লেবানন: ডাইনোসরের শাসন

লেবাননে ঘটা সাম্প্রতিক হয়রানির ঘটনার প্রেক্ষাপটে এর কিছুদিন পরে দেশটির সাইবার অ্যাকটিভিস্টরা তাদের সাইবার জগৎ-এর উপর আক্রমণের বিরুদ্ধে প্রচারণার জন্য “ডাইনোসরের শাসন” (দি রুল অফ ডাইনোসরস) নামক শব্দটির ব্যবহার করা শুরু করেছে। লেবাননের ব্লগার টনি তার পোস্টের শিরোনাম “কি ভাবে ডাইনোসরকে পোষ মানানো যায়”-এ এর অর্থ কি তা ব্যাখ্যা করছে:

“الديناصورات” هو اللقب الذي أطلقه بعض الناشطين اللبنانيين مؤخراً على أقطاب السياسة والأجهزة الأمنية في لبنان بعدما تركوا كل مشاكل البلاد وتفرّغوا لقمع الحريات وكمّ الأفواه واقتحام المسرحيات ومنع الكتب والأفلام السينمائية واعتقال الناشطين وممارسة العنصرية ضد الأجانب. اللقب هو على سبيل المزاح طبعاً، لكن إصرارنا على إسقاطهم لا يدخل أبداً ضمن إطار المزاح، بل هو ضمن إطار التراجيديا التي لا مفرّ لهم منها. “الديناصورات على أشكالها تقع” هو عنوان معركتنا
লেবাননের কিছু ই-একটিভিস্ট (ইলেকট্রনিক্স জগৎে কাজ করা অ্যাকটিভিস্টরা) সম্প্রতি দেশের কিছু রাজনীতিবিদদের নাম দিয়েছে “ডাইনোসর”। এই বিষয়টি তখন সামনে এসে দাঁড়ায়, যখন রাজনীতিবিদেরা সত্যিকারের সমস্যা বাদ দিয়ে স্বাধীনতা নামক বস্তুটির শ্বাসরোধ করা, জনতাকে চুপ করিয়ে দেওয়া, বইপত্র, নাটক এবং চলচ্চিত্রগুলোকে নিষিদ্ধ করা, অ্যাকটিভিস্টদের গ্রেফতার করা এবং বিদেশির প্রতি বর্ণবৈষম্যমূলক আচরণ করার দিকে মনোযোগ প্রদান করে। বলাই বাহুল্য এই নামটি একটি তামাশা মাত্র, তবে এই সমস্ত কাজে তাদের নিবৃত্ত করার ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রচেষ্টা কোন তামাশা নয়, এটি অনিবার্য। আমাদের যুদ্ধের শিরোনাম “সব ডাইনোসরের একই রা”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .