে:

একটি আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল পাওয়া সাবের দেশ ছেড়ে চলে যাবার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি ইরানে থাকার ইচ্ছা প্রকাশ করেন এর “স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যে”।

তাদের এই বাণী ইরানী নেতাদের প্রতি যাতে তারা সাবেরকে একটি সুষ্ঠু বিচারের সুযোগ দেয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .