মুসলমানদের পবিত্র মাস রমজানে (রোজা রাখার মাস) প্রায় কাছে চলে আসছে, বাহরাইনের ব্লগার তাওফিক আল রায়াশ এখন একটি ঢিলে দুই পাখি মারতে যাচ্ছেন। তিনি পরপর তিন মাস ধরে রোজা রাখতে যাচ্ছেন এবং তার মেয়ের এক সারা জাগানো আহ্বানে তিনি ধূমপান ছেড়ে দিয়েছেন ।
এই ব্লগার ঘোষণা করেছেন:
قررت أن أبدأ صيام ثلاث شهور متواصلة رجب شعبان ورمضان ، وهذا القرار لا يرجع الى اي جزاء أو كفارة !!! بل هو رغبة طالما راودتني منذ سنين ولكن لم تكن الظروف مواتية حيث كان السفر عائق لمواصلة اي صيام. إلا أن هذا الصيام جاء في أشهر شديدة الحرارة والرطوبة …. ربي يصبرني !! وإتخذت معه قرار كبير جداً في حياتي وهو التوقف نهائيا عن التدخين ، لمن لا يعلم فأنا مدخن شره (عشرون سيجارة في اليوم) ولمدة ١٨ سنة متواصلة يعني الرئة راحت عليها
আমি পরপর তিন মাস ধরে জন্য রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি-
রজব,
শা’বান এবং রমজান-এই তিন মাস রোজা রাখব। আমার এই রোজা রাখার সিদ্ধান্ত শাস্তি হিসেবে অথবা অনুতাপ এর জন্য! অনেক বছর ধরেই আমার এ রকম একটা এই ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতির আমার অনুকূলে ছিল না কারণ ভ্রমণ করা ছিল রোজা রাখার জন্য অন্যতম এক বাঁধা। অন্যদিকে, আমার রোজা রাখার সময়কাল পড়ে গিয়েছিল হয় প্রচন্ড গরম অথবা সর্বাপেক্ষা আর্দ্র মাসে। মহান আল্লাহ যেন আমাকে সিদ্ধান্ত বজায় রাখার ধৈর্য্য দেয়! আমি আমার জীবনে অন্যতম এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যে আমি চিরকালের জন্য ধূমপান ছেড়ে দেব। যারা আমাকে জানে না তাদের জন্য বলছি, ১৮ বছর ধরে আমি একটানা ধূমপান করে গেছি ( দিনে ২০টি সিগারেট খেতাম) এবং এর মানে আমি ফুসফুসের সমস্যায় ভুগছি ।
অনেক ধার্মিক মুসলমান একটু বেশি ইবাদাত করার জন্য রমজান সহ তিন মাস রোজা রাখে। আল রায়াশ তার বক্তব্যের ব্যাখা এই বলে সমাপ্ত করছেন:
ويعود السبب الرئيسي للقرار الأخير هو أن إبنتي الصغيرة وإبنتة خالها توقعو موتي اذا استمريت في التدخين !!! وعليه جاء هذا القرار ولكن ليس بسبب الخوف من الموت بل لأن إبنتي بدأت تشاهدني وأنا ادخن !!! حيث إنني وطوال فترة تدخيني لم اتجرأ ….إحتراماً وليس خوفاً من أن أدخن أمام ابي أو أمي ولم إدخن داخل بيتي ، قررت أن أترك التدخين خوفاً من إنتقال هذه العادة الى الجيل القادم من سلالتي
فلاتنسوني من الدعاء
আমার চূড়ান্তে সিদ্ধান্তের প্রধান কারণ আমার সর্বকনিষ্ঠ কন্যা এবং তার চাচাত বোন, যারা ধারণা করেছিল ধূমপান না ছেড়ে দিলে দ্রুত আমার মৃত্যু ঘটবে! আমি ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি – মৃত্যু ভয়ের কারণে নয় বরং আমার সর্বকনিষ্ঠ কন্যা আমাকে পর্যবেক্ষণ করত সেজন্য! আমার এত বছর ধরে ধূমপান করা জীবনে, আমি কখনও আমার পিতামাতার সামনে ধূমপান করার সাহস পাইনি.. ভয়ের কারণে নয়, বরং তাদের প্রতি শ্রদ্ধার কারণে, আমি বাড়ির ভেতরে ও কখনও ধূমপান করিনি।
আমি এই চিন্তা থেকে ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তী প্রজন্মে এটি ছড়িয়ে পড়ুক।
আপনারা প্রার্থনা করার সময় আমার কথা ভুলবেন না।